হাজারও অভিযোগে সাধারণ মানুষের কাছে অভিযুক্ত মেহেরপুর জেলার গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা এর দুর্নীতি অনিয়ম ও ক্ষমতার অপব্যবহার বেড়েই চলেছে যেন দেখার কেউ নেই। গাংনী উপজেলায় উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করার পর ইজিপি, কাবিখা, কাবিটা, টিআর, সাধারণ ও বিশেষ বরাদ্দের প্রকল্প কাগজ কলমে বাস্তবায়ন হলেও বাস্তবে কোনো প্রকার কাজ না করে কে বা কারা টাকা তুলে নিচ্ছেন। অডিট অফিসার বাস্তবায়িত প্রকল্পের স্থান সরজমিনে পরিদর্শন না করে অফিসে বসে শতভাগ কাজ হয়েছে এমন রিপোর্ট দিয়ে দিচ্ছেন। গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের হিসাব সহকারী মো. আবু হানজালা গত ০৮ মাস পূর্বে গাংনী উপজেলা ভূমি অফিসে বদলি হয়ে গিয়েছে। কিন্তু সে ভূমি অফিসে কোনো কাজকর্ম না করে শুধু মাত্র ভূমি অফিসের হাজিরা খাতায় সাক্ষর করে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের ব্যক্তিগত সহকারী হিসেবে কাজ করে আসছে। জানা যায় সহকারী কমিশনার ভূমি নাদির হোসেন শামীম কে ম্যানেজ করে গাংনী উপজেলা নির্বাহী অফিসার সরকারি নিয়ম নীতিকে তোয়াক্কা না করে তার ব্যক্তিগত সিদ্ধান্তে এই অনিয়মটা করে আসছে।
গাংনী টেকনিক্যাল এন্ড বিজনেস ম্যানেজমেন্ট কলেজের নাইট গার্ড ও আয়া নিয়োগ বাণিজ্য করে ১৩ থেকে ১৫ লক্ষ্য টাকা বাণিজ্য করার চেষ্টা করছেন কলেজের অধ্যক্ষ ও কলেজের সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। গাংনী উপজেলা চত্বরে পুকুর পূর্ণ খনন ও পুকুরের চারিপাশ পাঁকা করনের জন্য সরকারি বরাদ্দ ২ লক্ষ্য ৪৫ হাজার টাকা সেখানে ব্যয় করেছেন ৭-৮ লক্ষ্য টাকা আর এই অতিরিক্ত টাকা গাংনী উপজেলা অব্যদ্ধ ইটভাটার মালিকদের কাছ থেকে অব্যদ্ধ ভাবে চাঁদা হিসেবে ইট নিয়েছেন। সরকারি পুকুর পাঁকা করনের জন্য চাঁদা হিসেবে তাঁর এই ইট নেওয়াটার এই অপকৌশল করার দরকার ছিলো কি? এলাকাবাসি তাঁর দুর্নীতি অনিয়মের বিষয়ে তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে আবেদন করলে আবেদনকারীকে তথ্য না দিয়ে হয়রানি করা সহ পুলিশ দিয়ে মিথ্যা মামলা দেওয়ার জন্য রাত ১২ টার সময় আবেদনকারীর বাড়িতে/ প্রতিষ্ঠানে পুলিশ পাঠিয়ে তার ক্ষমতার অপব্যবহার করে থাকে। এলাকা সচেতন মানুষ মনে করেন এই মূর্হতে উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার ঊর্ধ্বতন কর্তীপক্ষ প্রীতম সাহার দুর্নীতি অনিয়ম ক্ষমতার অপব্যবহারের লাগাম টেনে ধরা উচিত। এই বিষয় প্রীতম সাহা এর বক্তব্য নেওয়ার জন্য ১০/০৭/২০২৪ খ্রিঃ তারিখে বিকেল ৩.৩০ মিনিট থেকে ৪.২৫ মিনিট পর্যন্ত তার মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু সে ফোন ধরেনি।