ঢাকা ০৭:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

বরগুনায় জোড়া লাগানো জমজ কন্যা শিশুর জন্ম।

বরগুনায় বুকে জোড়া লাগানো দুই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি মা। বুধবার (৭ জুন) দুপুরে বরগুনার শেফা ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে শিশু দুটির জন্ম হয়। এদিকে, প্রসূতি সুস্থ থাকলেও শিশুদের দ্রুত উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

প্রসূতির নাম মাহামুদা বেগম (৩৪)। তিনি বরগুনার বেতাগী উপজেলার মধ্য কাজিরাবাদ এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম বাদশা মিয়া। তিনি গার্মেন্টস শ্রমিক।

মাহমুদা বেগমের স্বজনরা জানান, রোজার ঈদের দু’দিন পর মাহমুদার আল্ট্রাসনোগ্রাম করানো হয়। রিপোর্টে জমজ বাচ্চার কথা বলা হয়েছিল তখন। তবে, শিশু দুটি যে জোড়া লাগানো সেটি বলা হয়নি। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে প্রসব বেদনা শুরু হয় মাহমুদার। এরপর আজ (বুধবার) সকালে প্রথমে মাহমুদাকে বরগুনা শেফা ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে এই ডায়াগনস্টিক সেন্টারে সিজার অপারেশনের মাধ্যমে শিশুদের জন্ম হয়।

প্রসূতি মাহমুদার ভাই তরিকুল ইসলাম বলেন, জমজ সন্তানের কথা আগেই জানতাম আমরা। তবে জোড়া লাগানো হবে তা জানতে পারিনি। সবাই আমার বোন ও তার দুই সন্তানের জন্য দোয়া করবেন। তিনি আরও জানান, তার ভগ্নিপতি বাদশার আর্থিক অবস্থা বেশি ভালো নয়। জোড়া লাগানো জমজ শিশু নিয়ে তারা দুশ্চিন্তায় আছেন।শিশুদের আলাদা করার জন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ও সহযোগিতার দাবি জানিয়েছেন।

শেফা ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের চিকিৎসক তাজকিয়া সিদ্দিকা বলেন, শিশুদের উন্নত চিকিৎসা প্রয়োজন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে যেতে বলা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বরগুনায় জোড়া লাগানো জমজ কন্যা শিশুর জন্ম।

আপডেট সময় ০৮:১২:১৪ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩

বরগুনায় বুকে জোড়া লাগানো দুই কন্যা সন্তানের জন্ম দিয়েছেন এক প্রসূতি মা। বুধবার (৭ জুন) দুপুরে বরগুনার শেফা ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে শিশু দুটির জন্ম হয়। এদিকে, প্রসূতি সুস্থ থাকলেও শিশুদের দ্রুত উন্নত চিকিৎসার পরামর্শ দিয়েছেন চিকিৎসক।

প্রসূতির নাম মাহামুদা বেগম (৩৪)। তিনি বরগুনার বেতাগী উপজেলার মধ্য কাজিরাবাদ এলাকার বাসিন্দা। তার স্বামীর নাম বাদশা মিয়া। তিনি গার্মেন্টস শ্রমিক।

মাহমুদা বেগমের স্বজনরা জানান, রোজার ঈদের দু’দিন পর মাহমুদার আল্ট্রাসনোগ্রাম করানো হয়। রিপোর্টে জমজ বাচ্চার কথা বলা হয়েছিল তখন। তবে, শিশু দুটি যে জোড়া লাগানো সেটি বলা হয়নি। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে প্রসব বেদনা শুরু হয় মাহমুদার। এরপর আজ (বুধবার) সকালে প্রথমে মাহমুদাকে বরগুনা শেফা ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালে ভর্তি করা হয়। পরে এই ডায়াগনস্টিক সেন্টারে সিজার অপারেশনের মাধ্যমে শিশুদের জন্ম হয়।

প্রসূতি মাহমুদার ভাই তরিকুল ইসলাম বলেন, জমজ সন্তানের কথা আগেই জানতাম আমরা। তবে জোড়া লাগানো হবে তা জানতে পারিনি। সবাই আমার বোন ও তার দুই সন্তানের জন্য দোয়া করবেন। তিনি আরও জানান, তার ভগ্নিপতি বাদশার আর্থিক অবস্থা বেশি ভালো নয়। জোড়া লাগানো জমজ শিশু নিয়ে তারা দুশ্চিন্তায় আছেন।শিশুদের আলাদা করার জন্য তারা প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ ও সহযোগিতার দাবি জানিয়েছেন।

শেফা ডায়াগনস্টিক সেন্টার ও হাসপাতালের চিকিৎসক তাজকিয়া সিদ্দিকা বলেন, শিশুদের উন্নত চিকিৎসা প্রয়োজন। উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে যেতে বলা হয়েছে।