জাপানি নাগরিক ইয়াসু তাকামাতসুর বয়স এখন ৬৭। সাগরের পানি তার ত্বক মলিন করে দিয়েছে। তবে ভালোবাসায় ভাটা ফেলতে পারেনি।
১৩ বছর হলো স্ত্রী ইয়োকোকে হারিয়েছেন। ২০১১ সালে জাপানের উত্তর-পূর্বাঞ্চলীয় ওনাগাওয়া সমুদ্রসৈকতে আছড়ে পড়া সুনামিতে নিখোঁজ হন ইয়োকো।
তাকে পাওয়ার আশায় গভীর সাগরে নামার জন্য ৫৬ বছর বয়সে শেখেন ডাইভিং। এখন পর্যন্ত অন্তত ৬০০ বার সাগরে নেমে প্রিয়তমা স্ত্রীকে খুঁজেছেন। কিন্তু আজও তার কোনো হদিস মেলেনি।