বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ইতিহাস বিভাগে প্রভাষক পদে এবার নতুন এক ইতিহাস যোগ হয়েছে। তথ্য অনুসন্ধানে দেখা যায়(বেরোবির) রেজিস্ট্রার কার্যালয়ের স্বাক্ষরিত নিয়োগ পত্রের সারক নং-৫০৬ তাং ২২/১২/২০০৯ মোঃ গোলাম রব্বানী, গ্রামঃ বালিয়াভাঙ্গা, পোঃ নাসিরগঞ্জ, থানাঃ বাগমারা, জেলা: রাজশাহী কে প্রেরণ করেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
অপরদিকে একই পদে তড়িঘড়ি করে নিয়োগ পত্র পাঠান তৎকালীন বেরোবির রেজিস্টার কর্তৃপক্ষ যাহার স্বারক নং ৫২৪ তাং ২৭/১২/২০০৯ মোঃ গোলাম রব্বানী গ্রাম:পূর্ব সুখান পুকুরী পোঃ ডি-হাই, থানা: ঠাকুরগাঁও, জেলা ঠাকুরগাঁত কে।
রংপুর সিভিল সার্জেন্ট কার্যালয়ে রাজশাহীর গোলাম রব্বানীর শারিরিক স্বাস্থ্য পরীক্ষার সনদ গ্রহণ করেন ৩১/১২/২০০৯ ইং তারিখে এবং নিজের নিয়োগ পত্র তৎকালীন কর্তৃপক্ষ নিকট নিয়ে গেলে তা গ্রহণ করেন করেনি।অপর দিকে ঠাকুরগাঁয়ের মোঃ গোলাম রব্বানী রংপুর সিভিল সার্জেন্ট কার্যালয়ে শারিরিক স্বাস্থ্য পরীক্ষার সনদ গ্রহণ করেন ০২/০১/২০১০ ইং তারিখে এবং ০২/০১/২০১০ ইং তারিখে বেরোবির প্রত্নতাত্ত্বিক বিভাগে প্রফেসর পদে (পূর্বাহ্নে)যোগদান করেন।
রংপুর সিভিল সার্জেন্ট কার্যালয়ের স্বাস্থ্য পরীক্ষার সনদ এবং বেরোবির নিয়োগ পত্র প্রতিবেদক হাতে আসে।
এই বিষয়ে গোলাম রব্বানী রাজশাহী বলেন,আমার প্রতি যে অন্যায় করা হয়েছে তা কাগজপত্র দেখলে সুস্পষ্ট ভাবে প্রমাণিত হয়, যিনি গোলাম রব্বানী বর্তমান কর্মরত আছেন তার দুই দুইয়ে ভাগ্য খুলে গেল। ২৭ তারিখে বেরোবি কর্তৃপক্ষ চিঠি পাঠালেন তার গ্রামের বাড়ি ঠিকানা ঠাকুরগাঁয়ে। ২ তারিখে রংপুর সিভিল সার্জেন্ট কার্যালয়ের স্বাস্থ্য পরীক্ষার সনদ গ্রহণ করেন আবার ২ তারিখেই বিশ্ববিদ্যালয়ে ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক বিভাগে প্রভাষক পদে (পূর্বাহ্নে)যোগদান করেন। কি করে সম্ভব?দুই তারিখে চিঠি গ্রহণ,স্বাস্থ্য পরীক্ষা (পূর্বাহ্নে)নিয়োগ?নিশ্চয়ই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ স্বচ্ছতা বজায় রাখার নিমিত্তে এই সমস্ত দেশ প্রেমিকের আড়ালে ঠান্ডা মাথার শত মানুষের স্বপ্ন ভঙ্গ কারী এবং এই বৈষম্যমুক্ত বাংলাদেশ ৫ আগস্টের বিরোধিতাকারীরদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিবেন।
এ বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) উপাচার্য অধ্যাপক ড.মো. শওকত আলী মোবাইল ফোনে নিশ্চিত করেন ,আমি দায়িত্ব নেওয়ার পর থেকে উপরোক্ত বিষয়টি নিয়ে বেশ কয়েকটি প্রতিবেদন আমার নজরে এসেছে। ইতিপূর্বে মনিরুলের নিয়োগ পত্র বাতিল করা হয়েছে। তবে ইতিহাস ও প্রত্নতাত্ত্বিক বিভাগের নতুন ইতিহাস সৃষ্টি হয়েছে। একের পর একটা অভিযোগ আমরা বিষয় গুলো খতিয়ে দেখছি। সত্যতার আলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।