ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী যুব ফোরামের সভাপতি,কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের সাবেক সভাপতি এবং আনন্দ ট্যুর এন্ড ট্রাভেলস এর সত্ত্বাধিকারী মোঃ আনোয়ারহোসেন আনন্দের
দাউদকান্দি উপজেলার সিঙ্গুলা দিঘির পাড় বাড়িতে আজ মঙ্গলবার (২৪ ডিসেম্বর) রাত তিনটায় পনেরো থেকে বিশ জনের একটি সশস্ত্র ডাকাত দল বিল্ডিংয়ের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে,
এবং রুমে অস্ত্র দেখিয়ে একে একে সবাইকে বেধে ফেলে এবং প্রতিটি রুমে থাকা শোকেস,ওয়ারড্রব, এবং স্টিলের আলমারি ভেঙে নগদ টাকা সহ স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে যায়। যার আনুমানিক ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় অর্ধ কোটি টাকার বেশি।এ ঘটনায় দাউদকান্দি মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করিলে, পুলিশের একটি তদন্ত টীম ঘটনা স্থলে গিয়ে বিভিন্ন আলামত সংগ্রহ করেন।
এবিষয়ে দাউদকান্দি মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ জুনায়েত চৌধুরীর কাছে জানতে চাইলে তিনি ঘটনার সত্যতা নিশ্চিত করেন,এবং তিনি জানিয়েছেন তিনি নিজে ঘটনা স্থল পরিদর্শন করেছেন, তদন্ত চলছে তদন্ত সাপেক্ষ দায়ী ব্যক্তিদের গ্রেফতার করে,আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছেন।