দৈনিক “আমার দেশ” পত্রিকার সম্পাদক ও মজলুম
সাংবাদিক মাহমুদুর রহমানের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর প্রতিবাদ এবং নিঃশর্ত মুক্তির দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালন হয়েছে। বুধবার (২ অক্টোবর) বেলা ১১ টায় চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে সাংবাদিক সমাজের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।
এসময় আমাদের সময় ডটকম এর জেলা প্রতিনিধি আসাদুল্লাহর, সঞ্চালনায় বক্তব্য দেন জেলা রিপোর্টর্স ক্লাবের সভাপতি এ কে এম বাদরুল আলম ও সাধারণ সম্পাদক এসএম রুবেল, মডেল পেসক্লাবের সভাপতি, রবিউল ইসলাম টুটুল, ঢাকা পোস্টের জেলা প্রতিনিধি আশিক আলী, নাচোল পেসক্লাবের সভাপতি তরিকুল ইসলাম, আমাদের মাতৃভূমি পত্রিকার জেলা প্রতিনিধি জাহিদ হাসান সহ অন্যান্যরা।
মানববন্ধনে বক্তারা বলেন, যে মামলায় মজলুম সাংবাদিক এবং আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমানের জামিন নামঞ্জুর করে আদালতে প্রেরণ করা হয়েছে তা মিথ্যা ও বানোয়াট। এই মামলার যে বিচারক মাহমুদুর রহমানকে সাত বছরের সাঁজা দিয়েছেন তিনি আবার এজলাস ছেড়ে সাবেক প্রধানমন্ত্রীর ছেলে সবজি ওয়াজেদ জয়কে আদালতে ভেতর প্রটোকল দিয়ে এগিয়ে নিয়ে গেছেন।
একজন দলীয় বিচারকের কাছে ন্যায় বিচার পাননি
আইনের প্রতি শ্রদ্ধাশীল মাহমুদুর রহমান। এ কারণে অতিদ্রুত মাহমুদুর রহমানকে মুক্তি দেওয়া সহ দৈনিক “আমার দেশ” পত্রিকার উপর যে নিষেধাজ্ঞা দেওয়া আছে তা তুলে নেওয়ার দাবি জানানো হয়।