ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় সচিবালয়ে আগুন ও আওয়ামী দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল গোয়াইনঘাটে কৃষি ও প্রযুক্তি মেলার সমাপনী অনুষ্ঠান সম্পন চাঁপাইনবাবগঞ্জে ভারতীয় ইয়াবাসহ ২ জন আসামীকে আটক করেছে ৫৩ বিজিবি। পাঁচবিবিতে দাবী আদায়ে বিসিএস কর্তাদের মানববন্ধন মিঠাপুকুরে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনে কৃষকের জম দিয়ে রাস্তা না দেওয়ায় বাড়িঘরে ভাংচুরের অভিযোগ বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে এডভোকেট সাইফুল ইসলাম আলিফের খুনীদের শাস্তি দাবি মুক্তিযুদ্ধের চেতনাকে বিকৃত করে শেখ পরিবার বাংলাদেশকে তলানিতে পৌঁছে দিয়েছে ব্যবসায়ীদের জন্য চসিক মেয়রের দরজা সবসময় খোলা থাকবে ময়মনসিংহ-নেত্রকোনা মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা: নিহত ৪, আহত ২ সুনামগঞ্জের মধ্যনগরে ১০ শয্যা বিশিষ্ট ফুলেন্নেছা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে স্বাস্থ্যসেবা বন্ধ

প্রয়োজনে সরকারের মেয়াদ বাড়ানোর দাবি জনপ্রতিনিধিদের, কিন্তু কেন?

নির্দলীয় সরকারের অধীনে স্থানীয় প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছেন জনপ্রতিনিধিরা। প্রয়োজনে এ সরকারের মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়েছেন। বর্তমান দলীয় প্রতীকের নির্বাচন বাদ দিয়ে নির্দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছেন তারা। রোববার জাতীয় সংসদে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে তারা এসব দাবি জানান। ওই বৈঠকে সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদসহ সব স্থানীয় সরকারের ২০ জন প্রতিনিধি অংশ নেন।

বৈঠক শেষে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার সাংবাদিকদের বলেন, স্থানীয় সরকার প্রতিনিধিরা সবাই বলেছেন নির্দলীয় নির্বাচন হওয়া উচিত। যে পদ্ধতিতে আছে সেই পদ্ধতিতেই যেন হয়, সংসদীয় পদ্ধতিতে যেন না হয়। তারা নারী প্রতিনিধিত্ব অর্থবহ করতে ঘূর্ণায়মান পদ্ধতির কথা বলেছেন। রাষ্ট্রপতি নির্বাচন অর্থবহ করতে সব স্থানীয় সরকার প্রতিনিধি এবং সংসদ-সদস্যদের ভোটে যেন হয় সেটি বলেছেন। অনেকেই স্থানীয় সরকার ভোট বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই সংসদ নির্বাচনের আগে বা পরে করার জন্য বলেছেন। একই সঙ্গে তারা সব সময় সব নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে ভোট আয়োজনের জন্য বলেছেন। এজন্য তারা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ বাড়ানোর কথাও বলেছেন। রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসকদের পরিবর্তে ইসি কর্মকর্তাদের চান তারা।

অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অপসারণ করায় তারা মনোক্ষুণ্নতা প্রকাশ করেছেন বলে জানান ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, সবাই চান সত্যিকারের স্থানীয় সরকার যেন প্রতিষ্ঠিত হয়। তারা সংসদ-সদস্য এবং কর্মকর্তাদের নিয়ন্ত্রণমুক্ত যেন হয় সেটা চেয়েছেন। উপজেলায় ভাইস চেয়ারম্যান পদ বিলুপ্ত করে নারীদের অন্যভাবে নির্বাচন করা দরকার। সবাই দাবি করেছেন স্থানীয় সরকার যেন শক্তিশালী হয়। তারা যে গুরুত্বপূর্ণ ব্যক্তি, মানুষের জীবনমান উন্নয়নে যেন ভূমিকা রাখতে পারেন, এজন্য জাতীয় সংসদের মতো স্থানীয় নির্বাচনেও যেন ভালো ব্যক্তিরা আসতে পারেন, যার মাধ্যমে স্থানীয় সরকার শক্তিশালী হবে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার ব্যাপক দাবি উঠেছে।

জনপ্রতিনিধিদের অনেকেই প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবনে এসে সম্মানিত বোধ করেছেন জানিয়ে তিনি বলেন, এই সুন্দর ভবনে যেন কখনোই আর অসুন্দর ব্যক্তিরা প্রবেশ করতে না পারেন সেই কথাও বলেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কমিশন কাজ শেষ করবে। আমরা ৩১ ডিসেম্বরের মধ্যেই সততা, নিষ্ঠার সঙ্গে শেষ করতে চাই। শেষ পর্যন্ত আমরা প্রস্তাব নেব।

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন (বুলবুল) বলেন, আমরা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই। কমিশন যেন কঠোর হয়। আমরা মতামত দিয়েছি, যেন অল্প সময়ের মধ্যে ভোট দিতে পারে। রিটার্নিং কর্মকর্তা ইসি কর্মকর্তা যেন হয়। আমরা ডিসি বা ইউএনওকে চাই না। নির্বাচনের সময় বিচার বিভাগ ছাড়া সব ইসির নিয়ন্ত্রণে চাই। আমরা তাড়াতাড়ি নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছি।

সূত্র জানায়, বৈঠকে জনপ্রতিনিধি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নিয়ে পক্ষে-বিপক্ষে মতামত এসেছে। অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে-দিনের ভোট যেন রাতে না হওয়া; আগের সরকারের আমলের কেউ যেন পুনর্বহাল হতে না পারে; সংরক্ষিত নারী আসনে ঘূর্ণায়মান পদ্ধতিতে ভোট; মেয়রের ক্ষমতা কমানোর জন্য প্যানেল থেকে একজন পুরুষ ও একজন নারীকে স্বাক্ষরের ক্ষমতা দেওয়া; উপজেলা ভাইস চেয়ারম্যানদের ক্ষমতায়িত করা; ভোটের সময় আঙুলের ছাপ নেওয়া, যাতে একজনে ভোট আরেকজন দিতে না পারে; স্থানীয় সরকারের জন্য সমন্বিত আইন করা এবং কোনো ভোটার তার নির্বাচনি এলাকার বাইরে অবস্থান করলে, এমনকি প্রবাসে থাকলেও ই-ভোটিংয়ের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ রাখা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় সচিবালয়ে আগুন ও আওয়ামী দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

প্রয়োজনে সরকারের মেয়াদ বাড়ানোর দাবি জনপ্রতিনিধিদের, কিন্তু কেন?

আপডেট সময় ১১:৪৭:০৬ পূর্বাহ্ন, সোমবার, ৯ ডিসেম্বর ২০২৪

নির্দলীয় সরকারের অধীনে স্থানীয় প্রতিষ্ঠানের নির্বাচন অনুষ্ঠানের প্রস্তাব দিয়েছেন জনপ্রতিনিধিরা। প্রয়োজনে এ সরকারের মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়েছেন। বর্তমান দলীয় প্রতীকের নির্বাচন বাদ দিয়ে নির্দলীয় প্রতীকে ইউনিয়ন পরিষদ, পৌরসভা, উপজেলা পরিষদ, জেলা পরিষদ ও সিটি করপোরেশন নির্বাচন আয়োজনের পক্ষে মত দিয়েছেন তারা। রোববার জাতীয় সংসদে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের সঙ্গে বৈঠকে তারা এসব দাবি জানান। ওই বৈঠকে সিটি করপোরেশন, ইউনিয়ন পরিষদসহ সব স্থানীয় সরকারের ২০ জন প্রতিনিধি অংশ নেন।

বৈঠক শেষে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ড. বদিউল আলম মজুমদার সাংবাদিকদের বলেন, স্থানীয় সরকার প্রতিনিধিরা সবাই বলেছেন নির্দলীয় নির্বাচন হওয়া উচিত। যে পদ্ধতিতে আছে সেই পদ্ধতিতেই যেন হয়, সংসদীয় পদ্ধতিতে যেন না হয়। তারা নারী প্রতিনিধিত্ব অর্থবহ করতে ঘূর্ণায়মান পদ্ধতির কথা বলেছেন। রাষ্ট্রপতি নির্বাচন অর্থবহ করতে সব স্থানীয় সরকার প্রতিনিধি এবং সংসদ-সদস্যদের ভোটে যেন হয় সেটি বলেছেন। অনেকেই স্থানীয় সরকার ভোট বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনেই সংসদ নির্বাচনের আগে বা পরে করার জন্য বলেছেন। একই সঙ্গে তারা সব সময় সব নির্বাচন নির্দলীয় সরকারের অধীনে ভোট আয়োজনের জন্য বলেছেন। এজন্য তারা তত্ত্বাবধায়ক সরকারের মেয়াদ বাড়ানোর কথাও বলেছেন। রিটার্নিং কর্মকর্তা জেলা প্রশাসকদের পরিবর্তে ইসি কর্মকর্তাদের চান তারা।

অন্তর্বর্তী সরকার স্থানীয় সরকারের জনপ্রতিনিধিদের অপসারণ করায় তারা মনোক্ষুণ্নতা প্রকাশ করেছেন বলে জানান ড. বদিউল আলম মজুমদার। তিনি বলেন, সবাই চান সত্যিকারের স্থানীয় সরকার যেন প্রতিষ্ঠিত হয়। তারা সংসদ-সদস্য এবং কর্মকর্তাদের নিয়ন্ত্রণমুক্ত যেন হয় সেটা চেয়েছেন। উপজেলায় ভাইস চেয়ারম্যান পদ বিলুপ্ত করে নারীদের অন্যভাবে নির্বাচন করা দরকার। সবাই দাবি করেছেন স্থানীয় সরকার যেন শক্তিশালী হয়। তারা যে গুরুত্বপূর্ণ ব্যক্তি, মানুষের জীবনমান উন্নয়নে যেন ভূমিকা রাখতে পারেন, এজন্য জাতীয় সংসদের মতো স্থানীয় নির্বাচনেও যেন ভালো ব্যক্তিরা আসতে পারেন, যার মাধ্যমে স্থানীয় সরকার শক্তিশালী হবে। প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিত করার ব্যাপক দাবি উঠেছে।

জনপ্রতিনিধিদের অনেকেই প্রথমবারের মতো জাতীয় সংসদ ভবনে এসে সম্মানিত বোধ করেছেন জানিয়ে তিনি বলেন, এই সুন্দর ভবনে যেন কখনোই আর অসুন্দর ব্যক্তিরা প্রবেশ করতে না পারেন সেই কথাও বলেছেন। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্ধারিত সময়ের মধ্যে কমিশন কাজ শেষ করবে। আমরা ৩১ ডিসেম্বরের মধ্যেই সততা, নিষ্ঠার সঙ্গে শেষ করতে চাই। শেষ পর্যন্ত আমরা প্রস্তাব নেব।

রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন (বুলবুল) বলেন, আমরা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চাই। কমিশন যেন কঠোর হয়। আমরা মতামত দিয়েছি, যেন অল্প সময়ের মধ্যে ভোট দিতে পারে। রিটার্নিং কর্মকর্তা ইসি কর্মকর্তা যেন হয়। আমরা ডিসি বা ইউএনওকে চাই না। নির্বাচনের সময় বিচার বিভাগ ছাড়া সব ইসির নিয়ন্ত্রণে চাই। আমরা তাড়াতাড়ি নির্বাচন অনুষ্ঠানের কথা বলেছি।

সূত্র জানায়, বৈঠকে জনপ্রতিনিধি ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা নিয়ে পক্ষে-বিপক্ষে মতামত এসেছে। অন্যান্য প্রস্তাবের মধ্যে রয়েছে-দিনের ভোট যেন রাতে না হওয়া; আগের সরকারের আমলের কেউ যেন পুনর্বহাল হতে না পারে; সংরক্ষিত নারী আসনে ঘূর্ণায়মান পদ্ধতিতে ভোট; মেয়রের ক্ষমতা কমানোর জন্য প্যানেল থেকে একজন পুরুষ ও একজন নারীকে স্বাক্ষরের ক্ষমতা দেওয়া; উপজেলা ভাইস চেয়ারম্যানদের ক্ষমতায়িত করা; ভোটের সময় আঙুলের ছাপ নেওয়া, যাতে একজনে ভোট আরেকজন দিতে না পারে; স্থানীয় সরকারের জন্য সমন্বিত আইন করা এবং কোনো ভোটার তার নির্বাচনি এলাকার বাইরে অবস্থান করলে, এমনকি প্রবাসে থাকলেও ই-ভোটিংয়ের মাধ্যমে ভোটাধিকার প্রয়োগের সুযোগ রাখা।