১৭ই মার্চ ২০২৫ সোমবার রাত ১০টায় গাজীপুরের শ্রীপুর উপজেলার সাতখামাইর রেল স্টেশনে অন্ধকার স্থানে মায়ের পরামর্শে বাবাকে শায়েস্তা করতে কিশোর গ্যাং ভাড়া করে বাবার উপর অতর্কিত হামলা চালায় ছেলে আবীর।
বাবা আসাদ মিয়া দুর্লভপুর গ্রামের নায়েব আলীর ছেলে। হামলাকারীরা বেধরক মারপিট করে ভুক্তভোগীর কাছ থেকে ৩৭০০ টাকা ছিনিয়ে নেয়। এ সময় আসাদের চিৎকার শুনে স্থানীয়রা ধাওয়া করে ৪ কিশোর গ্যাং সদস্যকে আটক করে। খবর পেয়ে মধ্যরাতে শ্রীপুর মডেল থানা পুলিশ তাদের কে উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। আটকৃতরা হলো আসাদ মিয়ার ছেলে আবির(১৭),শ্রীপুর ওয়াদ্দাদিঘি পাড়ের রতন মিয়ার ছেলে জাহিদ (১৭),সাতখা মাইর গ্রামের জহিরুলের ছেলের জিহাদ (১৭),টেংরা গ্রামের হাফিজ উদ্দিনের ছেলে মারুফ (১৮)।
ঘটনার কারণ হিসেবে জানা যায় আসাদের প্রথম স্ত্রী পারুল তাকে ছেড়ে বিদেশে চলে যান। এক বছর পর সে শিউলিকে দ্বিতীয় বিয়ে করে। দুই বছর পর প্রথম স্ত্রী দেশে ফিরে এসে অশান্তি শুরু করে। ঝগড়া করে আসাদের বাড়ি ঘর দখল করে তার নামে মামলা দেয়। আসাদের মা কে বাড়ি থেকে বের করে দেয়। আসাদ মামলা থেকে জামিনে মুক্তি পায়। কিন্তু ঘটনার দিন সকালে তাদের মধ্যে ঝগড়া হয়। এতে ক্ষিপ্ত হয়ে পারুল তাকে মারার পরিকল্পনা করে তার বোনে ছেলে জিহাদ ও নিজের ছেলে আবিরকে আসাদ মিয়াকে মারপিটের দায়িত্ব দেয়।
এতে করে আবির ও জিহাদ কিশোর গ্যাং লিডার ওয়াদ্দা দিঘির পাড় এলাকার জাহাঙ্গীরের ছেলে জাকারিয়ার নেতৃত্বে বাকি ১০/১২ জনের একটি কিশোর গ্যাং দল ঘটনাটি ঘটায়।
শ্রীপুরে কিশোর গ্যাং নিয়ে বাবার উপর ছেলের হামলা
-
কবির আকন্দ,শ্রীপুর প্রতিনিধি :
- আপডেট সময় ০৪:৫২:০১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫
- ৫১৫ বার পড়া হয়েছে