শরীয়তপুরের জাজিরায় দৈনিক কালবেলার সাফল্যর দ্বিতীয় বর্ষপূর্তি ও তৃতীয় বছরে পদার্পণ অনুষ্ঠান উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা ও কেক কেটে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।
দৈনিক কালবেলার জাজিরা উপজেলা প্রতিনিধি মো. আব্দুর রহিমের সঞ্চালনায় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা।
নির্বাহী অফিসার (ইউএনও) সাদিয়া ইসলাম লুনা বলেন, দৈনিক কালবেলা পত্রিকাটি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করার জন্য ইতোমধ্যে সবার নজরে এসেছে। যে কোনো অনিয়ম, দুর্নীতির বিরুদ্ধে সংবাদ প্রকাশ করে খুব অল্প সময়ের মধ্যে পত্রিকাটি গণমানুষের হৃদয়ে জায়গা করে নিয়েছে। এসব সম্ভব হয়েছে দক্ষ ম্যানেজমেন্ট ও সংবাদকর্মীর কারণে। যে কোনো ঘটনা সবার আগে দেওয়ার চেষ্টা করে কালবেলা। কালবেলার উত্তরোত্তর সফলতা কামনা করি।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া বিনতে সুলাইমান, জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডঃ মাহমুদুল হাসান, জাজিরা উপজেলার প্রকৌশলী ইমন মোল্লা, জাজিরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুজন হক। উপজেলা মৎস্য কর্মকর্তা রেজাউল শরীফ, জামাত ইসলামের শরীয়তপুর জেলার কর্ম পরিষদের সদস্য মাসুম বিল্লাহ।
কালবেলার জেলা প্রতিনিধি মিরাজ শিকদারের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জাজিরা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. পলাশ খান, সাধারণ সম্পাদক শাওন বেপারী, বার্তা বাজারের আশিকুর রহমান হৃদয়, দৈনিক আমাদের মাতৃভূমির শাকিল আহমেদ, খবরপত্রের সাগর মিয়া, আমার সংবাদ এর হিমেল, বাংলাদেশ সমাচারের রিয়াদ, ঢাকা টাইমসের জাজিরা প্রতিনিধি জিহাদ কাজী, দৈনিক অধিকরনের রতন আলী মোড়ল।