ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শরীয়তপুর জাজিরা কামরুলের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন  জ্ঞানভিত্তিক অর্থনীতির এই যুগে মেধাস্বত্ব একটি শক্তিশালী হাতিয়ার -বেরোবি উপাচার্য কুবিতে ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠিত জামালপুরে ১৭ শিক্ষার্থী বহিষ্কার, ৮ শিক্ষককে অব্যাহতি বগুড়া ডাকাত চক্রের ৫ সদস্য আটক নরসিংদী বাজারে মাছ কেটে সংসার চালায় শতাধিক পরিবার নার্সিং ডিপ্লোমাকে স্নাতক সমমান করার দাবিতে ঠাকুরগাঁওয়ের বিক্ষোভ সমাবেশ কৃষি প্রণোদনা ও কৃষিঋণ বিতরণ সহজীকরণের দাবি বোরহানউদ্দিনে গ্যাস ট্যাবলেট প্রয়োগে খামারির মাছ নিধন লালমনিহাটের পাটগ্রামে টানা রেলপথ অবরোধের পাশাপাশি সড়কপথ অবরোধের ঘোষণা

নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত না করে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠার সংস্কারগুলো করেন-আসাদুজ্জামান রিপন

বাংলাদেশে ভীষণ সংকট ও অস্থিরতার মধ্যে সময় যাচ্ছে বলে মন্তব্য কতরেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। অন্তবর্তী সরকারের উদ্দেশ্যেতিনি বলেছেন, সংস্কার নিয়ে সময় ক্ষেপণ করা হচ্ছে-এটা নাথিং। যেটা হচ্ছে- কিছু কিছু গিনিপিককে একটু বড় জায়গায় পৌঁছানো-সাবলম্বিতা অর্জন করার চেষ্টা করা হচ্ছে। এটা একটি ইভিল ডিজাইন। আমরা বলতে চাই, নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত না করে সোজাসুজি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার সেই সংস্কারগুলো করেন।
আজ মঙ্গলবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এ এক দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে এক্স- জেসিডি ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (ইইবি) আয়োজিত এই দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিতত্ব করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী শোয়েব বাসরী হাবলু। এতে অন্যের মধ্যে বক্তব্য রাখেন আইইবির সভপাপতি প্রকৌশলী আ ন হ আখতার হোসেন ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা প্রকৌশলী খালেদ হাসান ফাহিম প্রমুখ।
অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টার বক্তব্য উদ্বৃত্ত করে
আসাদুজ্জামন রিপন বলেন, তিনি (আইন উপদেষ্টা) কিছু ছাত্রকে বলেছেন বাবারা তোমরা আরো ৫-১০ বছর থেকে দেশটাকে ঠিক করে দিয়ে যাও। তিনি বলেন আরো ৫ বছর! হট এ ফানি! কেন? এটা ছাত্রদের মাঝে স্বৈরাচীর মনোভবাব ঢুকিয়ে দেওয়ার প্রবণতা। বিনা ভোটে বিনা নির্বাচনে জনগণের প্রতিনিধি ছাড়া একটি সরকার ৫/১০ বছর কি করে থাকে। এর আইনগত কোনো ভিত্তি নাই। তিনি প্রশ্ন রাখেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ছাড়া দেশ পরিচালিত হওয়া সম্ভব হয় কিনা? একজন আইন উপদেষ্টা এটা কি করে বলেন, ভাবা যায়? কত বড় একটা ফেসিস্ট-আউট লুক। একটি ফেসস্টিকে তাড়িয়ে যদি আমরা আরেকটি ফেসবিাদী ধারণা বহন করি! যদি একটি অনির্বাচিত সরকার ৫/১০ বছর থাকতে পারে-এই ধরণের আকাক্সক্ষা সৃষ্টি করে-আকাক্সক্ষাকে উসকে দেয়া এটা একটা জঘন্য অপরাধ। সরকার সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার কথা বলেছে। কিন্তু কি সংস্কার করবে? এমপিদের হলো ফুল টাইম জব। কিন্তু তারা তা করছেন না। তারা প্রকৌশলী-আইনজীবীদের সঙ্গে কনসালটেন্সি করছে। তাদেও বেতন দ্বিগুন-তিনগুণ ও সুযোগ সুবিধাগুলো ববাড়িয়ে দেয়া হোক। তাহলে চুরি-চামারি কমে যাবে। সরকার এই সংস্কার করুক। একটি জবাবদিহিমূলক ও দায়বদ্ধ সরকার গঠন করতে হবে। আমরা এমন সরকার ব্যবস্থা চাই-যা গণতান্ত্রিকপন্থায় নির্বাচিত হবে। কিন্তু তা না করে সরকার শুধু প্রধানমন্ত্রী পরপর দুই বার ক্ষমতায় থাকতে পারবে না এমন সংস্কারের কথা বলছে।এতে জনগণের লাভ কি। আমরা ৫ বছর পর কোনো মোঘল সম্রাট তৈরি করতে চাই না।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শরীয়তপুর জাজিরা কামরুলের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন 

নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত না করে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠার সংস্কারগুলো করেন-আসাদুজ্জামান রিপন

আপডেট সময় ০৮:৫৭:২৭ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

বাংলাদেশে ভীষণ সংকট ও অস্থিরতার মধ্যে সময় যাচ্ছে বলে মন্তব্য কতরেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ড. আসাদুজ্জামান রিপন। অন্তবর্তী সরকারের উদ্দেশ্যেতিনি বলেছেন, সংস্কার নিয়ে সময় ক্ষেপণ করা হচ্ছে-এটা নাথিং। যেটা হচ্ছে- কিছু কিছু গিনিপিককে একটু বড় জায়গায় পৌঁছানো-সাবলম্বিতা অর্জন করার চেষ্টা করা হচ্ছে। এটা একটি ইভিল ডিজাইন। আমরা বলতে চাই, নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত না করে সোজাসুজি দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করার জন্য যা যা করা দরকার সেই সংস্কারগুলো করেন।
আজ মঙ্গলবার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন, বাংলাদেশ (আইইবি) এ এক দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং পবিত্র মাহে রমজান উপলক্ষে এক্স- জেসিডি ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (ইইবি) আয়োজিত এই দোয়া ও ইফতার মাহফিলে সভাপতিতত্ব করেন আয়োজক সংগঠনের আহ্বায়ক প্রকৌশলী শোয়েব বাসরী হাবলু। এতে অন্যের মধ্যে বক্তব্য রাখেন আইইবির সভপাপতি প্রকৌশলী আ ন হ আখতার হোসেন ও বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা প্রকৌশলী খালেদ হাসান ফাহিম প্রমুখ।
অন্তবর্তী সরকারের আইন উপদেষ্টার বক্তব্য উদ্বৃত্ত করে
আসাদুজ্জামন রিপন বলেন, তিনি (আইন উপদেষ্টা) কিছু ছাত্রকে বলেছেন বাবারা তোমরা আরো ৫-১০ বছর থেকে দেশটাকে ঠিক করে দিয়ে যাও। তিনি বলেন আরো ৫ বছর! হট এ ফানি! কেন? এটা ছাত্রদের মাঝে স্বৈরাচীর মনোভবাব ঢুকিয়ে দেওয়ার প্রবণতা। বিনা ভোটে বিনা নির্বাচনে জনগণের প্রতিনিধি ছাড়া একটি সরকার ৫/১০ বছর কি করে থাকে। এর আইনগত কোনো ভিত্তি নাই। তিনি প্রশ্ন রাখেন, গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার ছাড়া দেশ পরিচালিত হওয়া সম্ভব হয় কিনা? একজন আইন উপদেষ্টা এটা কি করে বলেন, ভাবা যায়? কত বড় একটা ফেসিস্ট-আউট লুক। একটি ফেসস্টিকে তাড়িয়ে যদি আমরা আরেকটি ফেসবিাদী ধারণা বহন করি! যদি একটি অনির্বাচিত সরকার ৫/১০ বছর থাকতে পারে-এই ধরণের আকাক্সক্ষা সৃষ্টি করে-আকাক্সক্ষাকে উসকে দেয়া এটা একটা জঘন্য অপরাধ। সরকার সংস্কার করে ডিসেম্বরের মধ্যে নির্বাচন করার কথা বলেছে। কিন্তু কি সংস্কার করবে? এমপিদের হলো ফুল টাইম জব। কিন্তু তারা তা করছেন না। তারা প্রকৌশলী-আইনজীবীদের সঙ্গে কনসালটেন্সি করছে। তাদেও বেতন দ্বিগুন-তিনগুণ ও সুযোগ সুবিধাগুলো ববাড়িয়ে দেয়া হোক। তাহলে চুরি-চামারি কমে যাবে। সরকার এই সংস্কার করুক। একটি জবাবদিহিমূলক ও দায়বদ্ধ সরকার গঠন করতে হবে। আমরা এমন সরকার ব্যবস্থা চাই-যা গণতান্ত্রিকপন্থায় নির্বাচিত হবে। কিন্তু তা না করে সরকার শুধু প্রধানমন্ত্রী পরপর দুই বার ক্ষমতায় থাকতে পারবে না এমন সংস্কারের কথা বলছে।এতে জনগণের লাভ কি। আমরা ৫ বছর পর কোনো মোঘল সম্রাট তৈরি করতে চাই না।