ব্রাহ্মণবাড়িয়া জেলা নবীনগর উপজেলা কাইতলা দক্ষিণ ইউনিয়ন
মরহুম সৈয়দ ইব্রাহিম মৌলভীর সুযোগ্য পুত্র সন্তান ও মরহুম সৈয়দ আবু আব্বাস সাহেবের ভাতিজা ডুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী, দানবীর , জনাব ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ সাহেবে অর্থায়নে গত ১৪ থেকে ১৫ বছর যাবত কাইতলা সৈয়দ পাড়া মোহাম্মদিয়া ফুরকানিয়া হাফেজিয়া এতেদাহী মাদ্রাসা
ও সৈয়দ পাড়া মসজিদে এর এর উন্নয়ন মুলক কাজ চলমান।তিনি মাদ্রসার বিল্ডিং এর কাজ গত কয়েক বছর আগে শেষ করেন। বর্তমানে উক্ত মাদ্রাসার চার দিকের বাউন্ডারি কাজ চালিয়ে যাচ্ছেন।তিনি সৈয়দ পাড়া মসজিদে নুরের বিতর ও বাহিরের রং এর কাজ সদ্য সমাপ্ত করেন।আগামী কাল থেকে মাদ্রাসার বিল্ডিং এর কাজ চলবে।
ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ সাহেব বলেন আমি শুধু আমার পাড়া নয় আমার গ্রাম থেকে শুরু করে নবীনগর উপজেলা পর্যন্ত বিভিন্ন উন্নয়ন মুলক কাজ ও গরীব অসহায় মানুষের পাশে থাকব ও সেবা করে যাব ইনশাল্লাহ। এর উন্নয়ন মুলক কাজ চলমান।তিনি মাদ্রসার বিল্ডিং বর্তমানে উক্ত মাদ্রাসার চার দিকের বাউন্ডারি কাজ চালিয়ে যাচ্ছেন।আগামী কাল থেকে মাদ্রাসার বিল্ডিং এর কাজ চলবে।ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ সাহের আরো বলেন আমি শুধু আমার পাড়া নয় আমার গ্রাম থেকে শুরু করে নবীনগর উপজেলা পর্যন্ত বিভিন্ন উন্নয়ন মুলক কাজ ও গরীব অসহায় মানুষের পাশে থাকব ও সেবা করে যাব ইনশাল্লাহ।
নবীনগরে ক্যাপ্টেন সৈয়দ আবু আহাদ সাহেবের এর অর্থায়নে মসজিদ ও মাদ্রাসার কাজ চলমান
-
মোঃ শাহ আলম খন্দকার, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া)
- আপডেট সময় ১০:২৮:১৪ পূর্বাহ্ন, সোমবার, ১৭ মার্চ ২০২৫
- ৫০৯ বার পড়া হয়েছে