ঢাকা ০২:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ সেপ্টেম্বর ২০২৪, ৭ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সকলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে এদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব: ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি শরীয়তপুরে ছেলের গাছের গোড়ার আঘাতে বাবা নিহত সেই ছেলে গ্রেফতার। ঢাবি ছাত্রশিবিরের সভাপতি কে এই সাদিক শিগগিরই ঢাবি শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা: শিবির সভাপতি চট্টগ্রাম নগর যুবদলের কমিটি বিলুপ্ত, ২ নেতা বহিষ্কার সরকার পতনের পর এই প্রথম মুখ খুললেন সাদ্দাম-ইনান কিস্তির টাকা দিতে না পারায় গরু ছিনিয়ে নিয়ে গেলেন এনজিও মাঠকর্মীরা রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ভোলায় শহীদ পরিবারদের কোটি টাকার সহায়তা দিল- জামায়াতে ইসলাম জাতিসংঘের ৭৯তম অধিবেশন যোগ দিতে নিউইয়র্কে দৈনিক তরুণ কণ্ঠ সম্পাদক রফিকুল ইসলাম শান্ত

২৯৬ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

রংপুরের মিঠাপুকুর উপজেলায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৯৬ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রের্পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

শনিবার উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কাশিপুর এলাকার ব্রাক অফিসের সামনে মিঠাপুকুর টু শঠিবাড়ীগামী ঢাকা-রংপুর মহাসড়কের পাকা রাস্তার উপর চেকপোষ্ট করা কালীন ভোর ৪ ঘটিকায় চেকপোষ্টের নিকটে ০১ (এক) টি পিকআপ ঢাকা-মেট্রো-ন-১৫-০৬২০ আসলে উক্ত পরিবহনটি সংকেত দিলে আসামীর পিকআপটি থামাইয়া দৌড়াইয়া পালানোর চেষ্টকালে তাদেরকে আটক করা হয়।

মামলার এজাহার থেকে জানা যায়- আটককৃতরা হলেন ঢাকার সাভার ভাকুরতা এলাকার চুনারচর গ্রামের মৃত মাইন উদ্দিনের ছেলে সুমন আহমেদ (২৯) (পিকআপ চালক), কেরানীগঞ্জ আটিবাজার এলাকার মন্টু মিয়ার ছেলে রাসেল (২৩) মিয়াকে আটক করা হয় ।এসময় তাদের কাছ থেকে ২৯৬ (দুইশত ছিয়ানব্বই) বোতল PHENSEDYL, ০১ (এক) টি পিকআপ চাবিসহ সচল, ০২ (দুই) টি মোবাইল, ০৩ (তিন) টি সিমকার্ড এবং নগদ ৭০০০/- (সাত হাজার) টাকা উদ্ধার করা হয়।

্যাব-১৩, রংপুর টহল অপারেশন সিসি নং-৬০৪/২০২২ মূলে জানা যায়-পিকআপের কেবিনের ভিতর লুকানো অবস্থায় ও তাদের নিজ হাতে বের করে দেওয়ামতে একটি চটের বস্তার ভেতর ১৬৬ (একশত ছেষটি) বোতল এবং অপর একটি প্লাস্টিকের সাদা বস্তার ভিতর ১৩০ (একশত ত্রিশ) বোতল সহ সর্বমোট ২৯৬ (দুইশত ছিয়ানব্বই) বোতল PHENSEDYL উদ্ধার করা হয়। প্রসঙ্গ প্রতিটি বোতলের ওজন ১০০ মিঃ লিঃ করে সর্বমোট ওজন (১০০×২৯৬) = ২৯,৬০০ মিলিলিটার বা ২৯.৬ (ঊনত্রিশ দশমিক ছয়) লিটার। প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ১২০০/- (এক হাজার দুইশত) টাকা হিসেবে সর্বমোট মূল্য অনুমান (১২০০×২৯৬)= ৩,৫৫,২০০/- (তিন লক্ষ পঞ্চান্ন হাজার দুইশত) টাকা।প্রতিটি বোতল প্লাস্টিকের তৈরী, কর্কযুক্ত এবং মুখবন্ধ।

প্রতিটি বোতলের লেবেলের গায়ে ইংরেজীতে Chlorpheniramine Maleate & Codeine Phosphate Cough Linctus PHENSEDYL সহ আরো অন্যান্য লেখা আছে। মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত ০১ (এক) টি চার চাকা বিশিষ্ট নীল/লুন রংয়ের ৭০০ সিসির ২০১৬ মডেলের টাটা পিকআপ (সিংগেল কেবিন)। যার রেজিঃ নাম্বার-ঢাকা-মেট্রো-ন-১৫-০৬২০, চেসিস নং-MAT445235GZR33808 ইঞ্জিন নং- 275IDI05JTYS99247 ০১ (এক) টি চাবির রিং যাতে গাড়ির চাবিসহ ০৮ (আট) টি বিভিন্ন চাবি উক্ত পিকআপের মধ্যে থাকা মেয়াদ উত্তীর্ণ ইন্সুরেন্স ০১ (এক) পাতা ট্যাক্স টোকেন ০১ (এক) পাড়া, ফিটনেস সনদপত্র ০১ (এক) পাতা, রোড পারমিট ০১ (এক) পাতা, পিকআপ স্মার্ট রেজিস্টেশন সনদ।

ড্রাইভিং লাইসেন্স ০১ (এক) টি এবং সুমন আহমেদের পরিহিত লুঙ্গির কোচ হতে ০১ (এক) টি পুরাতন নল কলচে রংয়ের Redmi 7 মডেলের এ্যান্ড্রয়েড মোবাইল ফোন যার IMEI- (i) 862626048087224, (ii) 862626049587222 যাতে সিম নং ০১৮৩৮-২১৫৬৯৬ এবং ০১৮৭৩-৮৩৯৯৯১ (সংযুক্ত) ও ধৃত ২নং আসামী রাসেল (২৩) এর পরিহিত জিন্সের প্যান্টের ডান পকেটে থাকা ০১ (এক) টি সাদা রংয়ের SYMPHONY L136 মডেলের বাটন মোবাইল ফোন যার IMEI-(i) 351814191613966, (ii) 351814191613974 যাতে সিম নং ০১৯৬৭- ৭০৭০৫৯ সংযুক্ত এবং বাম পকেটে থাকা মাদক জন্ম-বিক্রয়ের নগদ ৭০০০/- (সাত হাজার) টাকা উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে তারা মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে নিজ দখলে রেখে দীর্ঘদিন যাবৎ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর অন্তরালে বহন করে রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে বলে স্বীকার করেন। ধৃত আসামীদ্বয় পরস্পর যোগসাজসে পিকাআপ গাড়ীতে করে মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ)/৩৮/৪১ ধারায় অপরাধ করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অত্র এজাহার দায়ের করা হয়

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সকলে একসাথে ঐক্যবদ্ধ হয়ে এদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব: ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি

২৯৬ বোতল ফেনসিডিলসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

আপডেট সময় ০৮:১৫:৫২ অপরাহ্ন, শনিবার, ১৫ অক্টোবর ২০২২

রংপুরের মিঠাপুকুর উপজেলায় গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে ২৯৬ বোতল ফেনসিডিল সহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে রের্পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) এ সময় তাদের কাছ থেকে নগদ অর্থ, মোবাইল ও একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।

শনিবার উপজেলার দুর্গাপুর ইউনিয়নের কাশিপুর এলাকার ব্রাক অফিসের সামনে মিঠাপুকুর টু শঠিবাড়ীগামী ঢাকা-রংপুর মহাসড়কের পাকা রাস্তার উপর চেকপোষ্ট করা কালীন ভোর ৪ ঘটিকায় চেকপোষ্টের নিকটে ০১ (এক) টি পিকআপ ঢাকা-মেট্রো-ন-১৫-০৬২০ আসলে উক্ত পরিবহনটি সংকেত দিলে আসামীর পিকআপটি থামাইয়া দৌড়াইয়া পালানোর চেষ্টকালে তাদেরকে আটক করা হয়।

মামলার এজাহার থেকে জানা যায়- আটককৃতরা হলেন ঢাকার সাভার ভাকুরতা এলাকার চুনারচর গ্রামের মৃত মাইন উদ্দিনের ছেলে সুমন আহমেদ (২৯) (পিকআপ চালক), কেরানীগঞ্জ আটিবাজার এলাকার মন্টু মিয়ার ছেলে রাসেল (২৩) মিয়াকে আটক করা হয় ।এসময় তাদের কাছ থেকে ২৯৬ (দুইশত ছিয়ানব্বই) বোতল PHENSEDYL, ০১ (এক) টি পিকআপ চাবিসহ সচল, ০২ (দুই) টি মোবাইল, ০৩ (তিন) টি সিমকার্ড এবং নগদ ৭০০০/- (সাত হাজার) টাকা উদ্ধার করা হয়।

্যাব-১৩, রংপুর টহল অপারেশন সিসি নং-৬০৪/২০২২ মূলে জানা যায়-পিকআপের কেবিনের ভিতর লুকানো অবস্থায় ও তাদের নিজ হাতে বের করে দেওয়ামতে একটি চটের বস্তার ভেতর ১৬৬ (একশত ছেষটি) বোতল এবং অপর একটি প্লাস্টিকের সাদা বস্তার ভিতর ১৩০ (একশত ত্রিশ) বোতল সহ সর্বমোট ২৯৬ (দুইশত ছিয়ানব্বই) বোতল PHENSEDYL উদ্ধার করা হয়। প্রসঙ্গ প্রতিটি বোতলের ওজন ১০০ মিঃ লিঃ করে সর্বমোট ওজন (১০০×২৯৬) = ২৯,৬০০ মিলিলিটার বা ২৯.৬ (ঊনত্রিশ দশমিক ছয়) লিটার। প্রতিটি বোতলের আনুমানিক মূল্য ১২০০/- (এক হাজার দুইশত) টাকা হিসেবে সর্বমোট মূল্য অনুমান (১২০০×২৯৬)= ৩,৫৫,২০০/- (তিন লক্ষ পঞ্চান্ন হাজার দুইশত) টাকা।প্রতিটি বোতল প্লাস্টিকের তৈরী, কর্কযুক্ত এবং মুখবন্ধ।

প্রতিটি বোতলের লেবেলের গায়ে ইংরেজীতে Chlorpheniramine Maleate & Codeine Phosphate Cough Linctus PHENSEDYL সহ আরো অন্যান্য লেখা আছে। মাদকদ্রব্য বহনের কাজে ব্যবহৃত ০১ (এক) টি চার চাকা বিশিষ্ট নীল/লুন রংয়ের ৭০০ সিসির ২০১৬ মডেলের টাটা পিকআপ (সিংগেল কেবিন)। যার রেজিঃ নাম্বার-ঢাকা-মেট্রো-ন-১৫-০৬২০, চেসিস নং-MAT445235GZR33808 ইঞ্জিন নং- 275IDI05JTYS99247 ০১ (এক) টি চাবির রিং যাতে গাড়ির চাবিসহ ০৮ (আট) টি বিভিন্ন চাবি উক্ত পিকআপের মধ্যে থাকা মেয়াদ উত্তীর্ণ ইন্সুরেন্স ০১ (এক) পাতা ট্যাক্স টোকেন ০১ (এক) পাড়া, ফিটনেস সনদপত্র ০১ (এক) পাতা, রোড পারমিট ০১ (এক) পাতা, পিকআপ স্মার্ট রেজিস্টেশন সনদ।

ড্রাইভিং লাইসেন্স ০১ (এক) টি এবং সুমন আহমেদের পরিহিত লুঙ্গির কোচ হতে ০১ (এক) টি পুরাতন নল কলচে রংয়ের Redmi 7 মডেলের এ্যান্ড্রয়েড মোবাইল ফোন যার IMEI- (i) 862626048087224, (ii) 862626049587222 যাতে সিম নং ০১৮৩৮-২১৫৬৯৬ এবং ০১৮৭৩-৮৩৯৯৯১ (সংযুক্ত) ও ধৃত ২নং আসামী রাসেল (২৩) এর পরিহিত জিন্সের প্যান্টের ডান পকেটে থাকা ০১ (এক) টি সাদা রংয়ের SYMPHONY L136 মডেলের বাটন মোবাইল ফোন যার IMEI-(i) 351814191613966, (ii) 351814191613974 যাতে সিম নং ০১৯৬৭- ৭০৭০৫৯ সংযুক্ত এবং বাম পকেটে থাকা মাদক জন্ম-বিক্রয়ের নগদ ৭০০০/- (সাত হাজার) টাকা উদ্ধার করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে তারা মাদকদ্রব্য ফেন্সিডিল অবৈধভাবে নিজ দখলে রেখে দীর্ঘদিন যাবৎ আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর অন্তরালে বহন করে রংপুরসহ দেশের বিভিন্ন এলাকায় বিক্রয় করে আসছে বলে স্বীকার করেন। ধৃত আসামীদ্বয় পরস্পর যোগসাজসে পিকাআপ গাড়ীতে করে মাদকদ্রব্য ফেন্সিডিল বিক্রয়ের উদ্দেশ্যে নিজ দখলে রেখে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ২০১৮ এর ৩৬(১) সারণির ১৪(গ)/৩৮/৪১ ধারায় অপরাধ করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য অত্র এজাহার দায়ের করা হয়