টেক্সাসের ডালাসে কমমোমোরেটিভ এয়ার ফোর্স উইংয়ের এয়ার শো হচ্ছিল। সেসময় মাঝ আকাশে আচমকা ছোট একটি বিমানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বোয়িং বোমারু বিমানের। সংঘর্ষের পরই মাটিতে আছড়ে পরে বিমান দুটি, সঙ্গে সঙ্গে আগুনও ধরে যায়। মার্কিন ফেডেরাল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশনের তরফে জানানো হয়েছে, দুই বিমানের পাইলটের অবস্থা এখনও জানা যায়নি। তারা জীবিত আছেন নাকি দুর্ঘটনায় মৃত্যু হয়েছে, তাও জানা যায়নি।
জানা গেছে, শনিবার (১২ নভেম্বর) দুপুরে ডালাসে কমমোমোরেটিভ এয়ার ফোর্স উইংয়ের এয়ার শো হচ্ছিল। সেই সময়ই আচমকা ছোট একটি বিমানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বোয়িং বোমারু বিমানের। ইতোমধ্যে দুর্ঘটনার কারণ জানতে তদন্ত শুরু করেছে ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ও এফএএ।
এদিকে মাটিতে ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে বিমান দুটিতে আগুন ধরে যাওয়ায় যাত্রীদের বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেই মনে করা হচ্ছে। বিমানে কতজন যাত্রী ছিলেন, সে বিষয়েও এখনও জানা যায়নি।
ডালাসের মেয়র এরিক জনসন বলেন, আপনারা অনেকেই দেখেছেন, এয়ার শো চলাকালীন আমাদের শহরে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনা সম্পর্কে এখনও অনেক তথ্যই জানা যায়নি। ডালাস পুলিশ ডিপার্টমেন্ট ও দমকল বাহিনীর সহযোগিতায় ন্যাশনাল ট্রান্সপোর্টেশন সেফটি বোর্ড ঘটনার তদন্তের দায়িত্ব নিয়েছে।
ইতোমধ্যেই দুর্ঘটনার ভিডিও সামনে এসেছে। ভিডিওতে দেখা যায়, মাটি থেকে কিছুটা ওপরেই উড়ছিল বি-১৭ বোমারু বিমান। সোজা পথে এগোচ্ছিল বিমানটি। অন্য়দিকে বেল পি-৬৩ কিংকোবরা নামক একটি ছোট বিমান আসছিল বামদিক থেকে। এ সময় ছোট বিমানটি বোয়িংয়ের বিমানে এসে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে দুটি বিমানই মাটিতে ভেঙে পড়ে, এমনকি আগুনও ধরে যায়।
চার ইঞ্জিনের বি-১৭ বোমারু বিমানটি মূলত দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালের। পি-৬৩ কিংকোবরা বিমানও একই সময়কালে তৈরি করা হয়েছিল। তবে এই বিমান শুধুমাত্র তৎকালীন সোভিয়েত ইউনিয়নের এয়ার ফোর্সই ব্যবহার করতো।