১। “সুনাম”
খোরশেদ আলম
রাতে করো লেখাপড়া
দিনে করো কাজ
জ্ঞানী গুণী হতে হবে
রাজা মহারাজ।
নাম যশ খ্যাতি আর
হবে বাড়ি গাড়ি
শান্তি সুখের জীবন
দেয় নাকো আড়ি।
আঁধারের মাঝে তবে
পাবে সুখ আলো
ক্ষণেক্ষণে জনে মনে
লোকে বলে ভালো।
যুগে যুগে কালে কালে
রয়ে যাবে নাম
সকলের মুখে হাসি
কত যে সুনাম!
২।”নৌকা ভেলা”
খোরশেদ আলম
ঘরেও পানি বাইরে পানি
পানি খাটের নিচে
যেদিক তাকাই শুধু পানি
ছুটতে থাকে পিছে।
খারাপ পঁচা ময়লা পানি
কমছেনা এক ইঞ্চি
চলার জন্য তাই সকলে
কাগজে নাঁও কিনছি।
ছেলে মেয়ের লেখাপড়া
চলেনা ঠিকভাবে
কেউ জানেনা জমাট পানি
কবে নেমে যাবে?
৩।”জোছনার ফুল”
খোরশেদ আলম
জোছনার ফুল ঝরে
আকাশের গায়
একরাশ সুখ দেবো
আয় ছুটে আয়।
মেঘেদের লুকোচুরি
কানামাছি খেলা
টুপটাপ পাতা নড়ে
রঙধনু মেলা।
বিজলীও থেমে থেমে
আলো নিয়ে হাসে
জোছনার ফুলগুলো
তারা হয়ে ভাসে।
আমাদের ঘরে ঘরে
একরাশ সুখ
দেশ মাটি ভালোবাসি
মায়া ভরা মুখ।