ঢাকা ০৮:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ৯ অগ্রহায়ণ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মিয়ানমারের সঙ্গে হওয়া চুক্তিতে ‘রোহিঙ্গা’ শব্দটি না থাকা বড় ভুল পটুয়াখালীতে ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিশাল জনসমাবেশ অনুষ্ঠিত শহীদ জিয়া স্মৃতি পদক পেলেন জাতীয়তাবাদী বিএনপির রাজশাহী জেলার সদস্য সচিব গণতন্ত্রের স্বার্থেই নির্বাচন জরুরি : যুবদল সভাপতি মোনায়েম মুন্না তাঁতীলীগের সভাপতি ইকবালের যত কান্ড, জনমনে প্রশ্ন কে এই ইকবাল? সিএমপির পাহাড়তলী থানার মাদক বিরোধী অভিযানে ভুয়া সাংবাদিক ফারুক মাদকসহ গ্রেফতার অন্তর্বতী সরকারের ১শ দিন পার হলেও সচিবালয় সহ বিভিন্ন দপ্তরের এখনও আওয়ামী লীগের দোসরা বহাল পূর্বাচলে দুর্নীতির রাজত্ব গড়েছেন নায়েব আলী শরীফ ডঃ মোশাররফ ফাউন্ডেশন কলেজ নবীনবরণ উৎসব ২০২৪ পালিত। মুগদায় ১০ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক গ্রেফতার

অবরোধে নিরাপত্তার শঙ্কায় ঢাবিতে পরীক্ষা বর্জন

ঢাকা: দেশে বিরোধী দলগুলোর চলমান অবরোধে নিরাপত্তার শঙ্কায় সেমিস্টার ফাইনাল পরীক্ষা বর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের ২য় ও ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৭ নভেম্বর) ৩য় বর্ষের শিক্ষার্থীদেরও পরীক্ষা বর্জনের কথা রয়েছে।

সূত্রে জানা যায়, রোববার (৫ নভেম্বর) সকাল ৯টা থেকে ইতিহাস বিভাগের ২য় বর্ষের ২০১১ নম্বর কোর্সের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে রাস্তায় নিরাপত্তাহীনতার শঙ্কায় তারা পরীক্ষা বর্জন করেন। এদিন দুপুর ২টা থেকে চতুর্থ বর্ষের ৪০১১ নম্বর কোর্সের ফাইনাল পরীক্ষা ছিল। তবে পরীক্ষা বর্জন করলেও শিক্ষার্থীদের কয়েকজন শেষ মুহূর্তে পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এদিকে পরীক্ষা চলমান থাকবে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. আবু মো. দেলওয়ার হোসেন বাংলানিউজকে বলেন, এখানে আমাদের কিছুই ভাবার সুযোগ নেই। যারা পরীক্ষায় অংশগ্রহণ করেনি, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাদের ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী জানান, বর্তমানে সড়কের যে পরিস্থিতি তাতে পরীক্ষা স্থগিত করা উচিত। গতকাল রাত থেকেই আমরা উদ্বেগ জানিয়ে আসছি। অবরোধের কারণে কোথাও গাড়িতে আগুন দেওয়া হচ্ছে, চারদিকে হামলা হচ্ছে। নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা প্রশাসনকে উদ্বেগের কথা জানিয়েছি। তবে আমাদের কথা বিবেচনা না করায় আজকে পরীক্ষা বর্জন করেছি। পরীক্ষার চেয়ে জীবন আগে। আমরা শুধু নিরাপত্তার কথা ভেবেই পরীক্ষা বর্জন করেছি। আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই।

এ বিষয়ে ড. দেলোয়ার হোসেন বলেন, আজ আমাদের দুটি বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্লাস ও পরীক্ষা চালুর সিদ্ধান্ত হয়েছে। আজ অন্য সব বিভাগের পরীক্ষাও হয়েছে। ফলে আমাদের দ্বিতীয় কোনো উপায় ভাবার সুযোগ নেই। তাছাড়া আমাদের চতুর্থ বর্ষের পরীক্ষায় তিন থেকে চারজন বাদে প্রায় সব শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মিয়ানমারের সঙ্গে হওয়া চুক্তিতে ‘রোহিঙ্গা’ শব্দটি না থাকা বড় ভুল

অবরোধে নিরাপত্তার শঙ্কায় ঢাবিতে পরীক্ষা বর্জন

আপডেট সময় ১২:৪০:৫৯ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০২৩

ঢাকা: দেশে বিরোধী দলগুলোর চলমান অবরোধে নিরাপত্তার শঙ্কায় সেমিস্টার ফাইনাল পরীক্ষা বর্জন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ইতিহাস বিভাগের ২য় ও ৪র্থ বর্ষের শিক্ষার্থীরা।

মঙ্গলবার (৭ নভেম্বর) ৩য় বর্ষের শিক্ষার্থীদেরও পরীক্ষা বর্জনের কথা রয়েছে।

সূত্রে জানা যায়, রোববার (৫ নভেম্বর) সকাল ৯টা থেকে ইতিহাস বিভাগের ২য় বর্ষের ২০১১ নম্বর কোর্সের ফাইনাল পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। তবে রাস্তায় নিরাপত্তাহীনতার শঙ্কায় তারা পরীক্ষা বর্জন করেন। এদিন দুপুর ২টা থেকে চতুর্থ বর্ষের ৪০১১ নম্বর কোর্সের ফাইনাল পরীক্ষা ছিল। তবে পরীক্ষা বর্জন করলেও শিক্ষার্থীদের কয়েকজন শেষ মুহূর্তে পরীক্ষায় অংশগ্রহণ করেন।

এদিকে পরীক্ষা চলমান থাকবে জানিয়ে বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের চেয়ারম্যান ড. আবু মো. দেলওয়ার হোসেন বাংলানিউজকে বলেন, এখানে আমাদের কিছুই ভাবার সুযোগ নেই। যারা পরীক্ষায় অংশগ্রহণ করেনি, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী তাদের ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে নাম প্রকাশ না করার শর্তে বিভাগের দ্বিতীয় বর্ষের এক শিক্ষার্থী জানান, বর্তমানে সড়কের যে পরিস্থিতি তাতে পরীক্ষা স্থগিত করা উচিত। গতকাল রাত থেকেই আমরা উদ্বেগ জানিয়ে আসছি। অবরোধের কারণে কোথাও গাড়িতে আগুন দেওয়া হচ্ছে, চারদিকে হামলা হচ্ছে। নিরাপত্তার কথা বিবেচনা করে আমরা প্রশাসনকে উদ্বেগের কথা জানিয়েছি। তবে আমাদের কথা বিবেচনা না করায় আজকে পরীক্ষা বর্জন করেছি। পরীক্ষার চেয়ে জীবন আগে। আমরা শুধু নিরাপত্তার কথা ভেবেই পরীক্ষা বর্জন করেছি। আমাদের অন্য কোনো উদ্দেশ্য নেই।

এ বিষয়ে ড. দেলোয়ার হোসেন বলেন, আজ আমাদের দুটি বর্ষের সেমিস্টার ফাইনাল পরীক্ষা ছিল। বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে ক্লাস ও পরীক্ষা চালুর সিদ্ধান্ত হয়েছে। আজ অন্য সব বিভাগের পরীক্ষাও হয়েছে। ফলে আমাদের দ্বিতীয় কোনো উপায় ভাবার সুযোগ নেই। তাছাড়া আমাদের চতুর্থ বর্ষের পরীক্ষায় তিন থেকে চারজন বাদে প্রায় সব শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।