ঢাকা ০৩:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৩ অক্টোবর ২০২৪, ১৮ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

সানন্দবাড়ীতে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

জামালপুরের দেওয়ানগঞ্জের চরআমখাওয়া ইউনিয়নে মাদক প্রতিরোধে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই (মঙ্গলবার) সকালে উপজেলার মৌলভীরচর উচ্চবিদ্যালয় হলরুমে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা।

মৌলভীরচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়াজেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মুস্তাফিজুর রহমান, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা তারেক মাহমুদ, সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক চেয়ারম্যান শেখ নাজিম উদ্দীন, মৌলভীরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ জালাল উদ্দীন, মৌলভীরচর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ সোহেল রানা, সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান ,এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিল ।

উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফার উদ্যোগে আয়োজিত সভায় বক্তারা বলেন, মাদকাসক্তরা শুধু নিজেদের মেধা ও জীবনীশক্তিই ধ্বংস করছে না, তারা সমাজ ও রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলাও বিঘ্নিত করছে ।

যেসব পরিবারের সদস্য নেশাগ্রস্ত হয়েছে, সেসব পরিবারের দুর্দশা অন্তহীন।

জীবনবিধ্বংসী এ নেশার কবলে পড়ে অসংখ্য তরুদের সম্ভাবনাময় জীবন নিঃশেষিত হচ্ছে।

মাদকাসক্তি নেশাগ্রস্ত ব্যক্তির বিবেক-বুদ্ধি, বিচারক্ষমতা, নৈতিকতা, মূল্যবোধ, ব্যক্তিত্ব, আদর্শ সবকিছুকে খেয়ে ফেলে।

যেহেতু মাদকাসক্তি একটি জঘন্য সামাজিক ব্যাধি, তাই জনগণের সামাজিক আন্দোলন, গণসচেতনতা ও সক্রিয় প্রতিরোধের মাধ্যমে এর প্রতিকার করা সম্ভব। মাদক নিরাময়ে চাই পরিবারের আন্তরিকতা ও পারস্পরিক ভালোবাসা।

পরিবারের পিতা-মাতাই সন্তানকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পারেন।

তাই এলাকার সুনাম রক্ষার্থে সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। পরে সবাইকে মাদক বিরোধী শপথ পাঠ করানো হয় এবং মাদক প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার দৃঢ় প্রত্যয় ঘোষিত হয় ।

 

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সানন্দবাড়ীতে মাদকবিরোধী সভা অনুষ্ঠিত

আপডেট সময় ১১:১৯:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ জুলাই ২০২৩

জামালপুরের দেওয়ানগঞ্জের চরআমখাওয়া ইউনিয়নে মাদক প্রতিরোধে জনসচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে। ১৮ জুলাই (মঙ্গলবার) সকালে উপজেলার মৌলভীরচর উচ্চবিদ্যালয় হলরুমে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মোশারফ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ানগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কামরুন্নাহার শেফা।

মৌলভীরচর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক ওয়াজেদ আলীর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, চরআমখাওয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ মুস্তাফিজুর রহমান, মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তা তারেক মাহমুদ, সানন্দবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সাবেক চেয়ারম্যান শেখ নাজিম উদ্দীন, মৌলভীরচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ্ জালাল উদ্দীন, মৌলভীরচর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম মোহাম্মদ সোহেল রানা, সরকার পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মশিউর রহমান ,এ সময় বিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিল ।

উপজেলা নির্বাহী অফিসার কামরুন্নাহার শেফার উদ্যোগে আয়োজিত সভায় বক্তারা বলেন, মাদকাসক্তরা শুধু নিজেদের মেধা ও জীবনীশক্তিই ধ্বংস করছে না, তারা সমাজ ও রাষ্ট্রের শান্তি-শৃঙ্খলাও বিঘ্নিত করছে ।

যেসব পরিবারের সদস্য নেশাগ্রস্ত হয়েছে, সেসব পরিবারের দুর্দশা অন্তহীন।

জীবনবিধ্বংসী এ নেশার কবলে পড়ে অসংখ্য তরুদের সম্ভাবনাময় জীবন নিঃশেষিত হচ্ছে।

মাদকাসক্তি নেশাগ্রস্ত ব্যক্তির বিবেক-বুদ্ধি, বিচারক্ষমতা, নৈতিকতা, মূল্যবোধ, ব্যক্তিত্ব, আদর্শ সবকিছুকে খেয়ে ফেলে।

যেহেতু মাদকাসক্তি একটি জঘন্য সামাজিক ব্যাধি, তাই জনগণের সামাজিক আন্দোলন, গণসচেতনতা ও সক্রিয় প্রতিরোধের মাধ্যমে এর প্রতিকার করা সম্ভব। মাদক নিরাময়ে চাই পরিবারের আন্তরিকতা ও পারস্পরিক ভালোবাসা।

পরিবারের পিতা-মাতাই সন্তানকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে পারেন।

তাই এলাকার সুনাম রক্ষার্থে সবাইকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। পরে সবাইকে মাদক বিরোধী শপথ পাঠ করানো হয় এবং মাদক প্রতিরোধে নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসার দৃঢ় প্রত্যয় ঘোষিত হয় ।