ভোলার বোরহানউদ্দিন উপজেলার তামীরুল উম্মাহ মাদরাসায় পাসের হার শতভাগ, জিপিএ-৫ পেল ৪০ জন
দাখিল পরীক্ষার ফলাফলে সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে বোরহানউদ্দিন উত্তর বাসষ্টান্ডে অবস্থিত তামীরুল উম্মাহ মাদরাসা। এ বছর তামীরুল উম্মাহ মাদরাসা থেকে ৪২জন শিক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশগ্রহণ করে পাসের হার ১০০ ভাগ। এদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ৪০ জন।
দাখিল পরীক্ষায় নিয়মিতভাবে ভালো ফলাফলের ধারা অব্যাহত রাখার ব্যাপারে তামীরুল উম্মাহ মাদরাসার প্রিন্সিপাল মাওলানা মাকসুদ বলেন, প্রত্যেক শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা এই সাফল্যের প্রকৃত দাবিদার। শিক্ষক-শিক্ষিকাদের একনিষ্ঠ প্রচেষ্টা ও কঠোর পরিশ্রম, ছাত্র-ছাত্রীদের একাগ্রতা এবং অভিভাবকদের সহযোগিতায় তামীরুল উম্মাহ মাদরাসা সুনামের সঙ্গে এগিয়ে যাচ্ছে।
তিনি বলেন, তামীরুল উম্মাহ মাদরাসা নিয়মিত শ্রেণিকক্ষ শিক্ষা ও সহপাঠ্যক্রমিক কার্যক্রম সম্পর্কে সচেতন। ফলে ছাত্র-ছাত্রীরা সঠিকভাবে গুণগতমানের শিক্ষা পেতে পারে। এটা ভালো ফলাফল অর্জনের প্রধান উপাদান। উত্তীর্ণ সব ছাত্র-ছাত্রীকে আন্তরিক শুভেচ্ছা জানান প্রতিষ্ঠানের প্রিন্সিপাল মাওলানা মাকসুদ । তিনি আশা প্রকাশ করেন, তারা যেন ভবিষ্যৎ জীবনে আরও সফল হয় এবং দেশের সেবায় আত্মনিয়োগ করে।