প্রশাসনের ১৭ জন অতিরিক্ত সচিব ও ১৮ জন যুগ্ম সচিবকে বিভিন্ন পদে বদলিপূর্বক নিয়োগ ও প্রেষণে নিয়োগ করা হয়েছে। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত দুটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
বদলিপূর্বক প্রেষণে নিয়োগপ্রাপ্ত অতিরিক্ত সচিবরা হলেন- চন্দন কুমার দে (৫৪৯২), মো. মহিবুর রহমান (৫৬২২), নুরুন নাহার হেনা (৫৬৬৫), মো. আব্দুল মান্নান (৫৮১৭), মো. রুহুল আমিন খান (৫৮১৯), সৈয়দ বেলাল হোসেন (৫৮২৩), সঞ্চয় কুমার ভৌমিক (৫৯২২), মল্লিক সাঈদ মাহবুব (৫৯৯৫), মো. মাহবুব আলম তালুকদার (৬২৮৪), মো. হাফিজুর রহমান (৬০৪৯)। এ ছাড়া তালিকায় আরও আছেন ফারুক আহমেদ (৬০৫৭), বিধায়ক রায় চৌধুরী (৬০৮৮), মো. আশরাফুল ইসলাম (৬৩২১), মো. ফয়জুল ইসলাম (২০২০৭). মো. খায়রুল আলম (৭৫৮৩), এসএম রেজাউল মোস্তফা কামাল (৭৬২৪) ও ড. সৈয়দ মাসুম আহমেদ চৌধুরী এনডিসি (৭৬৩৩)।
বদলিপূর্বক প্রেষণে নিয়োগপ্রাপ্ত যুগ্ম সচিবরা হলেন- ড. মো. জিয়া উদ্দিন (৬৫৬৯), মোহাম্মদ বদরুল হক (৬৭১৪), মো. রেজাউল ইসলাম (৬৭৯২), এসএম আবু হোরায়রা (৬৮২৩), মাহমুদুল কবীর মুরাদ (৬৮৯৯), মোহাম্মদ মিজানুর রহমান (২০৩৩৯)। এ ছাড়া মানস মিত্র (২০৩৮১), হোসেনে আরা আক্তার (৭৮৯৬), এসএম জাকারিয়া হক (৬৫১৬), ফারহানা আইরিছ (৬৬৮৯), এএসএম মোস্তাফিজুর রহমান (৬৮৬২), মো. মহসীন (৬৯১৬), একেএম আব্দুল্লাহ খান (২০২৬৫), এসএম শাকিল আখতার (২০২৪৬) ও দীপান্বিতা সাহা (২০৩৬০)। তালিকায় আরও আছেন আবু ইউসুফ মো. রেজাউর রহমান (৬৭৭১), নৃপেন্দ্র চন্দ্র দেবনাথ (৭৬৭৩) ও কাজী শফিকুল আলম (৬৯১৫)।