ঢাকা ০৮:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ১৪ অক্টোবর ২০২৪, ২৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

মুরাদনগরে শত বছরের খাল দখল করে বিল্ডিং নির্মাণ।

উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন টনকি
ইউনিয়নের বাইড়া গ্রামের কলেজ রোডে চেয়ারম্যান এর বাড়ির খালটি দখল করে স্থায়ী ঘর নির্মান করছেন রফিকুল ইসলাম নামক এক প্রভাবশালী সহ অনেকে।
তবে তাঁর দাবি এলাকার সবাই সরকারী খাল দখল করেছে বিদায় সে ও খালে ঘর করছে। তবে স্থানীয় লোকজন বলছে, এটি সরকারি খাল।এ খাল দিয়ে এলাকার বিলের পানি নদীতে চলে যায়, এ খাল একসময় প্রবহমানও ছিল। তবে অব্যাহত দখল ও দূষণে খালটি অস্তিত্ব সংকটে পড়েছে। আর দখলদকারীরা প্রভাবশালী হওয়ায় এ ব্যবস্থা নিচ্ছেনা সংশ্লিষ্ঠরা।
এলাকাবাসী জানায়, কয়েক বছর আগেও এই খাল দিয়ে বড় বড় নৌকা চলত। জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করত। কিন্তু কয়েক বছর ধরে বাইড়া থেকে টনকি পর্যন্ত বিভিন্ন স্থানে ধীরে ধীরে খালটি দখল করে নিচ্ছেন প্রভাবশালীরা। রাতারাতি দোকানপাট নির্মাণ করে ভাড়াও তুলছেন তাঁরা। এই কাজে তাঁদের বাধা দিতেও সাহস পাচ্ছেনা কেউ।

অভিযোক্ত দখলদার বাইড়া গ্রামের তৈয়বুর রহমান তুহিন চেয়ারম্যানের বাড়ীর মৃত শাহজাহান মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৪০)
মজিদ মিয়া ছেলে বকুল সরকার পাকা ঘর (৬০) জাহাঙ্গীর আলম সরকারের স্ত্রী রুজিনা আক্তার (৪০)(পাকা দোকান) রজ্জুর আলীর ছেলে জামাল সরকারের ( পাকা দোকান,) কামাল সরকার পাকা ঘর, পশ্চিম পাড়া মসজিদ, সরকারী খাল বড়াট করেছে যারা তমিজ উদ্দিনের ছেলে রুস্তম মিয়া,হাফিজ উদ্দিনের ছেলে আলেপ মিয়া, শাহজানের ছেলে রফিকুল ইসলাম, আকবরের ছেলে মোঃখুরশিদ আলম, মজিদের ছেলে বকুল সরকার, ও ফরহাদ সরকার, জাহাঙ্গীরের স্ত্রী রুজিনা আক্তার, রজ্জব আলীর ছেলে জামাল সরকার, ও কামাল সরকার, হানিফ সরকারের ছেলে শাহআলম সরকার, এতিম আলীর ছেলে মামুন মিয়া,সুরুজ মিয়ার ছেলে রুমান মিয়া, মোন্তাজ উদ্দিনের ছেলে রকিব উদ্দিন, ও রিপন মিয়া, ডাঃ আবু তাহের, জব্বার আলীর ছেলে সহিদ মিয়া, ,ইউনুছ মিয়া,ইউছুফ মিয়, হারু ফকিরের ছেলে সুহেল মিয়া,মান্নান। মিয়ার ছেলে বাবুল মিয়া,

এই বিষয়ে টনিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
তৈয়বুর রহমান তুহিনের কাছে জানতে চাইলে তিনি খাল দখল এর বিষয়ে সাফাই গেয়ে অভিযুক্ত রফিকুল ইসলাম নিজের জায়গায় বিল্ডিং নির্মাণ করছে বলে হলুদ সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন।

টনকি ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা
বলেন,বিষয়টি আমি জানার পর লোক পাঠিয়ে কাজ বন্ধ রেখেছি। উর্ধ্বতন কর্মকতাকে বিষয়টি অবহিত করা হয়েছ।
এই বিষয়ে
সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা বলেন, খাল দখল করা অপরাধ আমার এই বিষয় ব্যবস্থা গ্রহণ করবো।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুরাদনগরে শত বছরের খাল দখল করে বিল্ডিং নির্মাণ।

আপডেট সময় ১২:৫৭:৪৮ পূর্বাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০২৩

উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন টনকি
ইউনিয়নের বাইড়া গ্রামের কলেজ রোডে চেয়ারম্যান এর বাড়ির খালটি দখল করে স্থায়ী ঘর নির্মান করছেন রফিকুল ইসলাম নামক এক প্রভাবশালী সহ অনেকে।
তবে তাঁর দাবি এলাকার সবাই সরকারী খাল দখল করেছে বিদায় সে ও খালে ঘর করছে। তবে স্থানীয় লোকজন বলছে, এটি সরকারি খাল।এ খাল দিয়ে এলাকার বিলের পানি নদীতে চলে যায়, এ খাল একসময় প্রবহমানও ছিল। তবে অব্যাহত দখল ও দূষণে খালটি অস্তিত্ব সংকটে পড়েছে। আর দখলদকারীরা প্রভাবশালী হওয়ায় এ ব্যবস্থা নিচ্ছেনা সংশ্লিষ্ঠরা।
এলাকাবাসী জানায়, কয়েক বছর আগেও এই খাল দিয়ে বড় বড় নৌকা চলত। জেলেরা মাছ ধরে জীবিকা নির্বাহ করত। কিন্তু কয়েক বছর ধরে বাইড়া থেকে টনকি পর্যন্ত বিভিন্ন স্থানে ধীরে ধীরে খালটি দখল করে নিচ্ছেন প্রভাবশালীরা। রাতারাতি দোকানপাট নির্মাণ করে ভাড়াও তুলছেন তাঁরা। এই কাজে তাঁদের বাধা দিতেও সাহস পাচ্ছেনা কেউ।

অভিযোক্ত দখলদার বাইড়া গ্রামের তৈয়বুর রহমান তুহিন চেয়ারম্যানের বাড়ীর মৃত শাহজাহান মিয়ার ছেলে রফিকুল ইসলাম (৪০)
মজিদ মিয়া ছেলে বকুল সরকার পাকা ঘর (৬০) জাহাঙ্গীর আলম সরকারের স্ত্রী রুজিনা আক্তার (৪০)(পাকা দোকান) রজ্জুর আলীর ছেলে জামাল সরকারের ( পাকা দোকান,) কামাল সরকার পাকা ঘর, পশ্চিম পাড়া মসজিদ, সরকারী খাল বড়াট করেছে যারা তমিজ উদ্দিনের ছেলে রুস্তম মিয়া,হাফিজ উদ্দিনের ছেলে আলেপ মিয়া, শাহজানের ছেলে রফিকুল ইসলাম, আকবরের ছেলে মোঃখুরশিদ আলম, মজিদের ছেলে বকুল সরকার, ও ফরহাদ সরকার, জাহাঙ্গীরের স্ত্রী রুজিনা আক্তার, রজ্জব আলীর ছেলে জামাল সরকার, ও কামাল সরকার, হানিফ সরকারের ছেলে শাহআলম সরকার, এতিম আলীর ছেলে মামুন মিয়া,সুরুজ মিয়ার ছেলে রুমান মিয়া, মোন্তাজ উদ্দিনের ছেলে রকিব উদ্দিন, ও রিপন মিয়া, ডাঃ আবু তাহের, জব্বার আলীর ছেলে সহিদ মিয়া, ,ইউনুছ মিয়া,ইউছুফ মিয়, হারু ফকিরের ছেলে সুহেল মিয়া,মান্নান। মিয়ার ছেলে বাবুল মিয়া,

এই বিষয়ে টনিক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান
তৈয়বুর রহমান তুহিনের কাছে জানতে চাইলে তিনি খাল দখল এর বিষয়ে সাফাই গেয়ে অভিযুক্ত রফিকুল ইসলাম নিজের জায়গায় বিল্ডিং নির্মাণ করছে বলে হলুদ সাংবাদিকদের দেখে নেওয়ার হুমকি দেন।

টনকি ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা
বলেন,বিষয়টি আমি জানার পর লোক পাঠিয়ে কাজ বন্ধ রেখেছি। উর্ধ্বতন কর্মকতাকে বিষয়টি অবহিত করা হয়েছ।
এই বিষয়ে
সহকারী কমিশনার (ভূমি) নাসরিন সুলতানা বলেন, খাল দখল করা অপরাধ আমার এই বিষয় ব্যবস্থা গ্রহণ করবো।