ঢাকা ০১:৫৮ অপরাহ্ন, সোমবার, ০৬ জানুয়ারী ২০২৫, ২৩ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

বছরের প্রথম দিনে লক্ষ্মীপুরে শিক্ষা সামগ্রী পেল ৩৫০ মেধাবী

লক্ষ্মীপুরে নতুন বছরের প্রথম দিনে প্রাথমিক বিদ্যালয়ের ৩৫০ জন অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে পৌর এলাকার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেয় অতিথিরা।

লক্ষ্মীপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবির সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আকতার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ মজুমদার প্রমুখ।

পৌর প্রশাসন সূত্র জানায়, লক্ষ্মীপুর পৌরসভার ২৫ টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ৩৫০ শিক্ষার্থীকে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়। এতে ব্যাগ, বই, খাতা ও কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী রয়েছে।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, বছরের প্রথমদিন শুরু করার জন্য শিক্ষা সামগ্রী বিতরণের চেয়ে সুন্দর কি বা হতে পারতো? বছরের শুরুতে আমরা শিক্ষার্থীদের হাতে মোবাইল কিংবা টিকটকের সামগ্রী তুলে দিচ্ছি না। তাদের হাতে আমরা উন্নত মানুষ হওয়ার উপকরণ শিক্ষা সামগ্রী তুলে দিয়েছি। লক্ষ্মীপুর পৌরসভার এ আয়োজন আজ সারা দেশে উল্লেখযোগ্য হয়ে থাকবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

বছরের প্রথম দিনে লক্ষ্মীপুরে শিক্ষা সামগ্রী পেল ৩৫০ মেধাবী

আপডেট সময় ০৬:৩২:০৭ অপরাহ্ন, বুধবার, ১ জানুয়ারী ২০২৫

লক্ষ্মীপুরে নতুন বছরের প্রথম দিনে প্রাথমিক বিদ্যালয়ের ৩৫০ জন অস্বচ্ছল মেধাবী শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী উপহার দেওয়া হয়েছে। বুধবার দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে লক্ষ্মীপুর পৌরসভার উদ্যোগে এ আয়োজন করা হয়। এতে পৌর এলাকার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে শিক্ষা সামগ্রী তুলে দেয় অতিথিরা।

লক্ষ্মীপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা খান মোহাম্মদ ফারাবির সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আকতার হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামশেদ আলম রানা, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ মজুমদার প্রমুখ।

পৌর প্রশাসন সূত্র জানায়, লক্ষ্মীপুর পৌরসভার ২৫ টি সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ৩৫০ শিক্ষার্থীকে বিনামূল্যে শিক্ষা সামগ্রী বিতরণের উদ্যোগ নেওয়া হয়। এতে ব্যাগ, বই, খাতা ও কলমসহ বিভিন্ন শিক্ষা সামগ্রী রয়েছে।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, বছরের প্রথমদিন শুরু করার জন্য শিক্ষা সামগ্রী বিতরণের চেয়ে সুন্দর কি বা হতে পারতো? বছরের শুরুতে আমরা শিক্ষার্থীদের হাতে মোবাইল কিংবা টিকটকের সামগ্রী তুলে দিচ্ছি না। তাদের হাতে আমরা উন্নত মানুষ হওয়ার উপকরণ শিক্ষা সামগ্রী তুলে দিয়েছি। লক্ষ্মীপুর পৌরসভার এ আয়োজন আজ সারা দেশে উল্লেখযোগ্য হয়ে থাকবে।