গত ১২ .১০. ২৪ শনিবার সন্ধ্যা ৬ টায় আশার আলো মানবিক ফাউন্ডেশনের উদ্যোগে চট্টগ্রাম শিল্পকলা একাডেমি আর্ট গ্যালারী হলে সংগঠনের ২৪-২৬ নতুন কার্যর্নির্বাহী কমিটির অভিষেক,অসহায় এতিমশিশুদের মাঝে খাবার ও উপহার সামগ্রী বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়।
সংগঠনের সভাপতি মহিউদ্দিন মোহাম্মদ আলমগীরের সভাপতিত্বে ও স্বপ্না জেমির সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম অতিরিক্ত জেলা প্রশাসক এমকেএম গোলাম মোরশেদ খান। প্রধান আলোচক হিসাবে এতে উপস্থিত ছিলেন কবি,প্রাবন্ধিক ও সংগঠনের প্রধান উপদেষ্টা মোঃ কামরুল ইসলাম।
উদ্বোধক ছিলেন চট্টগ্রাম আইনজীবিসমিতির সভাপতি এডভোকেট মোঃ নাজিম উদ্দিন চৌথুরী।স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক রুহুল আমিন সালমান। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও ম্যাজিষ্টেট আফরিন ফারজানা, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় নজরুল গবেষণা কেন্দ্রের পরিচালক অধ্যাপক ড. মোঃ ফরিদ উদ্দিন ফারুক,সংগঠনের উপদেষ্টা মোঃ মনছুর আলম।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সংগঠনের নির্বাহী কর্ম কর্তা মাহমুদ হায়দার জীবন,মেহেরুন নিপা,মোঃ জসিম উদ্দিন চৌধুরী,মোঃ ইমরান চৌধুরী,মো.সাইফুল ইসলাম সিকদার, মোহাম্মদ শরিফুল ইসলাম, ইলিয়াস রিপন, শাহদাত হোসেন কালাম, জুলেখা আকতার জুলি,মোঃ ফয়সাল মুন, মোঃ আরিফুল হক,মোঃ সাইফুল ইসলাম মোঃ আতিকুর রহমান,মোঃ রাশেদ,মোঃ জসিম উদ্দিন সাগর,মোঃ হাসান,মোহাম্মদ নুর,মোহাম্মদ আবু হানিফ মোঃ সাহাব উদ্দিন,মোঃ আদনান, মোঃ জাহিদ হোসেন মোঃ মুজিব আমেরী,ইয়াসমিন আক্তার কলি,ফারজানা বৃষ্টি সহ প্রমুখ।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, মানুষের জন্য ভালোবাসা মানুষের জন্য সমবেদনা, স্নেহ, মমতা, নিঃস্বার্থ ভাবে যে কোন কল্যানকর কাজে অংশীদার হওয়ার নাম মানবতা। “আশার আলো মানবিক ফাউন্ডেশন “নানা সামাজিক কর্মকান্ডের পাশাপাশি বিগত বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র ছাত্রীদের পাশে থেকে নানা ভাবে সহযোগিতা করার চেষ্টা করেছে।তিনি বলেন,মানবতাকে আলিঙ্গন করতে খুব বেশি সময় বা আয়ের প্রয়োজন হয় না। প্রয়োজন একটা নির্ভেজাল মন আর উপলব্ধি। রাস্তায় চলতে গিয়ে কোনো অন্ধকে কেউ যদি রাস্তা পাড় করে দেয় সেটি ও মানবতা। তিনি মানবিক কর্মকান্ডের পাশাপাশি সমাজ উন্নয়নে নানা বিধ উদ্যোগে আশার আলো মানবিক ফাউন্ডেশন কে ধন্যবাদ জানান।
প্রধান আলোচক মোঃ কামরুল ইসলাম বলেন,১৯৫২ সালে যে সংগ্রামী চেতনা এই দেশের ছাত্রজনতা বুকে ধারন করে ১৯৭১ দেশ স্বাধীন করেছিল সেই ছাত্র জনতা আবার বিগত সরকারের অন্যায়, অত্যাচার, নিপীড়ন শোষণ, বৈষম্যদুরীকরণ,সমঅধিকার নিশ্চিতে শত হাজার তাজা প্রাণ সংগ্রাম করে রক্তের বিনিময়ে আবার যেন এ দেশ নতুনভাবে স্বাধীন করেছে।
এ অর্জন কে ধরে রাখতে হলে দলমত নির্বিশেষে সকল কে নানা ষড়যন্ত্র উপেক্ষা করে সবাইকে সতর্ক থেকে দেশ প্রেমে জাগ্রত হয়ে দূর্নীতিমুক্ত নতুন একটি বাংলাদেশ গঠনে সবাইকে একযোগে কাজ করতে হবে বলে তিনি মনে করেন। তিনি বৈষম্যবিরোধী আন্দোলনে সকল অপরাধীর কঠোর শাস্তি নিশ্চিতের ও দাবি জানান।
সভাপতি সুন্দর এই আয়োজনে সবাইকে উপস্থিত হয়ে অনুষ্ঠানকে অর্থবহ করায় ধন্যবাদজানান এবং সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।