ঢাকা ০৯:১৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ সেপ্টেম্বর ২০২৪, ১৩ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ফরিদগঞ্জে হাসপাতালের আড়ালে চলছে অনৈতিক কাজ শেখ হাসিনা ও রেহানাসহ ১৬৫ জনের বিরুদ্ধে আদাবর থানায় হত্যা মামলা ভারতে মহানবী (সা.) কে নিয়ে কটুক্তির প্রতিবাদে ভোলায় শিক্ষার্থীদের বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ আল-আরাফাহ ঘিরে নতুন পাঁয়তারা রাজবাড়ী পৌরসভার সাবেক মেয়র তিতু গ্রেফতার আঙুল ফুলে কলাগাছ গোয়াইনঘাটের বুঙ্গড়ী আজিজুল-মাসুক! দুদক উপপরিচালক আবু বকর সিদ্দিকের অবৈধ সম্পদের পাহাড়  আল আরাফাহ ইসলামী ব্যাংকে ঘনিষ্ঠ দু’জনকে অতিরিক্ত এমডি পদে নিয়োগের আয়োজন ১১৭০ টাকার নামজারির খরচ, ভূমি কর্মকর্তা নেন ৮-১৫ হাজার! পটুয়াখালী জেলা পরিষদের সার্ভেয়ার হাসানুজ্জামানের দুর্নীতির স্বর্গ রাজ্যে যেন আলাউদ্দিনের চেরাগ।

চেয়ারম্যানকে এসএসসি পরীক্ষায় বিদায় অনুষ্ঠানে অতিথি না করায় ক্ষোভ প্রকাশ

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অতিথি না করায় অনুষ্ঠান পণ্ড করে দিলেন কাথারিয়া ইউপি চেয়ারম্যান ইবনে আমিন।

সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার সকালে এসএসসি ২০২৩ সালের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছিল বিদ্যালয় পরিচালনা কমিটি। অনুষ্ঠানে স্থানীয় চেয়ারম্যানকে অতিথি না করায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটক ও বিদ্যালয়ের ক্লাসরুমে তালা মেরে বন্ধ করে দেন।

অনুষ্ঠানে আসা ছাত্রছাত্রীদের বাড়িতে চলে যাওয়ার জন্য বিদ্যালয়ের মাঠ থেকে তাদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর পরই বিদ্যালয়ের মাঠে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান বাঁশখালী থানা পুলিশ।

কাথারিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর বলেন, বৃহস্পতিবার সকালেই আমাদের বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। স্থানীয় চেয়ারম্যান ইবনে আমিন তার দলবল নিয়ে স্কুলের প্রধান ফটক এবং ক্লাসরুমে তালা মেরে দেয়। তিনি এবং তার লোকজন ছাত্রছাত্রীদের পিটিয়ে বিদ্যালয়ের মাঠ থেকে বের করে দেন। এ সময় এখানে কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে না বলে হুমকি দিয়ে চলে যান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে কাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইবনে আমিন বলেন, আমি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমার স্বাক্ষরের জন্ম নিবন্ধন নিয়ে ছেলেমেয়েরা স্কুলে পড়ে। স্কুলটি আমার বাড়ির পাশে, তারা এমপি, ইউএনও এবং ওসিকে ওই অনুষ্ঠানে দাওয়াত দেয়নি। বহিরাগত লোক দিয়ে অনুষ্ঠান চালায়। সে জন্য আমি বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দিয়েছি।

বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন বলেন, কাথারিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠানের একটি ঘটনা শুনেছি। কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য অতিরিক্ত পুলিশ পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, আমি বিদ্যালয়ের ঘটনার খবর শুনেছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এ বিষয়টি খতিয়ে দেখার জন্য বলা হয়েছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ফরিদগঞ্জে হাসপাতালের আড়ালে চলছে অনৈতিক কাজ

চেয়ারম্যানকে এসএসসি পরীক্ষায় বিদায় অনুষ্ঠানে অতিথি না করায় ক্ষোভ প্রকাশ

আপডেট সময় ০৫:৫৮:১০ অপরাহ্ন, রবিবার, ৩০ এপ্রিল ২০২৩

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার কাথারিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে অতিথি না করায় অনুষ্ঠান পণ্ড করে দিলেন কাথারিয়া ইউপি চেয়ারম্যান ইবনে আমিন।

সংশ্লিষ্টরা জানান, বৃহস্পতিবার সকালে এসএসসি ২০২৩ সালের পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানের আয়োজন করেছিল বিদ্যালয় পরিচালনা কমিটি। অনুষ্ঠানে স্থানীয় চেয়ারম্যানকে অতিথি না করায় বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বিদ্যালয়ের প্রধান ফটক ও বিদ্যালয়ের ক্লাসরুমে তালা মেরে বন্ধ করে দেন।

অনুষ্ঠানে আসা ছাত্রছাত্রীদের বাড়িতে চলে যাওয়ার জন্য বিদ্যালয়ের মাঠ থেকে তাদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। ঘটনার পর পরই বিদ্যালয়ের মাঠে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানান বাঁশখালী থানা পুলিশ।

কাথারিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. জাহাঙ্গীর বলেন, বৃহস্পতিবার সকালেই আমাদের বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। স্থানীয় চেয়ারম্যান ইবনে আমিন তার দলবল নিয়ে স্কুলের প্রধান ফটক এবং ক্লাসরুমে তালা মেরে দেয়। তিনি এবং তার লোকজন ছাত্রছাত্রীদের পিটিয়ে বিদ্যালয়ের মাঠ থেকে বের করে দেন। এ সময় এখানে কোনো ধরনের অনুষ্ঠান করা যাবে না বলে হুমকি দিয়ে চলে যান তিনি।

এ বিষয়ে জানতে চাইলে কাথারিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইবনে আমিন বলেন, আমি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, বর্তমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, আমার স্বাক্ষরের জন্ম নিবন্ধন নিয়ে ছেলেমেয়েরা স্কুলে পড়ে। স্কুলটি আমার বাড়ির পাশে, তারা এমপি, ইউএনও এবং ওসিকে ওই অনুষ্ঠানে দাওয়াত দেয়নি। বহিরাগত লোক দিয়ে অনুষ্ঠান চালায়। সে জন্য আমি বিদ্যালয়ের বিদায় অনুষ্ঠান বন্ধ করে দিয়েছি।

বাঁশখালী থানার ওসি মো. কামাল উদ্দিন বলেন, কাথারিয়া বাগমারা উচ্চ বিদ্যালয়ে বিদায় অনুষ্ঠানের একটি ঘটনা শুনেছি। কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সে জন্য অতিরিক্ত পুলিশ পাঠানো হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইদুজ্জামান চৌধুরী বলেন, আমি বিদ্যালয়ের ঘটনার খবর শুনেছি। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে এ বিষয়টি খতিয়ে দেখার জন্য বলা হয়েছে।