চট্রগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা ও সন্ত্রাসী কর্মকান্ডের অভিযোগ তুলে ইসকনকে নিষিদ্ধ করার দাবিতে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন আইনজীবীরা। বুধবার বেলা ৩টায় চাঁপাইনবাবগঞ্জ আইনজীবী সমিতির সামনে সাধারণ আইনজীবীবৃন্দের ব্যানারে এই মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে দেশের ৬০ হাজার আইনজীবীর প্রতি ইসকনের বহিস্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের পক্ষে আদালতে না লড়ার আহ্বান জানান চাঁপাইনবাবগঞ্জের আইনজীবীরা।
মানববন্ধনে বক্তারা বলেন, নিজ বাসস্থান ও পরিবারের থেকেও আদালত চত্বরেই বেশি সময় কাটান আইনজীবীরা। অথচ নির্মমভাবে তাকে প্রকাশ্যে হত্যা করেছে সন্ত্রাসী সংগঠন ইসকনের অনুসারীরা। তাই অবিলম্বে এই সংগঠনকে নিষিদ্ধ করার পাশাপাশি আগামী ২৪ ঘন্টার মধ্যে হত্যাকান্ডে জড়িতদের আটক করে দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে করতে করার দাবি জানান তারা।