ঢাকা ১০:৪৬ অপরাহ্ন, রবিবার, ২৭ এপ্রিল ২০২৫, ১৪ বৈশাখ ১৪৩২ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
শরীয়তপুর জাজিরা কামরুলের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন  জ্ঞানভিত্তিক অর্থনীতির এই যুগে মেধাস্বত্ব একটি শক্তিশালী হাতিয়ার -বেরোবি উপাচার্য কুবিতে ব্রাহ্মণবাড়িয়া স্টুডেন্ট ওয়েলফেয়ার এসোসিয়েশনের নবীনবরণ অনুষ্ঠিত জামালপুরে ১৭ শিক্ষার্থী বহিষ্কার, ৮ শিক্ষককে অব্যাহতি বগুড়া ডাকাত চক্রের ৫ সদস্য আটক নরসিংদী বাজারে মাছ কেটে সংসার চালায় শতাধিক পরিবার নার্সিং ডিপ্লোমাকে স্নাতক সমমান করার দাবিতে ঠাকুরগাঁওয়ের বিক্ষোভ সমাবেশ কৃষি প্রণোদনা ও কৃষিঋণ বিতরণ সহজীকরণের দাবি বোরহানউদ্দিনে গ্যাস ট্যাবলেট প্রয়োগে খামারির মাছ নিধন লালমনিহাটের পাটগ্রামে টানা রেলপথ অবরোধের পাশাপাশি সড়কপথ অবরোধের ঘোষণা

নির্মাণের ২৪ ঘন্টা পার না হতেই ধসে পড়ল সড়ক

বাউফল উপজেলায় নির্মাণের একদিন পরেই ধসে পড়েছে বগা আরএসডি-বাহেরচর জিসি সড়ক। নির্মাণে নিম্নমান, অনিয়ম ও ঠিকাদারের দায়িত্বহীনতার অভিযোগ তুলে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।
বুধবার (১৯ মার্চ) উপজেলার কাছিপাড়া ইউনিয়নের শহীদ জালাল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পরিদর্শনকালে দেখা যায়, সড়কের সম্প্রসারিত অংশের একাধিক জায়গায় ধ্বসের সৃষ্টি হয়েছে। কার্পেটিংয়ের মাত্র একদিন পরেই এমন ধসের ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে এলজিইডি কর্তৃক বগা থেকে কাছিপাড়া সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হয়। একাধিক প্যাকেজের মাধ্যমে দরপত্র আহ্বান শেষে সড়কটির প্রস্থ ১০ ফুট থেকে ১৮ ফুটে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, নির্মাণকাজ শুরুর পর থেকেই সিডিউল অনুযায়ী কাজ না করা, নিম্নমানের উপকরণ ব্যবহার এবং যথাযথ কারিগরি পদ্ধতি অনুসরণ না করায় সড়কটি নির্মাণের একদিন পরেই ধসে পড়েছে।

স্থানীয় বাসিন্দা ফোরকান প্যাদা ও মোকছেদুল ইসলাম বলেন, ‘নিয়মানুযায়ী প্রকল্পের দুই পাশে পাইলিং করা প্রয়োজন হলে তা সড়ক নির্মাণের আগেই করতে হয়। কিন্তু ঠিকাদাররা সড়কের সাববেইজ ও ম্যাকাডাম করার পর পাইলিং নির্মাণ করেছেন। এরপর ইটভাঙা ডাস্ট ব্যবহার করে রোলার ছাড়াই কার্পেটিং করেছেন, যা সম্পূর্ণ অনিয়ম।’

স্থানীয় বাসিন্দা কাজী নুরুল ইসলাম বলেন, ‘সরকারি প্রকল্পের অর্থ ব্যয়ের ক্ষেত্রে এমন অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সিডিউল অনুসারে উপকরণ ব্যবহার না করে দায়সারা কাজ করা হয়েছে।’

নির্মাণকাজে নিযুক্ত কয়েকজন শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদেরকে যেভাবে কাজ করতে বলা হয়েছে, সেভাবেই কাজ করেছি। পুরো প্রকল্পের জন্য বরাদ্দ ছিল ১০ কোটি ৪৮ লাখ টাকা, যার মধ্যে ৬,৬৮৫ মিটার সড়ক নির্মাণের দায়িত্ব পেয়েছেন ঠিকাদার খায়রুল কবির রানা।’

এ বিষয়ে নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি আবুল কালাম বলেন, ‘যে অংশ ধসে পড়েছে, তা ঠিক করে দেওয়া হবে।’

বাউফল উপজেলা এলজিইডি প্রকৌশলী শ্যামল কুমার গাইন বলেন, ‘কাজ করতে গেলে কিছু ভুল-ত্রুটি হতে পারে। এখনো ঠিকাদারকে বিল পরিশোধ করা হয়নি। যেখানে সমস্যা হয়েছে, সেগুলো ঠিক করে দেওয়ার পরই বিল দেওয়া হবে।’

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

শরীয়তপুর জাজিরা কামরুলের হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন 

নির্মাণের ২৪ ঘন্টা পার না হতেই ধসে পড়ল সড়ক

আপডেট সময় ০৭:০৬:৪২ অপরাহ্ন, বুধবার, ১৯ মার্চ ২০২৫

বাউফল উপজেলায় নির্মাণের একদিন পরেই ধসে পড়েছে বগা আরএসডি-বাহেরচর জিসি সড়ক। নির্মাণে নিম্নমান, অনিয়ম ও ঠিকাদারের দায়িত্বহীনতার অভিযোগ তুলে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করেছেন।
বুধবার (১৯ মার্চ) উপজেলার কাছিপাড়া ইউনিয়নের শহীদ জালাল সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় পরিদর্শনকালে দেখা যায়, সড়কের সম্প্রসারিত অংশের একাধিক জায়গায় ধ্বসের সৃষ্টি হয়েছে। কার্পেটিংয়ের মাত্র একদিন পরেই এমন ধসের ঘটনা ঘটে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ২০২৩-২৪ অর্থবছরে এলজিইডি কর্তৃক বগা থেকে কাছিপাড়া সড়ক প্রশস্তকরণের কাজ শুরু হয়। একাধিক প্যাকেজের মাধ্যমে দরপত্র আহ্বান শেষে সড়কটির প্রস্থ ১০ ফুট থেকে ১৮ ফুটে উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়।

স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন, নির্মাণকাজ শুরুর পর থেকেই সিডিউল অনুযায়ী কাজ না করা, নিম্নমানের উপকরণ ব্যবহার এবং যথাযথ কারিগরি পদ্ধতি অনুসরণ না করায় সড়কটি নির্মাণের একদিন পরেই ধসে পড়েছে।

স্থানীয় বাসিন্দা ফোরকান প্যাদা ও মোকছেদুল ইসলাম বলেন, ‘নিয়মানুযায়ী প্রকল্পের দুই পাশে পাইলিং করা প্রয়োজন হলে তা সড়ক নির্মাণের আগেই করতে হয়। কিন্তু ঠিকাদাররা সড়কের সাববেইজ ও ম্যাকাডাম করার পর পাইলিং নির্মাণ করেছেন। এরপর ইটভাঙা ডাস্ট ব্যবহার করে রোলার ছাড়াই কার্পেটিং করেছেন, যা সম্পূর্ণ অনিয়ম।’

স্থানীয় বাসিন্দা কাজী নুরুল ইসলাম বলেন, ‘সরকারি প্রকল্পের অর্থ ব্যয়ের ক্ষেত্রে এমন অনিয়ম কোনোভাবেই মেনে নেওয়া যায় না। সিডিউল অনুসারে উপকরণ ব্যবহার না করে দায়সারা কাজ করা হয়েছে।’

নির্মাণকাজে নিযুক্ত কয়েকজন শ্রমিক নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘আমাদেরকে যেভাবে কাজ করতে বলা হয়েছে, সেভাবেই কাজ করেছি। পুরো প্রকল্পের জন্য বরাদ্দ ছিল ১০ কোটি ৪৮ লাখ টাকা, যার মধ্যে ৬,৬৮৫ মিটার সড়ক নির্মাণের দায়িত্ব পেয়েছেন ঠিকাদার খায়রুল কবির রানা।’

এ বিষয়ে নির্মাতা প্রতিষ্ঠানের প্রতিনিধি আবুল কালাম বলেন, ‘যে অংশ ধসে পড়েছে, তা ঠিক করে দেওয়া হবে।’

বাউফল উপজেলা এলজিইডি প্রকৌশলী শ্যামল কুমার গাইন বলেন, ‘কাজ করতে গেলে কিছু ভুল-ত্রুটি হতে পারে। এখনো ঠিকাদারকে বিল পরিশোধ করা হয়নি। যেখানে সমস্যা হয়েছে, সেগুলো ঠিক করে দেওয়ার পরই বিল দেওয়া হবে।’