ঢাকা ১০:০৪ অপরাহ্ন, রবিবার, ২২ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ

মুনমুন আবিরের ‘রাগী’র শুভমুক্তি

পূর্ণাঙ্গ স্যোসাল এ্যাকশন নির্ভর পূর্ণদৈঘ্য চলচ্চিত্র ‘রাগী’। রাগী ছবির মাধ্যমে নায়িকা থেকে খলনায়িকা হয়েছেন নায়িকা মুনমুন। তিনি একজন রাগী/প্রতিবাদী নারীর চরিত্রে অভিনয় করেছেন।

গল্পে আর একজন রাগী মানুষের চরিত্র রূপায়ন করেছেন আবির চৌধুরী (পারভেজ)। রাগী ছবিটি ১৪ অক্টোবর শুক্রবার সারাদেশ ব্যাপী শুভমুক্তি পাচ্ছে। নায়িকা মুনমুন ভক্তদের জন্য সুখবর, রাগী ছবির মাধ্যমে দীর্ঘ বিরতির পর মুনমুন খল অভিনেত্রী হিসেবে আবার সিনেমাহলে ফিরে এসেছেন।

রাগী ছবির গল্প, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন তরুন পরিচালক মিজানুর রহমান মিজান। ছবির দৃশ্য ধারন করেছেন মনিরুজ্জামান মনির, ফাইট দৃশ্য পরিচালনায়-আরমান, কামাল মাহমুদ ও দেলোয়ার হোসেন দিলু। ছবিতে রোমান্টিক ২টি গান রয়েছে। গানের কথা লিখেছেন-রবিউল ইসলাম জীবন ও জিয়া উদ্দিন আলম, গানের কন্ঠশিল্পী ইমরান ও কনা।

ছবিটির সম্পাদক-এ রহিম, স্থিরচিত্রে-শাহ সুলতান। মারদাঙ্গা হিরো আবির বলেনঃ ঢালিউডের অল্লু অর্জুনের সামঞ্জস্যতা প্রাপ্তির তুল্যতা আমাকেও পুলকিত করেছে। হয়তো আমাকে তেমনটা লাগছে, সবসময় আমি বিশ্বাস করি সত্তার নিজের তুলনা নিজেই। ছবির স্টাইল এবং চরিত্র গুলির কিছু মিল থাকতে পারে।

তবে আমি দেশের এ্যাকশন নির্ভর ছবিতে অভিনয়ের মাধ্যমে নতুন ধারা সৃষ্টি করতে চাই। রাগী ছবির প্রযোজক-জাকিয়া খাতুন জয়া। প্রযোজনা প্রতিষ্ঠান-আস্থা কথাচিত্র।

জাজ মাল্টিমিডিয়া পরিবেশিত প্রায় ৩০ টি সিনেমা হলে রাগী ছবি প্রদর্শনী হবে। অভিনয়াংশেঃ আবির চৌধুরী, মুনমুন, আচঁল আঁখী, মৌমিতা মৌ, শতাব্দী ওয়াদুত, কাজী হায়াৎ, মারুফ আকিব, রোমিও, খালেদা আক্তার, শাকিল আহমেদ, অন্তরা জামান, ববি, জিয়া, তালুকদার, লায়ন প্রমূখ। ছবিঃ শাহ সুলতান ও মিন্টু।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুনমুন আবিরের ‘রাগী’র শুভমুক্তি

আপডেট সময় ০২:৫৯:১৭ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অক্টোবর ২০২২

পূর্ণাঙ্গ স্যোসাল এ্যাকশন নির্ভর পূর্ণদৈঘ্য চলচ্চিত্র ‘রাগী’। রাগী ছবির মাধ্যমে নায়িকা থেকে খলনায়িকা হয়েছেন নায়িকা মুনমুন। তিনি একজন রাগী/প্রতিবাদী নারীর চরিত্রে অভিনয় করেছেন।

গল্পে আর একজন রাগী মানুষের চরিত্র রূপায়ন করেছেন আবির চৌধুরী (পারভেজ)। রাগী ছবিটি ১৪ অক্টোবর শুক্রবার সারাদেশ ব্যাপী শুভমুক্তি পাচ্ছে। নায়িকা মুনমুন ভক্তদের জন্য সুখবর, রাগী ছবির মাধ্যমে দীর্ঘ বিরতির পর মুনমুন খল অভিনেত্রী হিসেবে আবার সিনেমাহলে ফিরে এসেছেন।

রাগী ছবির গল্প, সংলাপ, চিত্রনাট্য ও পরিচালনায় রয়েছেন তরুন পরিচালক মিজানুর রহমান মিজান। ছবির দৃশ্য ধারন করেছেন মনিরুজ্জামান মনির, ফাইট দৃশ্য পরিচালনায়-আরমান, কামাল মাহমুদ ও দেলোয়ার হোসেন দিলু। ছবিতে রোমান্টিক ২টি গান রয়েছে। গানের কথা লিখেছেন-রবিউল ইসলাম জীবন ও জিয়া উদ্দিন আলম, গানের কন্ঠশিল্পী ইমরান ও কনা।

ছবিটির সম্পাদক-এ রহিম, স্থিরচিত্রে-শাহ সুলতান। মারদাঙ্গা হিরো আবির বলেনঃ ঢালিউডের অল্লু অর্জুনের সামঞ্জস্যতা প্রাপ্তির তুল্যতা আমাকেও পুলকিত করেছে। হয়তো আমাকে তেমনটা লাগছে, সবসময় আমি বিশ্বাস করি সত্তার নিজের তুলনা নিজেই। ছবির স্টাইল এবং চরিত্র গুলির কিছু মিল থাকতে পারে।

তবে আমি দেশের এ্যাকশন নির্ভর ছবিতে অভিনয়ের মাধ্যমে নতুন ধারা সৃষ্টি করতে চাই। রাগী ছবির প্রযোজক-জাকিয়া খাতুন জয়া। প্রযোজনা প্রতিষ্ঠান-আস্থা কথাচিত্র।

জাজ মাল্টিমিডিয়া পরিবেশিত প্রায় ৩০ টি সিনেমা হলে রাগী ছবি প্রদর্শনী হবে। অভিনয়াংশেঃ আবির চৌধুরী, মুনমুন, আচঁল আঁখী, মৌমিতা মৌ, শতাব্দী ওয়াদুত, কাজী হায়াৎ, মারুফ আকিব, রোমিও, খালেদা আক্তার, শাকিল আহমেদ, অন্তরা জামান, ববি, জিয়া, তালুকদার, লায়ন প্রমূখ। ছবিঃ শাহ সুলতান ও মিন্টু।