ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, রবিবার, ১৩ অক্টোবর ২০২৪, ২৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

রাজশাহীতে বাদশার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

রাজশাহীতে বাদশার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) দুপুর ১২টায় রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের কাছে থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন দলটির জেলা ও মহানগর শাখার নেতারা। জানা গেছে, রাজশাহী-২ (সদর) আসন থেকে ইতোমধ্যে মনোনয়ন তুলেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

এছাড়া মহানগর জাসদ সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলীও ১৪ দল থেকে মনোনয়ন প্রত্যাশী। তিনিও মনোনয়ন ফরম তুলেছেন। আর জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম তুলেছেন মহানগর নেতা শাহিন আলী। রাজশাহী-২ (সদর) আসনে মনোনয়ন পাওয়া নিয়ে জোটের ভেতরেই হাড্ডাহাড্ডি লড়াই শুরু হতে যাচ্ছে বলে মনে করছেন রাজনীতিবিদরা।

তবে ফজলে হোসেন বাদশা ১৪ দল থেকে নৌকার মনোনয়ন পেয়ে তিনবারের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এবারও তিনিই মনোনয়ন পাবেন বলে আশা করছেন দলটির নেতারা। এ ব্যাপারে মনোনয়নপত্র সংগ্রহ শেষে রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু বলেন, গত তিনবারে জননেতা ফজলে হোসেন বাদশা এ আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন। এবারও তাই হবে। জোটগতভাবেই ওয়ার্কার্স পার্টি আগামী নির্বাচনে অংশ নেবে।

দেবু বলেন, ইতোমধ্যেই আমাদের দল এবং জোটমিত্র আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে এ বিষয়ে অবগত করা হয়েছে। বিএনপি এবং জামায়াত নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র করছে- তা প্রতিহত করার জন্য ওয়ার্কার্স পার্টি যেমন রাজপথে আছে, ঠিক তেমন সংবিধান অনুযায়ী বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে; তার প্রতি সম্মান জানিয়ে নির্বাচনি যে প্রক্রিয়া তার মধ্যেও আছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। ভোট গ্রহণ করা হবে আগামী ৭ জানুয়ারি।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রাজশাহীতে বাদশার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন

আপডেট সময় ০৯:৩৫:৫৮ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০২৩

রাজশাহীতে বাদশার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহী-২ (সদর) আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করতে ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশার পক্ষে মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে।

বুধবার (২২ নভেম্বর) দুপুর ১২টায় রাজশাহী জেলা প্রশাসক শামীম আহমেদের কাছে থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ করেন দলটির জেলা ও মহানগর শাখার নেতারা। জানা গেছে, রাজশাহী-২ (সদর) আসন থেকে ইতোমধ্যে মনোনয়ন তুলেছেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।

এছাড়া মহানগর জাসদ সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিবলীও ১৪ দল থেকে মনোনয়ন প্রত্যাশী। তিনিও মনোনয়ন ফরম তুলেছেন। আর জাতীয় পার্টি থেকে মনোনয়ন ফরম তুলেছেন মহানগর নেতা শাহিন আলী। রাজশাহী-২ (সদর) আসনে মনোনয়ন পাওয়া নিয়ে জোটের ভেতরেই হাড্ডাহাড্ডি লড়াই শুরু হতে যাচ্ছে বলে মনে করছেন রাজনীতিবিদরা।

তবে ফজলে হোসেন বাদশা ১৪ দল থেকে নৌকার মনোনয়ন পেয়ে তিনবারের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। এবারও তিনিই মনোনয়ন পাবেন বলে আশা করছেন দলটির নেতারা। এ ব্যাপারে মনোনয়নপত্র সংগ্রহ শেষে রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামানিক দেবু বলেন, গত তিনবারে জননেতা ফজলে হোসেন বাদশা এ আসনে ১৪ দলীয় জোটের প্রার্থী হিসেবে অংশগ্রহণ করেছেন। এবারও তাই হবে। জোটগতভাবেই ওয়ার্কার্স পার্টি আগামী নির্বাচনে অংশ নেবে।

দেবু বলেন, ইতোমধ্যেই আমাদের দল এবং জোটমিত্র আওয়ামী লীগের পক্ষ থেকে নির্বাচন কমিশনকে এ বিষয়ে অবগত করা হয়েছে। বিএনপি এবং জামায়াত নির্বাচন বানচালের যে ষড়যন্ত্র করছে- তা প্রতিহত করার জন্য ওয়ার্কার্স পার্টি যেমন রাজপথে আছে, ঠিক তেমন সংবিধান অনুযায়ী বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে; তার প্রতি সম্মান জানিয়ে নির্বাচনি যে প্রক্রিয়া তার মধ্যেও আছে। নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী, আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। মনোনয়নপত্র বাছাই হবে আগামী ১ থেকে ৪ ডিসেম্বর। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ১৭ ডিসেম্বর। প্রতীক বরাদ্দ ১৮ ডিসেম্বর। ভোট গ্রহণ করা হবে আগামী ৭ জানুয়ারি।