ঢাকা ০৪:১৮ পূর্বাহ্ন, সোমবার, ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৪ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ

কুমিল্লায় তদার‌কি অ‌ভিযা‌নে চার প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

আজ বুধবার (৭জুন) জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লার টমছম ব্রিজ এলাকার ফল, মাছ, মাংস ও মু‌দি বাজা‌রে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচা‌লনা করা হয়।

এ সময় ভোক্তা‌কে প্রতিশ্রুত প‌রিমা‌ণে লিচু যথাযথভা‌বে সরবরাহ না করায় (১০০‌টি ব‌লে ৮৩‌টি লিচু সরবরাহ করায়) আশ্রয় ফল বিতান‌কে ৩ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

মূল‌্য তা‌লিকা দৃশ‌্যমান স্থা‌নে প্রদর্শন না করায় জা‌মি‌লের মাং‌সের দোকান‌কে ৫শ` টাকা ও সিফাত স্টোর‌কে ১ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

অনু‌মোদনহীন নি‌ষিদ্ধ পা‌কিস্তানী ক্রিম বি‌ক্রি করায় মেসার্স নিউ আরব সুইটস এন্ড বেকা‌রি‌কে ৮ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং ২০‌টি নি‌ষিদ্ধ ক্রিম জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

আজ ভোক্তা অ‌ধিকার বি‌রোধী নানা কর্মকা‌ণ্ডের অ‌ভিযো‌গে মোট ৪ প্রতিষ্ঠান‌কে ১২ হাজার ৫শ` টাকা জ‌রিমানা করা হয় এবং অন‌্যদের সতর্ক করা হয়।

বেলা সা‌ড়ে ১০টা থে‌কে সহকারী প‌রিচা‌লক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় তদার‌কি অ‌ভিযা‌নে চার প্রতিষ্ঠান‌কে জ‌রিমানা

আপডেট সময় ০৭:০৮:১৮ অপরাহ্ন, বুধবার, ৭ জুন ২০২৩

আজ বুধবার (৭জুন) জাতীয় ভোক্তা অ‌ধিকার সংরক্ষণ অ‌ধিদপ্ত‌র, কু‌মিল্লা জেলা কার্যাল‌য়ের উ‌দ্যো‌গে কু‌মিল্লার টমছম ব্রিজ এলাকার ফল, মাছ, মাংস ও মু‌দি বাজা‌রে বি‌শেষ তদার‌কি অ‌ভিযান প‌রিচা‌লনা করা হয়।

এ সময় ভোক্তা‌কে প্রতিশ্রুত প‌রিমা‌ণে লিচু যথাযথভা‌বে সরবরাহ না করায় (১০০‌টি ব‌লে ৮৩‌টি লিচু সরবরাহ করায়) আশ্রয় ফল বিতান‌কে ৩ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

মূল‌্য তা‌লিকা দৃশ‌্যমান স্থা‌নে প্রদর্শন না করায় জা‌মি‌লের মাং‌সের দোকান‌কে ৫শ` টাকা ও সিফাত স্টোর‌কে ১ হাজার টাকা জ‌রিমানা করা হয়।

অনু‌মোদনহীন নি‌ষিদ্ধ পা‌কিস্তানী ক্রিম বি‌ক্রি করায় মেসার্স নিউ আরব সুইটস এন্ড বেকা‌রি‌কে ৮ হাজার টাকা জ‌রিমানা করা হয় এবং ২০‌টি নি‌ষিদ্ধ ক্রিম জব্দ ক‌রে ধ্বংস করা হয়।

আজ ভোক্তা অ‌ধিকার বি‌রোধী নানা কর্মকা‌ণ্ডের অ‌ভিযো‌গে মোট ৪ প্রতিষ্ঠান‌কে ১২ হাজার ৫শ` টাকা জ‌রিমানা করা হয় এবং অন‌্যদের সতর্ক করা হয়।

বেলা সা‌ড়ে ১০টা থে‌কে সহকারী প‌রিচা‌লক মো: আছাদুল ইসলা‌মের নেতৃ‌ত্বে প‌রিচা‌লিত এ অ‌ভিযা‌নে জেলা পু‌লি‌শের এক‌টি টিম উপ‌স্থিত থে‌কে সা‌র্বিক সহ‌যো‌গিতা ক‌রেন। জনস্বা‌র্থে এ কার্যক্রম অব‌্যাহত থাক‌বে।