হবিগঞ্জের বাহুবলের মুদাহরপুর গ্রামে রুপালি ভিটা ফিশারীর মাছ ও গাছ চুরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (১৯ এপ্রিল) রাতের ৩টার দিকে বাহুবল মডেল থানাধীন পুটিজুরী পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নাজমুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ তাদের গ্রেফতার করে বৃহস্পতিবার (২০ এপ্রিল) বেলা ১টার দিকে আদালতে প্রেরন করা হয়েছে। গ্রেফতারকৃত ইয়াকুত মিয়া প্রকাশ পরেশ ও রফিক মিয়া উপজেলার মুদাহরপুর গ্রামের বাসিন্দা। জানা যায়, ওই ফিশারীর মালিক অন্য জেলায় অবস্থিত। এরফলে বাহুবলের আলাপুর গ্রামের শাহ আহমেদ মামুন নামে এক ব্যক্তি ফিশারী পরিচালনা করে আসছিলেন। এমতাবস্থায়, ফিশারীর পাড়ে লাগানো গাছ ও চাষকরা লক্ষলক্ষ টাকার মাছ চুরির ঘটনা ঘটনা সৃষ্টি ও ফিশারীর পাড় দিয়ে চলাচলে দা দিয়ে প্রকাশ্য ভয় দেখিয়ে আসছিল। নিরুপায় হয়ে তাদের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় মামলা দায়ের করা হলে পুলিশ তাদেরকে গ্রেফতার করে।
ফিশারীর মাছ ও গাছ চুরির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেফতার
-
মোছাঃ নিছপা আক্তার হবিগঞ্জ
- আপডেট সময় ০৩:৪৫:৩৪ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
- ৬৭৭ বার পড়া হয়েছে