বিশ্বের শীর্ষস্থানীয় ধনকুবের ইলন মাস্ক টুইটার অধিগ্রহণ করার পর থেকেই দল বেঁধে ব্যবহারকারীরা প্ল্যাটফর্মটি ছেড়ে যাচ্ছেন। তবে ফেসবুক কিংবা ইনস্টাগ্রাম নয়, যুক্ত হচ্ছেন মাস্টোডন নামের একটি সামাজিক যোগাযোগ প্ল্যাটফর্মে। ফলে যুক্তরাজ্য ভিত্তিক এই প্ল্যাটফর্মটি দিনকে দিন জনপ্রিয় হয়ে উঠছে।
বিবিসির প্রতিবেদন অনুসারে এই প্ল্যাটফর্মের মোট ব্যবহারকারী ৬ লাখ ৫৫ হাজার। যারমধ্যে গত সপ্তাহেই যুক্ত হয়েছেন ২ লাখ ৩০ হাজারের বেশি ব্যবহারকারী। মাস্টোডন দেখতে অনেক টুইটার অ্যাকাউন্টের মতোই। এর সার্ফেসে ব্যবহারকারীরা যেকোনো পোস্টে লাইক কমেন্ট, অন্যকে অনুসরণ করাসহ পোস্ট ও রিপোস্ট করতে পারবেন। ফলে দ্রুতই নতুন ব্যবহারকারীদের আকৃষ্ট করতে পারছে প্ল্যাটফর্মটি।
বিশেষ করে টুইটারের বেধে দেওয়া নিত্য নতুন নিয়মের কারণে যারা বের হয়ে আসছেন, তাদের কাছে মাস্টোডন দ্রুতই জনপ্রিয়তা পাচ্ছে। প্ল্যাটফর্মটির ৬ বছরের পথ চলায় এবারেই প্রথম এতো ব্যবহারকারী যুক্ত হলো। ফলে নতুন ব্যবহারকারীদের শুভেচ্ছা জানাতে রীতিমত হিমশিম খাচ্ছে প্রতিষ্ঠানটি।
এতে অ্যাকাউন্ট ওপেন করার আগে আপনাকে একটি সার্ভার পছন্দ করে নিতে হবে।
তার উপর ভিত্তি করে প্ল্যাটফর্মটি আপনাকে ব্যবহারের সুযোগ দেবে। তারপর আপনার পছন্দগুলো জানাতে হবে। আপনার পছন্দের উভর ভিত্তি করে সার্ফেস বিভিন্ন বিষয় প্রদর্শিত হবে। প্ল্যাটফর্মটিতে আপনি যে কাউকে অনুসরণ এবং অন্যরাও আপনাকে অনুসরণ করতে পারবেন। আপনার পছন্দ, অপছন্দও তাদের জানাতে পারবেন। ফলে দারুণ একটি কমিউনিটির সঙ্গে যুক্ত হবেন বলে ব্যবহারকারীদের জানিয়েছে প্ল্যাটফর্মটি।