বাংলা লোকগানের শ্রোতাপ্রিয় গায়িকা চন্দনা মজুমদার নতুন গান নিয়ে আসছেন। তার এবারের গানের শিরোনাম ‘প্রেমে মরা’।
‘একনদী বিরহ বুকে, চোখে তবু খরা, আমারে আর কী মারিবি? আমি প্রেমে মরা’-এমন কথায় গানটি লিখেছেন ও সুর করেছেন হাবিব মোস্তফা, সংগীতায়োজনে ছিলেন জাহিদ বাশার পঙ্কজ।
গানটি প্রসঙ্গে চন্দনা মজুমদার বলেন, ‘হাজার বছরের ঐতিহ্যে লালিত আমাদের লোকগান। আমি অনেক সাধক পুরুষের গান করেছি। তবে, হাবিব মোস্তফা বয়সে তরুণ হলেও তার গানের বাণী ও সুর আমার ভালো লেগেছে। এই গানটির ভিতরে একটি প্রবহমান কান্নার অনুরণন পাবেন শ্রোতারা, যা তাদের মনকে প্রশান্ত করবে বলে বিশ্বাস করি।’
গীতিকার-সুরকার হাবিব মোস্তফা বলেন, ‘শ্রদ্ধেয় চন্দনা মজুমদার বাংলা লোকগানের জীবন্ত কিংবদন্তি। তার দরদি কণ্ঠে আমার রচিত কোনো গান গীত হয়েছে-বিষয়টি ভাবতেই ভালো লাগছে। আশা করছি, শ্রোতারা গানটি হৃদয় দিয়ে গ্রহণ করবে।’জানা গেছে, শিগগিরই ইউটিউবে জি সিরিজে চ্যানেলে ভিডিও আকারে গানটি উন্মুক্ত করা হবে।