উত্তরাঞ্চলসহ সারা দেশের নদী অববাহিকার কোথাও কোথাও সোমবার ভোরে বিক্ষিপ্তভাবে হালকা কুয়াশা পড়তে পারে। এদিন সারাদেশে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
রোববার (৬ নভেম্বর) রাতে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের সই করা এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানা গেছে। আগামী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রোববার সন্ধ্যায় ঢাকায় বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার, যা উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে বইছিল। বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৬০ শতাংশ। সোমবার ঢাকায় সূর্যোদয় ভোর ৬টা ৮ মিনিটে এবং সূর্যাস্ত সন্ধ্যা ৫টা ১৬ মিনিটে।
আগামী দুই দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বাংলাদেশের আবহাওয়া পরিস্থিতি সামান্য পরিবর্তন হতে পারে। এর পরবর্তী তিন দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সারাদেশে রাতের শেষ দিকে তাপমাত্রা হ্রাস পেতে পারে।
সারাদেশে সন্ধ্যা ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় কোনো বৃষ্টিপাত রেকর্ড করা হয়নি। দেশে সর্বোচ্চ ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় ফেনীতে। সর্বনিম্ন ১৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয় তেঁতুলিয়ায়। সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।