ঢাকা ১১:২১ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জানুয়ারী ২০২৫, ২ মাঘ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গোয়াইনঘাটে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন ভোলা জেলার উন্নয়ন শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে খেলাধুলা বাধ্যতামূলক করা হবে : আমিনুল হক মহিলালীগ নেত্রী ও সাবেক ভাইস চেয়ারম্যানের বিরুদ্ধে চাঁদাবাজি ও এনজিওকর্মীকে প্রাণনাশের হুমকি ভোলায় ডিবির অভিযানে বিপুল পরিমান চোরাই মালামালসহ আটক-১ কুমিল্লার কুখ্যাত কিশোর গ্যাং ‘রতন’ গ্রুপের সদস্য গ্রেপ্তার পবিপ্রবি বরিশাল ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে অকেজো মাল্টিমিডিয়া প্রজেক্টর, বিপাকে শিক্ষার্থীরা অবৈধ ট্রাক্টরট্রলি বন্ধে কমলনগরে অবস্থান কর্মসূচি পালন। জামালপুর ৩৫ বিজিবির উদ্যোগে বিওপি পর্যায়ে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত লালমনিরহাটে এফএনবি’র উদ্যোগে শীতবস্ত্র বিতরণ।

মাঠ প্রশাসন কর্মকর্তারা সরকারের পিলার : ডিসি শহীদুল ইসলাম

ঢাকা জেলা প্রশাসক (ডিসি) শহীদুল ইসলাম বলেছেন, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, ইউএনওরা হলেন সরকারের মেরুদণ্ড। আর মাঠ প্রশাসন কর্মকর্তারা হলেন সরকারের পিলার। কারণ, উচ্চপদস্থ কর্মকর্তারা যে পরিকল্পনা বা নীতি প্রণয়ন করেন, সেটা বাস্তবায়িত হয় তাদের দ্বারাই। মাঠ প্রশাসন কর্মকর্তারা সরকার এবং প্রশাসনের মধ্যে সেতুবন্ধন তৈরি করে থাকেন।

শনিবার (২৬ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে (আইডিইবি) বাংলাদেশ মাঠ প্রশাসন কর্মকর্তা কল্যাণ সমিতি আয়োজিত সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অথরাইজড অফিসাররা হলেন ইনস্টিটিউশনাল মেমোরি। এই অফিসাররা দীর্ঘদিনের কর্ম এবং অভিজ্ঞতার মাধ্যমে পদে আসীন হয়। একজন জেলা প্রশাসক যখন বদলি হন, তখন কিন্তু তিনি যাবতীয় তথ্য/ডকুমেন্ট অথরাইজড অফিসারদেরকেই বুঝিয়ে দিয়ে যান। ডিসি আসবে, যাবে। কিন্তু অথরাইজড অফিসাররা হলেন স্থায়ী কর্মকর্তারা।

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে শহীদুল ইসলাম বলেন, সরকার আপনাদের ক্ষমতা, সম্মান, বেতন-ভাতা দিয়ে নিয়োগ দিয়েছে কেবল জনগণের সেবা করার জন্যই। একজন বিত্তশালী মানুষ হয়তো ডিসি বা ইউএনও অফিসে গেলেই সেবা পেয়ে যাচ্ছে। কিন্তু যারা সাধারণ মানুষ, গরিব অসহায়, তাদের সেবাদান কিন্তু আপনাদেরকেই নিশ্চিত করতে হবে। নিজেদের সংকীর্ণতাকে বাদ দিয়ে জনমানুষের সঙ্গে একাত্ম হতে হবে।

বাংলাদেশ মাঠ প্রশাসন কর্মকর্তা কল্যাণ সমিতির আহ্বায়ক এস এম জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগম, তেজগাঁও রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জামাল হোসেন প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্য মমতাজ বেগম বলেন, সংগঠনের উদ্দেশ্য হলো একত্রে সংগঠিত হয়ে কোনো যৌক্তিক দাবি উপস্থাপন করা এবং আদায় করে নেওয়া। পদাধিকার বলে আমাদের কর্মকর্তা-কর্মচারী বলা হলেও আমরা কিন্তু গভর্নমেন্ট সার্ভেন্ট। সুতরাং, আমরা একসঙ্গে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে যে উন্নত বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখছেন, সেটি বাস্তবায়িত করতে চাই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গোয়াইনঘাটে ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ উদ্বোধন

মাঠ প্রশাসন কর্মকর্তারা সরকারের পিলার : ডিসি শহীদুল ইসলাম

আপডেট সময় ০২:২৪:২১ অপরাহ্ন, শনিবার, ২৬ নভেম্বর ২০২২

ঢাকা জেলা প্রশাসক (ডিসি) শহীদুল ইসলাম বলেছেন, জেলা প্রশাসক, বিভাগীয় কমিশনার, ইউএনওরা হলেন সরকারের মেরুদণ্ড। আর মাঠ প্রশাসন কর্মকর্তারা হলেন সরকারের পিলার। কারণ, উচ্চপদস্থ কর্মকর্তারা যে পরিকল্পনা বা নীতি প্রণয়ন করেন, সেটা বাস্তবায়িত হয় তাদের দ্বারাই। মাঠ প্রশাসন কর্মকর্তারা সরকার এবং প্রশাসনের মধ্যে সেতুবন্ধন তৈরি করে থাকেন।

শনিবার (২৬ নভেম্বর) রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে (আইডিইবি) বাংলাদেশ মাঠ প্রশাসন কর্মকর্তা কল্যাণ সমিতি আয়োজিত সাধারণ সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, অথরাইজড অফিসাররা হলেন ইনস্টিটিউশনাল মেমোরি। এই অফিসাররা দীর্ঘদিনের কর্ম এবং অভিজ্ঞতার মাধ্যমে পদে আসীন হয়। একজন জেলা প্রশাসক যখন বদলি হন, তখন কিন্তু তিনি যাবতীয় তথ্য/ডকুমেন্ট অথরাইজড অফিসারদেরকেই বুঝিয়ে দিয়ে যান। ডিসি আসবে, যাবে। কিন্তু অথরাইজড অফিসাররা হলেন স্থায়ী কর্মকর্তারা।

মাঠ প্রশাসনের কর্মকর্তাদের উদ্দেশে শহীদুল ইসলাম বলেন, সরকার আপনাদের ক্ষমতা, সম্মান, বেতন-ভাতা দিয়ে নিয়োগ দিয়েছে কেবল জনগণের সেবা করার জন্যই। একজন বিত্তশালী মানুষ হয়তো ডিসি বা ইউএনও অফিসে গেলেই সেবা পেয়ে যাচ্ছে। কিন্তু যারা সাধারণ মানুষ, গরিব অসহায়, তাদের সেবাদান কিন্তু আপনাদেরকেই নিশ্চিত করতে হবে। নিজেদের সংকীর্ণতাকে বাদ দিয়ে জনমানুষের সঙ্গে একাত্ম হতে হবে।

বাংলাদেশ মাঠ প্রশাসন কর্মকর্তা কল্যাণ সমিতির আহ্বায়ক এস এম জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকার অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মমতাজ বেগম, তেজগাঁও রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) জামাল হোসেন প্রমুখ।

বিশেষ অতিথির বক্তব্য মমতাজ বেগম বলেন, সংগঠনের উদ্দেশ্য হলো একত্রে সংগঠিত হয়ে কোনো যৌক্তিক দাবি উপস্থাপন করা এবং আদায় করে নেওয়া। পদাধিকার বলে আমাদের কর্মকর্তা-কর্মচারী বলা হলেও আমরা কিন্তু গভর্নমেন্ট সার্ভেন্ট। সুতরাং, আমরা একসঙ্গে কাজ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০৪১ সালে যে উন্নত বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন দেখছেন, সেটি বাস্তবায়িত করতে চাই।