যশোর সদর উপজেলার লেবুতলা ইউনিয়নে জামায়াতে ইসলামীর ইফতার মাহফিল অনুষ্ঠান হয়েছে।
শনিবার (২২ মার্চ) বিকালে লেবুতলা ইউনিয়নের তেঁতুলতলা বাজারে জামায়াতের অফিসে এ অনুষ্ঠান হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন জামায়াতের সভাপতি ইসহাক আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন, যশোর জেলা সহ-সেক্রেটারি বেলাল হুসাইন। তিনি বলেন, আমাদের সর্বশ্রেষ্ট নিয়ামত হচ্ছে আল কুরআন। আল্লাহ আমাদেরকে সর্ব শ্রেষ্ট করেছেন। তাই আমাদের এ রমজানের শিক্ষাকে কাজে লাগিয়ে গোটা জিবনকে গড়তে হবে। এ সময় উপস্থিত ছিলেন, ইছালি ইউনিয়নের জামাতের আমির মিজানুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশ ইউনিয়ন সভাপতি নজরুল ইসলাম, ওয়ার্ড সভাপতি মুক্তার হোসেন, নজরুল ইসলাম, এডিপি সম্মিলনী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি ইমরান হোসেন, মারুফ হোসেন, রাহানুজ্জামান আজাদ এবং নাসিম প্রমুখ। অনুষ্ঠান পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মাসুদুর রহমান।