ঢাকা ১০:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

শিবচরে ট্রেনের ধাক্কায় শিক্ষার্থী নিহত

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় ইব্রাহিম খান নামে ৮ম শ্রেণির এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে শিবচর উপজেলার পাঁচ্চরে এ দুর্ঘটনা ঘটে।

ইব্রাহিম খান (১৫) শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের সাড়ে এগারো রশি গ্রামের হিরণ খানের ছেলে ও মাদবরচর আর এম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

স্বজন ও স্থানীয়রা জানান, বিকেলে পাঁচ্চরে রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিল ইব্রাহিম। এ সময় ফরিদপুরের ভাঙ্গা থেকে ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কা লাগে। এতে রেল লাইনের পাশে পড়ে গুরুতর আহত হয় ইব্রাহিম। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলেতাকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাবের হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, ওরা কয়েকজন ছিল রেললাইনের ওপর। কীভাবে মারা গেছে বলা যাচ্ছে না। ইবরাহীম আহত হলে সবাই ওকে হাসপাতালে নিয়ে যায়। মাথায় গুরুতর আঘাত পেয়ে প্রচুর রক্ত বের হচ্ছিল তার। তার মাথার এক দিকে চূর্ণবিচুর্ণ হয়ে গেছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, দুর্ঘটনার খবর শুনেছি। তবে পরিবার থেকে কেউ বিষয়টি বলেনি, আর অভিযোগও করেনি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শিবচরে ট্রেনের ধাক্কায় শিক্ষার্থী নিহত

আপডেট সময় ১০:৪৭:৫৪ অপরাহ্ন, শনিবার, ২৫ নভেম্বর ২০২৩

মাদারীপুরের শিবচরে ট্রেনের ধাক্কায় ইব্রাহিম খান নামে ৮ম শ্রেণির এক শিক্ষার্থী প্রাণ হারিয়েছে।

শুক্রবার (২৪ নভেম্বর) রাত ৮টার দিকে শিবচর উপজেলার পাঁচ্চরে এ দুর্ঘটনা ঘটে।

ইব্রাহিম খান (১৫) শিবচর উপজেলার মাদবরেরচর ইউনিয়নের সাড়ে এগারো রশি গ্রামের হিরণ খানের ছেলে ও মাদবরচর আর এম উচ্চ বিদ্যালয়ের ৮ম শ্রেণির শিক্ষার্থী।

স্বজন ও স্থানীয়রা জানান, বিকেলে পাঁচ্চরে রেললাইনের পাশে দাঁড়িয়ে ছিল ইব্রাহিম। এ সময় ফরিদপুরের ভাঙ্গা থেকে ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কা লাগে। এতে রেল লাইনের পাশে পড়ে গুরুতর আহত হয় ইব্রাহিম। তাকে উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলেতাকে পাঠানো হয় ঢাকা মেডিকেলে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

জাবের হোসেন নামে এক শিক্ষার্থী বলেন, ওরা কয়েকজন ছিল রেললাইনের ওপর। কীভাবে মারা গেছে বলা যাচ্ছে না। ইবরাহীম আহত হলে সবাই ওকে হাসপাতালে নিয়ে যায়। মাথায় গুরুতর আঘাত পেয়ে প্রচুর রক্ত বের হচ্ছিল তার। তার মাথার এক দিকে চূর্ণবিচুর্ণ হয়ে গেছে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুব্রত গোলদার জানান, দুর্ঘটনার খবর শুনেছি। তবে পরিবার থেকে কেউ বিষয়টি বলেনি, আর অভিযোগও করেনি।