গতকাল বৃহস্পতিবার পার্থে বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও হারের মুখ দেখেছে পাকিস্তান দল। শক্তি সামর্থ্য অনুযায়ী কম শক্তিশালী দল জিম্বাবুয়ের কাছে হেরে তাই যারপরনাই হতাশ পাক অধিনায়ক বাবর আজম। ম্যাচে শেষে জানিয়েছেন, খুবই হতাশাজনক পারফর্ম্যান্স। একই সঙ্গে হারের জন্য পাক অধিনাযক দুষলেন নিজেদের ব্যাটিং ব্যর্থতাকে।
হারের পর বাবর বলেন, ‘ম্যাচের মাঝ পর্যায়ে মনে হচ্ছিল, আমরা ১৩০ করে নেব! খুবই হতাশাজনক পারফরম্যান্স, ব্যাটিংয়ে আমরা ভালো করতে পারিনি। আমাদের ভালো ব্যাটার আছে কিন্তু দুই ওপেনারই পাওয়ারপ্লেতে আউট হয়েছেন। শাদাব এবং শান যখন জুটি গড়ে তুলছিলেন, দুর্ভাগ্যবশত শাদাব আউট হন এবং তারপরে ব্যাক-টু-ব্যাক উইকেট যা আমাদের চাপের পরিস্থিতিতে ঠেলে দেয়। (বোলিংয়ে) প্রথম ৬ ওভার আমরা নতুন বলটি ভালোভাবে ব্যবহার করতে পারিনি, তবে আমরা শেষ দিকে আমরা বলের ব্যবহারটা ভালোভাবে করতে পেরেছিলাম।’
পাকিস্তানকে হারিয়ে জিম্বাবুয়ে ২ ম্যাচ থেকে ৩ পয়েন্ট অর্জন করে চলে এসেছে পয়েন্ট তালিকার তৃতীয় স্থানে। যে কারণে সেমিফাইনালের দৌড়ে দারুণভাবে এগিয়ে গেছে দলটি। ওদিকে পাকিস্তান দুই ম্যাচের দুটোতেই হেরে গ্রুপ ২-এর পয়েন্ট তালিকায় চলে গেছে একেবারে তলানির দিকে, তাদের নিচে আছে কেবল নেদারল্যান্ডস।
টানা দুই হারের কারণে দলটির সেমিফাইনাল ভাগ্য এখন আর নিজের হাতে নেই। শেষ চারে যেতে হলে নিজেদের বাকি তিন ম্যাচ তো জিততে হবেই, তাকিয়ে থাকতে হবে অন্যের ম্যাচের দিকেও। আপাতত নিজেদের কাজটা ঠিকঠাক করতে চায় বাবরের দল। তিনি বলেন, ‘ আমরা বাইরে আলোচনায় বসবো, আমাদের ভুল নিয়ে আলোচনা করব এবং আমরা কঠোর অনুশীলন করব এবং আমাদের পরবর্তী ম্যাচে শক্তিশালী হয়ে ফিরে আসবো।’
পরের ম্যাচের আগে পাকিস্তান হাতে সময় পাচ্ছে দুই দিন। আগামী ৩০ অক্টোবর এই পার্থেই দলটির প্রতিপক্ষ নেদারল্যান্ডস।