ঢাকা ০৯:৫৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

চলে গেলেন ‘রক এন রোল’ তারকা জেরি লি লুইস

জনপ্রিয় সংগীত ব্যক্তিত্ব, ‘রক এন রোল’-এর পথিকৃত জেরি লি লুইস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মেমফিসের দক্ষিণে মিসিসিপির ডেসোটো কাউন্টিতে নিজের বাড়িতে মারা যান লুইস। মৃত্যুকালে শিল্পীর পাশে ছিলেন স্ত্রী জুডিথ। শেষ দিনগুলোতে লুইস স্ত্রীকে বলেছিলেন তিনি পরকালকে স্বাগত জানিয়েছেন এবং মৃত্যুকে ভয় পান না।’

জেরি লি লুইস
জেরি লি লুইস

১৯৩৫ সালের ২৯ সেপ্টেম্বর লুইজিয়ানায় জন্ম হয় লুইসের। চার বছর বয়সে পিয়ানোতে আগ্রহী হয়ে ওঠেন তিনি। দরিদ্র কৃষক পরিবারের ছেলে লুইসকে তার প্রথম পিয়ানো কেনার জন্য তাদের বাড়ি বন্ধক রাখতে হয়েছিল। স্কুলে অধ্যয়নরত অবস্থায় ‘মাই গড ইজ রিয়েল’-এর একটি বুগি-উগি সংস্করণ করায় তাকে বহিষ্কার করা হয়। এরপর স্কুল বাদ দিয়ে গানে মনোনিবেশ করেন লুইস। মাত্র ১৪ বছর বয়সে একটি গাড়ি ডিলারশিপ কম্পানির উদ্বোধনে তিনি প্রথম পারফরম্যান্স করেন।

১৯৮৬ সালে ‘রক এন রোল’ হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়া প্রথম শিল্পীদের একজন লুইস। তার সর্বশ্রেষ্ঠ ‍তিনটি গানের মধ্যে ‘গ্রেট বল অব ফায়ার’ ইউএস চার্টে ২ নম্বরে জায়গা করে নিয়েছিল। রক অন রোল যুগের একটি আইকনিক গান ধরা হয় এটিকে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চলে গেলেন ‘রক এন রোল’ তারকা জেরি লি লুইস

আপডেট সময় ০৬:০৭:১৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অক্টোবর ২০২২

জনপ্রিয় সংগীত ব্যক্তিত্ব, ‘রক এন রোল’-এর পথিকৃত জেরি লি লুইস মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৭ বছর।

এক বিবৃতিতে বলা হয়েছে, ‘মেমফিসের দক্ষিণে মিসিসিপির ডেসোটো কাউন্টিতে নিজের বাড়িতে মারা যান লুইস। মৃত্যুকালে শিল্পীর পাশে ছিলেন স্ত্রী জুডিথ। শেষ দিনগুলোতে লুইস স্ত্রীকে বলেছিলেন তিনি পরকালকে স্বাগত জানিয়েছেন এবং মৃত্যুকে ভয় পান না।’

জেরি লি লুইস
জেরি লি লুইস

১৯৩৫ সালের ২৯ সেপ্টেম্বর লুইজিয়ানায় জন্ম হয় লুইসের। চার বছর বয়সে পিয়ানোতে আগ্রহী হয়ে ওঠেন তিনি। দরিদ্র কৃষক পরিবারের ছেলে লুইসকে তার প্রথম পিয়ানো কেনার জন্য তাদের বাড়ি বন্ধক রাখতে হয়েছিল। স্কুলে অধ্যয়নরত অবস্থায় ‘মাই গড ইজ রিয়েল’-এর একটি বুগি-উগি সংস্করণ করায় তাকে বহিষ্কার করা হয়। এরপর স্কুল বাদ দিয়ে গানে মনোনিবেশ করেন লুইস। মাত্র ১৪ বছর বয়সে একটি গাড়ি ডিলারশিপ কম্পানির উদ্বোধনে তিনি প্রথম পারফরম্যান্স করেন।

১৯৮৬ সালে ‘রক এন রোল’ হল অব ফেমে অন্তর্ভুক্ত হওয়া প্রথম শিল্পীদের একজন লুইস। তার সর্বশ্রেষ্ঠ ‍তিনটি গানের মধ্যে ‘গ্রেট বল অব ফায়ার’ ইউএস চার্টে ২ নম্বরে জায়গা করে নিয়েছিল। রক অন রোল যুগের একটি আইকনিক গান ধরা হয় এটিকে।