ঢাকা ০১:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

নিজের বায়োপিক তৈরি হোক কেন চান না মিঠুন?

বলিউড হোক বা টলিউড, তার সুপারহিটের তালিকা দীর্ঘ। কলকাতা থেকে মুম্বাই পাড়ি দিয়ে নিজের দক্ষতায় হিন্দি সিনেমার জগতে নিজের জমি তৈরি করেছেন মিঠুন চক্রবর্তী।

সুপারস্টার মিঠুনের জীবনের গল্প কোনো চিত্রনাট্যের থেকে কম নয়। তবে সেই গল্প যেন পর্দায় না উঠে আসে, এমনটাই ইচ্ছা সুপারস্টারের। কিন্তু যে গল্প অনুপ্রাণিত করতে পারে লাখ লাখ মানুষকে, সেই গল্প সিনেমায় তুলে আনতে কেন চান না অভিনেতা? মিঠুনের কথা অনুযায়ী তার গায়ের রঙের জন্য তাকে জীবনে অনের কথা শুনতে হয়েছে, তিনি চান না এরকম আর কারোর সঙ্গে হোক।

পাশাপাশি মিঠুন চক্রবর্তী বলেন, যে একটা সময় ছিল যখন তাকে সবসময় ভাবতে হত, এরপর কোথায় থেকে খাবার জুটবে, কোথায় ঘুমাতে পারবেন। অভিনেতা বলেন, ‘আমি অনেকদিন ফুটপাতে শুয়েছি। আর এই কারণেই আমি চাই না যে, আমার বায়োপিক কখনো তৈরি হোক। আমার গল্প কাউকে অনুপ্রাণিত করবে না। সেই গল্প তাদের মানসিকভাবে আরও ভেঙে দেবে, তাদের স্বপ্ন পূরণে বাধা হবে, তাদের হতাশ করবে। আমি চাই না সেটা হোক। যদি আমি এটা করতে পারি, তাহলে যে কেউ সেটা করতে পারে।’ সেটে উপস্থিত সবাই মিঠুনের গল্প শুনে আবেগতাড়িত হয়ে পড়েন। প্রত্যেক প্রতিযোগীকেই সুপারস্টার বলেন যে, জীবনে কখনও হাল ছাড়বে না। চেষ্টা চালিয়ে যাবে, তোমার স্বপ্ন পূরণ হবেই।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

নিজের বায়োপিক তৈরি হোক কেন চান না মিঠুন?

আপডেট সময় ১২:৫৫:১৯ অপরাহ্ন, রবিবার, ১৩ নভেম্বর ২০২২

বলিউড হোক বা টলিউড, তার সুপারহিটের তালিকা দীর্ঘ। কলকাতা থেকে মুম্বাই পাড়ি দিয়ে নিজের দক্ষতায় হিন্দি সিনেমার জগতে নিজের জমি তৈরি করেছেন মিঠুন চক্রবর্তী।

সুপারস্টার মিঠুনের জীবনের গল্প কোনো চিত্রনাট্যের থেকে কম নয়। তবে সেই গল্প যেন পর্দায় না উঠে আসে, এমনটাই ইচ্ছা সুপারস্টারের। কিন্তু যে গল্প অনুপ্রাণিত করতে পারে লাখ লাখ মানুষকে, সেই গল্প সিনেমায় তুলে আনতে কেন চান না অভিনেতা? মিঠুনের কথা অনুযায়ী তার গায়ের রঙের জন্য তাকে জীবনে অনের কথা শুনতে হয়েছে, তিনি চান না এরকম আর কারোর সঙ্গে হোক।

পাশাপাশি মিঠুন চক্রবর্তী বলেন, যে একটা সময় ছিল যখন তাকে সবসময় ভাবতে হত, এরপর কোথায় থেকে খাবার জুটবে, কোথায় ঘুমাতে পারবেন। অভিনেতা বলেন, ‘আমি অনেকদিন ফুটপাতে শুয়েছি। আর এই কারণেই আমি চাই না যে, আমার বায়োপিক কখনো তৈরি হোক। আমার গল্প কাউকে অনুপ্রাণিত করবে না। সেই গল্প তাদের মানসিকভাবে আরও ভেঙে দেবে, তাদের স্বপ্ন পূরণে বাধা হবে, তাদের হতাশ করবে। আমি চাই না সেটা হোক। যদি আমি এটা করতে পারি, তাহলে যে কেউ সেটা করতে পারে।’ সেটে উপস্থিত সবাই মিঠুনের গল্প শুনে আবেগতাড়িত হয়ে পড়েন। প্রত্যেক প্রতিযোগীকেই সুপারস্টার বলেন যে, জীবনে কখনও হাল ছাড়বে না। চেষ্টা চালিয়ে যাবে, তোমার স্বপ্ন পূরণ হবেই।