ঢাকা ১১:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ০৪ অক্টোবর ২০২৪, ১৯ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বাঘায় মোটরসাইকেল ভাঙচুর ও বাড়িতে হামলার অভিযোগ

রাজশাহীর বাঘায় প্রতিপক্ষের বিরুদ্ধে মোটরসাইকেল ভাংচুরসহ বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। জরুরি সেবায় ৯৯৯ কল পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। মঙ্গলবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টায় উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা মিস্ত্রী পাড়া গ্রামে নবীর উদ্দীনের বাড়িতে হামলা ও দু’টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।

জানা যায়, আড়ানী ঝিনা রেলগেট বাজারে আবুল কালামের চায়ের দোকানে বসেছিলেন ঝিনা মিস্ত্রি পাড়া গ্রামের তারিফ উদ্দীন ও তার পিতা নবীর উদ্দীন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে তারিফ উদ্দীনের সাথে একই গ্রামের আবু বাক্কারের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারিফ উদ্দীনের মোটরসাইকেলে আঘাত করলে কিছু অংশ ভেঙে ক্ষতিগ্রস্থ হয়। পরে নীবর উদ্দীনের বাড়িতে হামলার সময় এক পথচারির মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

এ বিষয়ে স্থানীয়রা জানান, হামলার সময় রাস্তা দিয়ে আসছিলেন চকরপাড়া গ্রামের মুক্তার আলীর ছেলে হাফেজ উদ্দীন নামের এক ব্যক্তি। এ সময় তার মোটরসাইকেলটি ভাঙচুর করা হয়েছে।

নবীর উদ্দীনের ছেলে বকুল ইসলাম জানান, ঝিনা রেলগেট বাজারে মোটরসাইকেল ভাঙচুরের পর তার বাড়িতে হামলা চালায়। বেগতিক অবস্থা দেখে ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। মিস্ত্রিপাড়া গ্রামের আবু বাক্কারসহ তার লোকজন হামলা চালিয়ে মোটরসাইকেল ভাঙচুর করে।

আবু বাক্কার জানান, আমাকে তাচ্ছিল্য করে কথা বলার বিষয় নিয়ে ঘটনার সুত্রপাত ঘটে। আড়ানী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি ও ইউপি মেম্বর মাসুদ রানা জানান, বিষয়টি জানার পর সেখানে গিয়ে তাদের সরিয়ে নেওয়া হয়। আড়ানী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক জানান, বিষয়টি শুনেছি।

এ বিষয়ে বাঘা থানার উপ সহকারি পরিদর্শক বলরাম চন্দ্র জানান, ৯৯৯ এ কলের মাধ্যমে বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়। বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সবুজ রানা জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বাঘায় মোটরসাইকেল ভাঙচুর ও বাড়িতে হামলার অভিযোগ

আপডেট সময় ১২:১৬:৪০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ জুলাই ২০২৩

রাজশাহীর বাঘায় প্রতিপক্ষের বিরুদ্ধে মোটরসাইকেল ভাংচুরসহ বাড়িতে হামলার অভিযোগ উঠেছে। জরুরি সেবায় ৯৯৯ কল পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। মঙ্গলবার (২৫ জুলাই) রাত সাড়ে ৯টায় উপজেলার আড়ানী ইউনিয়নের ঝিনা মিস্ত্রী পাড়া গ্রামে নবীর উদ্দীনের বাড়িতে হামলা ও দু’টি মোটরসাইকেল ভাঙচুরের ঘটনা ঘটে।

জানা যায়, আড়ানী ঝিনা রেলগেট বাজারে আবুল কালামের চায়ের দোকানে বসেছিলেন ঝিনা মিস্ত্রি পাড়া গ্রামের তারিফ উদ্দীন ও তার পিতা নবীর উদ্দীন। এ সময় পূর্ব শত্রুতার জের ধরে তারিফ উদ্দীনের সাথে একই গ্রামের আবু বাক্কারের সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তারিফ উদ্দীনের মোটরসাইকেলে আঘাত করলে কিছু অংশ ভেঙে ক্ষতিগ্রস্থ হয়। পরে নীবর উদ্দীনের বাড়িতে হামলার সময় এক পথচারির মোটরসাইকেল ভাঙচুর করা হয়।

এ বিষয়ে স্থানীয়রা জানান, হামলার সময় রাস্তা দিয়ে আসছিলেন চকরপাড়া গ্রামের মুক্তার আলীর ছেলে হাফেজ উদ্দীন নামের এক ব্যক্তি। এ সময় তার মোটরসাইকেলটি ভাঙচুর করা হয়েছে।

নবীর উদ্দীনের ছেলে বকুল ইসলাম জানান, ঝিনা রেলগেট বাজারে মোটরসাইকেল ভাঙচুরের পর তার বাড়িতে হামলা চালায়। বেগতিক অবস্থা দেখে ৯৯৯ নম্বরে কল দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করে। মিস্ত্রিপাড়া গ্রামের আবু বাক্কারসহ তার লোকজন হামলা চালিয়ে মোটরসাইকেল ভাঙচুর করে।

আবু বাক্কার জানান, আমাকে তাচ্ছিল্য করে কথা বলার বিষয় নিয়ে ঘটনার সুত্রপাত ঘটে। আড়ানী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আ’লীগের সভাপতি ও ইউপি মেম্বর মাসুদ রানা জানান, বিষয়টি জানার পর সেখানে গিয়ে তাদের সরিয়ে নেওয়া হয়। আড়ানী ইউনিয়নের চেয়ারম্যান ও ইউনিয়ন আ’লীগের সভাপতি রফিকুল ইসলাম রফিক জানান, বিষয়টি শুনেছি।

এ বিষয়ে বাঘা থানার উপ সহকারি পরিদর্শক বলরাম চন্দ্র জানান, ৯৯৯ এ কলের মাধ্যমে বিষয়টি জানার পর ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করা হয়। বাঘা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) সবুজ রানা জানান, অভিযোগের প্রেক্ষিতে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।