ঢাকা ০৭:১৩ পূর্বাহ্ন, রবিবার, ০৮ সেপ্টেম্বর ২০২৪, ২৪ ভাদ্র ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না – বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা সমাজকল্যাণমন্ত্রীর আশীর্বাদে মিজানের সম্পদের পাহাড় জাতীয় সাংবাদিক সংস্থা চট্টগ্রাম মহানগরী কমিটির উদ্দেগে ২৮ শে ডিসেম্বর মহা সন্মেলনের প্রস্তুতি সভা অনুষ্টিত চট্টগ্রামের সীতাকুণ্ড শিপ ব্রেকিং ইয়ার্ডে বিস্ফোরণ, আহত ১২ বেলাবতে তারেক রহমানের ১৭তম কারামুক্তি দিবস উপলক্ষে শীর্ষক আলোচনা দীর্ঘ সাত বছর পর আজ ৭ সেপ্টেম্বর দেশে ফিরে আসেন ডুবাই প্রবাসী বিশিষ্ট ব্যবসায়ী নূরনবী ভুইয়া ক্রেস্ট কেলেঙ্কারির বাবুলের ১ সপ্তাহে তিন পদোন্নতি গোয়াইনঘাটে ৯০ বস্তা ভারতীয় চিনি জব্দ: ধরা যায়নি কাউকে গৃহযুদ্ধে জর্জরিত মিয়ানমারের ভবিষ্যৎ নিয়ে চীন-মার্কিন দ্বন্দ্ব মহাসড়কে ঘুস আদায়, ১১ ট্রাফিক গ্রেফতার

বিনা যুদ্ধে দেশের এক ইঞ্চি মাটিও ছাড় নয়: মির্জা আব্বাস

দাসখতের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যেতে চায়’ ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি নয়, দাসখত লিখে দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে।

ভারতের সঙ্গে বাংলাদেশের ১০টি সমঝোতা চুক্তির বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে নয়, এ দেশের জনগণের সঙ্গে চুক্তি করতে হবে। মনে রাখবেন, বিনা যুদ্ধে এ দেশের এক ইঞ্চি মাটিও ছাড় দেওয়া হবে না।

সোমবার বিকালে মহানগরের রথখোলা এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গাজীপুর মহানগর ও জেলা বিএনপি আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস আরও বলেন, যদি বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারি, দেশ পরাধীনতার অন্ধকারে চলে যাবে। খালেদা জিয়ার মুক্তিই গণতন্ত্রের মুক্তি। খালেদা জিয়াই দেশে প্রথম সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশের উপর কয়েকটি দেশের লোলুপদৃষ্টি পড়েছে। এ জন্যই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, হুমায়ূন কবীর খান, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, মেয়র মজিবুর রহমান, ডা. মাজহারুল আলম, ওমর ফারুক সাফিন, মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার প্রমুখ।

ভাইদের নামে স্লোগান দেওয়া বন্ধ করার অনুরোধ জানিয়ে মির্জা আব্বাস বলেন, দেশটা খুব খারাপ অবস্থায় আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন অসুস্থ তেমনি সারা বাংলাদেশ আজ অসুস্থ। বাংলাদেশের চার দিক থেকে অক্টোপাসের মতো বিদেশি শক্তি আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। এদের কাছ থেকে আমাদের বাঁচতে হবে। ভাইয়ের নামে স্লোগান দিয়ে এদের কাছ থেকে বাঁচা যাবে না। তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি জানান।

সমাবেশ গাজীপুর মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থানা এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী বিশাল এ সমাবেশে যোগ দেয়।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দুর্নীতিকে কোনো অবস্থাতেই সহ্য করা হবে না – বিজিবিকে স্বরাষ্ট্র উপদেষ্টা

বিনা যুদ্ধে দেশের এক ইঞ্চি মাটিও ছাড় নয়: মির্জা আব্বাস

আপডেট সময় ০৯:৫৪:১৬ অপরাহ্ন, সোমবার, ১ জুলাই ২০২৪

দাসখতের মাধ্যমে বিএনপি ক্ষমতায় যেতে চায়’ ওবায়দুল কাদেরের এমন বক্তব্যের জবাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, বিএনপি নয়, দাসখত লিখে দিয়ে আওয়ামী লীগ ক্ষমতায় টিকে আছে।

ভারতের সঙ্গে বাংলাদেশের ১০টি সমঝোতা চুক্তির বিষয়ে তিনি বলেন, আওয়ামী লীগের সঙ্গে নয়, এ দেশের জনগণের সঙ্গে চুক্তি করতে হবে। মনে রাখবেন, বিনা যুদ্ধে এ দেশের এক ইঞ্চি মাটিও ছাড় দেওয়া হবে না।

সোমবার বিকালে মহানগরের রথখোলা এলাকায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে গাজীপুর মহানগর ও জেলা বিএনপি আয়োজিত এক বিশাল সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মির্জা আব্বাস আরও বলেন, যদি বেগম খালেদা জিয়াকে মুক্ত করতে না পারি, দেশ পরাধীনতার অন্ধকারে চলে যাবে। খালেদা জিয়ার মুক্তিই গণতন্ত্রের মুক্তি। খালেদা জিয়াই দেশে প্রথম সংসদীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। বাংলাদেশের উপর কয়েকটি দেশের লোলুপদৃষ্টি পড়েছে। এ জন্যই খালেদা জিয়াকে মুক্ত করতে হবে।

গাজীপুর জেলা বিএনপির সভাপতি ফজলুল হক মিলনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শাহ রিয়াজুল হান্নানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন- বিএনপির ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক কাজী ছাইয়েদুল আলম বাবুল, বিএনপির কেন্দ্রীয় নেতা সাবেক এমপি বীরমুক্তিযোদ্ধা হাসান উদ্দিন সরকার, হুমায়ূন কবীর খান, ডা. রফিকুল ইসলাম বাচ্চু, মেয়র মজিবুর রহমান, ডা. মাজহারুল আলম, ওমর ফারুক সাফিন, মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকার প্রমুখ।

ভাইদের নামে স্লোগান দেওয়া বন্ধ করার অনুরোধ জানিয়ে মির্জা আব্বাস বলেন, দেশটা খুব খারাপ অবস্থায় আছে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যেমন অসুস্থ তেমনি সারা বাংলাদেশ আজ অসুস্থ। বাংলাদেশের চার দিক থেকে অক্টোপাসের মতো বিদেশি শক্তি আমাদের দিকে হাত বাড়িয়ে দিয়েছে। এদের কাছ থেকে আমাদের বাঁচতে হবে। ভাইয়ের নামে স্লোগান দিয়ে এদের কাছ থেকে বাঁচা যাবে না। তিনি অবিলম্বে বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি জানান।

সমাবেশ গাজীপুর মহানগরীর বিভিন্ন ওয়ার্ড থানা এবং জেলার বিভিন্ন উপজেলা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী বিশাল এ সমাবেশে যোগ দেয়।