ঢাকা ০৮:২৯ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪, ৩ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
এবার অত্যাধুনিক বাস নির্মাণ করে চমকে দিল আফগানিস্তান পটুয়াখালীতে শেখ রাসেলের জন্মদিন পালন যোদ্ধাদের নতুন প্রধানের মৃত্যুর খবর নিশ্চিত করল ফিলিস্তিনিরা স্বৈরাচারের সুবিধাভোগীরা মাথাচাড়া দিচ্ছে : তারেক রহমান মুরাদনগরের জোরপূর্বক হিন্দু পরিবারের রাস্তা দখলের পায়তারা আল্লাহর আনুগত্যের জন্য রাসূল(স.)এর আনুগত্য করতে হবে প্রফেসর ড. আব্দুল্লাহ আল মোসলেহ তজুমউদ্দিনে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১ সাকিবের বিকল্প খুঁজে নিলো বাংলাদেশ যেভাবে দেশ-বিদেশে ৫৮০ বাড়ির মালিক সাবেক ভূমিমন্ত্রী মহিউদ্দিন খান রিফাত মহিউদ্দিন খান রিফাত শরীয়তপুরের জাজিরায় কালবেলার দ্বিতীয় বর্ষপূর্তি অনুষ্ঠান উদযাপন

সাকিবের বিকল্প খুঁজে নিলো বাংলাদেশ

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ অক্টোবর শুরু হতে যাওয়া মিরপুর টেস্টে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। শুরুতে শঙ্কা থাকলেও নিরাপত্তার ‘নিশ্চয়তা’ পেয়ে দেশের পথে রওয়ানা-ও হয়েছিলেন। তবে সে নিরাপত্তা শঙ্কাতেই শেষ পর্যন্ত তাকে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয়েছে। তাতেই নিশ্চিত হয়ে যায়, স্কোয়াডে থাকলেও মিরপুর টেস্টে তার খেলা হচ্ছে না।

এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড থেকে আনুষ্ঠানিকভাবে সাকিবকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (১৮ অক্টোবর) তার জায়গায় স্পিনার হাসান মুরাদকে অন্তর্ভুক্ত করেছেন নির্বাচকরা।

গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেয়েছিলেন ২৩ বছর বয়সী এই স্পিনার। যদিও সেবার তার জাতীয় দলে অভিষেক হয়নি। তবে তার আন্তর্জাতিক অভিষেক হয়েছে হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে। সেখানে দুটি ম্যাচও খেলেছেন মুরাদ।

সাকিবের মতোই বাঁহাতি স্পিন বোলিং করেন মুরাদ। ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে এরই মধ্যে শিকার করেছেন ১৩৬ উইকেট।

সাকিবের বদলি হিসেবে দলে এলেও মূল একাদশে তার জায়গা পাওয়া মোটেই সহজ হবে না। স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের পাশাপাশি বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন অভিজ্ঞ তাইজুল ইসলাম ও নাঈম হাসান। তাদের কাউকে টপকে মিরপুর টেস্টে মুরাদের সুযোগ পাওয়াটা কঠিন বৈকি!

মিরপুর টেস্টে বাংলাদেশের স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

জনপ্রিয় সংবাদ

এবার অত্যাধুনিক বাস নির্মাণ করে চমকে দিল আফগানিস্তান

সাকিবের বিকল্প খুঁজে নিলো বাংলাদেশ

আপডেট সময় ০৬:০৪:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০২৪

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ২১ অক্টোবর শুরু হতে যাওয়া মিরপুর টেস্টে খেলার কথা ছিল সাকিব আল হাসানের। শুরুতে শঙ্কা থাকলেও নিরাপত্তার ‘নিশ্চয়তা’ পেয়ে দেশের পথে রওয়ানা-ও হয়েছিলেন। তবে সে নিরাপত্তা শঙ্কাতেই শেষ পর্যন্ত তাকে আবার যুক্তরাষ্ট্রে ফিরে যেতে হয়েছে। তাতেই নিশ্চিত হয়ে যায়, স্কোয়াডে থাকলেও মিরপুর টেস্টে তার খেলা হচ্ছে না।

এবার দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টের স্কোয়াড থেকে আনুষ্ঠানিকভাবে সাকিবকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (১৮ অক্টোবর) তার জায়গায় স্পিনার হাসান মুরাদকে অন্তর্ভুক্ত করেছেন নির্বাচকরা।

গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে প্রথমবার ডাক পেয়েছিলেন ২৩ বছর বয়সী এই স্পিনার। যদিও সেবার তার জাতীয় দলে অভিষেক হয়নি। তবে তার আন্তর্জাতিক অভিষেক হয়েছে হাংজুতে অনুষ্ঠিত এশিয়ান গেমসে। সেখানে দুটি ম্যাচও খেলেছেন মুরাদ।

সাকিবের মতোই বাঁহাতি স্পিন বোলিং করেন মুরাদ। ৩০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলে এরই মধ্যে শিকার করেছেন ১৩৬ উইকেট।

সাকিবের বদলি হিসেবে দলে এলেও মূল একাদশে তার জায়গা পাওয়া মোটেই সহজ হবে না। স্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের পাশাপাশি বিশেষজ্ঞ স্পিনার হিসেবে আছেন অভিজ্ঞ তাইজুল ইসলাম ও নাঈম হাসান। তাদের কাউকে টপকে মিরপুর টেস্টে মুরাদের সুযোগ পাওয়াটা কঠিন বৈকি!

মিরপুর টেস্টে বাংলাদেশের স্কোয়াড

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাদমান ইসলাম, মাহমুদুল হাসান জয়, জাকির হাসান, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন দাস, জাকের আলী, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, হাসান মুরাদ, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ ও নাহিদ রানা।