বাংলাদেশের বিজয় দিবস নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া বক্তব্যকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য ও ভিত্তিহীন বলেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)। দলটি এর তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে নরেন্দ্র মোদিকে তাঁর বক্তব্য প্রত্যাহারের আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার সিপিবির সভাপতি মোহাম্মদ শাহ আলম ও সাধারণ সম্পাদক রুহিন হোসেনের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়েছে।
বিবৃতিতে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে তাঁর বক্তব্য প্রত্যাহার করতে আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি বাংলাদেশ সরকারকে নরেন্দ্র মোদির বক্তব্যের প্রতিবাদ জানানোরও আহ্বান জানানো হয়েছে।