গত বছরটা ফর্মের তুঙ্গে ছিলেন ফ্রেঞ্চ স্ট্রাইকার করিম বেনজেমা। তবে দুঃখজনকভাবে এবারের কাতার বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন ব্যালন ডি’অর বিজয়ী এই ফুটবলার। গতকাল আনুষ্ঠানিকভাবে বেনজেমার ছিটকে যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ফ্রান্স টিম ম্যানেজমেন্ট। একদিন পর রোববার জানা গেল বেনজেমার পরিবর্তে কোনো খেলোয়াড়কে দলে ভেড়াবে না ফ্রান্স কোচ দিদিয়ের দেশম।
বিশ্বকাপ শুরুর একদিন আগে বেনজেমার বিষয়ে ফ্রেঞ্চ কোচ দিদিয়ের দেশম জানান, বেনজেমার বদলি হিসেবে কারো কথা ভাবছেন না তারা। কয়েকদিন আগেই ইনজুরির কারণে ক্রিস্টোফার এনকুকু ছিটকে গেলে তার বদলি হিসেবে র্যান্দাল কোলো মুয়ানিকে নেন দেশম। কিন্তু বেনজেমার বদলে কাউকে নেওয়ার ব্যাপারে প্রশ্ন করলে উত্তরে সরাসরি ‘না’ বলে দেন তিনি।
বেনজেমার বদলি হিসেবে কাউকে নেওয়া হবে কিনা এ প্রসঙ্গে দেশম বলেন, ‘সহজ ব্যাপার, আমি চাই না তাই। এটা মজার কোনো ব্যাপার নয়। এর আগে ক্রিস্টোফারকে হারিয়েছি আমরা, যা সবাইকে দুঃখ দিয়েছে। আর এখন করিম। কিন্তু আমাদের একটা লক্ষ্য আছে এবং আমাদের দলটা ভালো করেই জানে আগামী মঙ্গলবার আমাদের সামনে কী অপেক্ষা করছে।’
নিঃসন্দেহে বর্তমান বিশ্বের অন্যতম সেরা খেলোয়াড় বেনজেমা। যে কারণে তারকা এই স্ট্রাইকার দলে না থাকায় রক্ষণভাগে হয়তো একটু পিছিয়েই পড়লো ফ্রান্স। কিন্তু কোচ দেশমের মতে, এই ধাক্কা কাটিয়ে উঠবে তার দল।
দেশমের পাশাপাশি একইসময়ে কথা বলেছেন দলের আরেক ফরোয়ার্ড গ্রিজম্যান। বেনজেমার ইনজুরির অবস্থা সম্পর্কে সাবেক বার্সা তারকা বলেন, ‘অনুশীলন শেষে তার অবস্থা দেখতে গিয়েছিলাম। কিন্তু তার চেহারা বলে দিচ্ছিল অবস্থা বেগতিক। একই বাসে যখন ফিরছিলাম, ও কষ্ট পাচ্ছিল। এটা বড় ধাক্কা, কোনো সন্দেহ নেই। কিন্তু আমাদের হার মানলে চলবে না। আমাদের বিশ্বকাপ খেলতে হবে এবং অস্ট্রেলিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচের দিকেও সব ফোকাস ধরে রাখতে হবে।’