ঢাকা ১২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহী নগর ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ

রাজশাহী সিটি করপোরেশন ভবনের (নগর ভবন) প্রধান ফটক লক্ষ্য করে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা ও ১০টা ৩৭ মিনিটে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে ঘটনাটি ঘটে। তবে এতে কোনো হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগর ভবনের সামনে পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল। ভেতরে নগর ভবনের সিকিউরিটি গার্ডরা ডিউটিরত ছিলেন। এরইমধ্যে চায়না গদি ঘর দোকানের সামনে মহাসড়কের মাঝখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় কয়েকজন ব্যক্তি।

নগর ভবনে ডিউটিরত একজন সিকিউরিটি গার্ড বলেন, ‘আমাদের প্রধান ফটক বন্ধ ছিল। আমরা ছিলাম ভেতরে। হঠাৎ বিকট আওয়াজ শুনে বাইরে বের হই। মহাসড়কে কালো ধোঁয়া দেখতে পাই। এসময় আশপাশে দোকানের লোকজন ‘ধর-ধর, অটোরিকশা ধর’ বলে চিৎকার করছিল। পুলিশের গাড়ি দাঁড় করিয়ে রাখা ছিল সেখানে। গাড়িটির কয়েক হাত দূরেই এ ঘটনা ঘটেছে। তবে কাউকে ধরা যায়নি। দুষ্কৃতকারীরা সম্ভবত অটোরিকশায় এসেছিল।’

রাতে ঘটনাস্থলে ডিউটি করছিলেন এসআই সিরাজুল ইসলাম। তিনি বলেন, আমরা কিছু বুঝে উঠার আগেই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ চেক করে শনাক্ত করার চেষ্টা করব। তবে আরো কয়েকটি সিসি ক্যামেরা থাকলে ভালভাবে বোঝা যেত।

ঘটনার পর রাত ১১টার সময় ঘটনাস্থলে আসেন বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন। তিনি জানান, দুষ্কৃতকারীরা ঘটনাটি ঘটিয়েছে। আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনার তদন্ত করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ওসি।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজশাহী নগর ভবনের সামনে দুটি ককটেল বিস্ফোরণ

আপডেট সময় ১১:৩৮:১২ পূর্বাহ্ন, বুধবার, ৬ ডিসেম্বর ২০২৩

রাজশাহী সিটি করপোরেশন ভবনের (নগর ভবন) প্রধান ফটক লক্ষ্য করে দুটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ ডিসেম্বর) রাত সাড়ে ৯টা ও ১০টা ৩৭ মিনিটে রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে ঘটনাটি ঘটে। তবে এতে কোনো হতাহত হয়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, নগর ভবনের সামনে পুলিশের গাড়ি দাঁড়িয়েছিল। ভেতরে নগর ভবনের সিকিউরিটি গার্ডরা ডিউটিরত ছিলেন। এরইমধ্যে চায়না গদি ঘর দোকানের সামনে মহাসড়কের মাঝখানে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে পালিয়ে যায় কয়েকজন ব্যক্তি।

নগর ভবনে ডিউটিরত একজন সিকিউরিটি গার্ড বলেন, ‘আমাদের প্রধান ফটক বন্ধ ছিল। আমরা ছিলাম ভেতরে। হঠাৎ বিকট আওয়াজ শুনে বাইরে বের হই। মহাসড়কে কালো ধোঁয়া দেখতে পাই। এসময় আশপাশে দোকানের লোকজন ‘ধর-ধর, অটোরিকশা ধর’ বলে চিৎকার করছিল। পুলিশের গাড়ি দাঁড় করিয়ে রাখা ছিল সেখানে। গাড়িটির কয়েক হাত দূরেই এ ঘটনা ঘটেছে। তবে কাউকে ধরা যায়নি। দুষ্কৃতকারীরা সম্ভবত অটোরিকশায় এসেছিল।’

রাতে ঘটনাস্থলে ডিউটি করছিলেন এসআই সিরাজুল ইসলাম। তিনি বলেন, আমরা কিছু বুঝে উঠার আগেই ককটেল বিস্ফোরণ ঘটিয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজ চেক করে শনাক্ত করার চেষ্টা করব। তবে আরো কয়েকটি সিসি ক্যামেরা থাকলে ভালভাবে বোঝা যেত।

ঘটনার পর রাত ১১টার সময় ঘটনাস্থলে আসেন বোয়ালিয়া মডেল থানার ওসি সোহরাওয়ার্দী হোসেন। তিনি জানান, দুষ্কৃতকারীরা ঘটনাটি ঘটিয়েছে। আলামত সংগ্রহ করা হয়েছে। ঘটনার তদন্ত করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানিয়েছেন ওসি।