ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২০ সেপ্টেম্বর ২০২৪, ৫ আশ্বিন ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
পিলখানা হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ আখ্যায়িত করার দাবি বাকেরগঞ্জের বিরঙ্গল দারুসুন্নাত নেছারিয়া দাখিল মাদ্রাসাটির বিভিন্ন অনিয়ম রয়েছে গোপালগঞ্জের সোহাগ একসঙ্গে দুই সরকারি চাকরি করেন বেরোবিতে স্বৈরাচারী দোসর ও শিক্ষার্থীদের উপর হামলার ষড়যন্ত্রকারী এখনো ধরাছোঁয়ার বাইরে চাঁপাইনবাবগঞ্জে বিদ্যালয়ের নাম পরিবর্তনের প্রতিবাদে মানববন্ধন বিটিভির সংবাদ বেসরকারি টেলিভিশনে সম্প্রচারের প্রয়োজন নেই : নাহিদ শুক্রবারও চলবে মেট্রোরেল চাঁপাইনবাবগঞ্জ র‍্যাব ক্যাম্পের অভিযানে দু’কোটি টাকার হেরোইন উদ্ধার, আটক-১ অতিরিক্ত বৃষ্টিপাত হলেই ভাসতে থাকে প্রথম শ্রেণীর জাজিরা পৌরসভা। চট্টগ্রামে সাবেক সাংসদ বাদলের কবরে ভাঙচুর-অগ্নিসংযোগ

গোয়াইনঘাটে অবৈধ যানবাহন অতিরিক্ত ভাড়া, যত্রতত্র ষ্টেশন

গোয়াইনঘাটে রাস্তা ভাঙ্গার অজুহাতে যানবাহন ভাড়া বাড়ে,রাস্তা ভালো হলে ভাড়া আর কমে না।যাত্রীরা জিম্মী,শিক্ষার্থীরা উদ্বিগ্ন। যত্রতত্র ষ্টেশন প্রয়োজন কর্তৃপক্ষের হস্তক্ষেপ। গোয়াইনঘাটের বিভিন্ন সড়কে অবৈধ যানবাহন অদক্ষ চালক দিয়ে যাত্রী পরিবহনে দীর্ঘদিন থেকে আদায় হচ্ছে অতিরিক্ত ভাড়া,যাত্রীরা জিম্মী, শিক্ষার্থীদের প্রতিদিনের অধ্যয়ন গ্রহন হচ্ছে বাধাগ্রস্ত।

যানবাহনের নিদৃষ্ট ষ্টেশন থাকা সত্বেও উপজেলা সদরে বিভিন্ন প্রশাসনিক অফিসের সামনে দেড় থেকে দু’শ মিটারের মধ্যে একাধীক অবৈধ অটোবাইক ষ্টেশন গড়ে তুলা হয়েছে ফলে বাজারে আসা লোজজনের যাতায়াতেএবং অফিস আদালতে সেবা গ্রহনে বিড়ম্বনায় পড়তে হয় জনসাধারনের।

সাবরেজিস্টার অফিস সহকারী কমিশনারভূমি,ইউনিয়ন ভূমি অফিসের সামনে অটোবাইকের দীর্ঘ লাইন থাকায় সেবা গ্রনহকারী নারী পুরুষ প্রতিদিনই বিরক্তিকর অবস্হায় পড়তে হয়,বাজার ও প্রশাসনিক সড়কে সৃষ্টি হয় যানজটের।গুরুত্বপূর্ণ কাজে প্রশাসন, পুলিশের গাড়ি চলাচলে বিঘ্ন ঘটলেও নেয়া হচ্ছেনা কোন ব্যবস্হা। অবৈধ যানবাহন অদক্ষ শিশু চালক দিয়ে অতিরিক্ত যাত্রী পরিবহন হলেও পড়ছেনা সংশ্লিষ্টদের নজরে,বাড়ছে ঝুকি দূর্ঘটনা।

গোয়াইনঘাটের পিরিজপুর সোনারহাট, রাধানগর গোয়াইনঘাট, গোয়াইনঘাট হাদারপার রাস্তায় পূর্বের চেয়ে ৩ /৪গুন বেশী ভাড়া আদায় হচ্ছে।গোয়াইনঘাট থেকে হাদারপার ৬০টাকা,আহারকান্দি,৩০ মাতুরতল,৪০ রাধানগর মাত্র ৬ কিঃ মিঃ রাস্তায় সিএনজি ভাড়া দিতে হচ্চে ৩০টাকা।রাস্তা ভাংগার অজুহাতে বাড়া বাড়ানো হলেও মেরামতের পরও বর্ধিত ভাড়া আদায় হচ্ছে। অটোবাইক অবৈধ হলেও গোয়াইনঘাটের প্রশাসনিক অফিসের সামনা,সড়ক,বাজারজুড়ে রয়েছে ষ্টেশন।

ঐ সকল যানবাহনে ৮জন যাত্রী ছাড়া গন্তব্যে ছুটেনা যেখানে ৪জন কোনমতে বসা যায়।আদায় হয় তাদের ইচ্চেমত ভাড়া।এলাকার শিক্ষার্থীরা যথাসময়ে স্কুলকলেজে যেতে হলে ৮জন যাত্রীর অপক্ষায় ক্লাশের সময় পার করতে হয়। মুক্তি যোদ্ধা সিরাজ উদ্দিন,ছাতার গ্রামের আঃ ছালাম বলেন অটোবাইকে এখন রাস্তা ভাল হওয়ার পরও অতিরিক্ত ভাড়া আদায় করছে, রয়েছে জীবনের ঝকিও,এ ছাড়া প্রতিদিন শিক্ষা প্রতিষ্টানে শিক্ষার্থী আসা যাওয়ার ব্যয় মেটানো কষ্টকর হচ্ছে।

যাত্রীরা বলেন অটো বাইকে ৮ জন যাত্রী বসা যায়না,সেখানে স্কুল কলেজের মহিলা শিক্ষার্থীরা বিব্রতকর আবস্হায় পড়তে হয়।মিশুক নিয়ে ২জন যাত্রী যাতায়াত করার কথা থাকলেও ৫ জনের ভাড়া দিতে হয়। গোয়াইনঘাটে যাতায়াতে যাত্রীসাধারণ অবৈধ চালক,যানবাহনের জিম্মীদশায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরব রয়েছে। এলাকাবাসী যাত্রীসাধারনের প্রত্যাশা যানবাহনে ঝুকি, অতিরিক্ত ভাড়া থেকে পরিত্রানের ব্যবস্হাগ্রহনে কতৃপক্ষ আন্তরিক হবেন।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

পিলখানা হত্যাকাণ্ডকে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ আখ্যায়িত করার দাবি

গোয়াইনঘাটে অবৈধ যানবাহন অতিরিক্ত ভাড়া, যত্রতত্র ষ্টেশন

আপডেট সময় ০৯:৩৬:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৩

গোয়াইনঘাটে রাস্তা ভাঙ্গার অজুহাতে যানবাহন ভাড়া বাড়ে,রাস্তা ভালো হলে ভাড়া আর কমে না।যাত্রীরা জিম্মী,শিক্ষার্থীরা উদ্বিগ্ন। যত্রতত্র ষ্টেশন প্রয়োজন কর্তৃপক্ষের হস্তক্ষেপ। গোয়াইনঘাটের বিভিন্ন সড়কে অবৈধ যানবাহন অদক্ষ চালক দিয়ে যাত্রী পরিবহনে দীর্ঘদিন থেকে আদায় হচ্ছে অতিরিক্ত ভাড়া,যাত্রীরা জিম্মী, শিক্ষার্থীদের প্রতিদিনের অধ্যয়ন গ্রহন হচ্ছে বাধাগ্রস্ত।

যানবাহনের নিদৃষ্ট ষ্টেশন থাকা সত্বেও উপজেলা সদরে বিভিন্ন প্রশাসনিক অফিসের সামনে দেড় থেকে দু’শ মিটারের মধ্যে একাধীক অবৈধ অটোবাইক ষ্টেশন গড়ে তুলা হয়েছে ফলে বাজারে আসা লোজজনের যাতায়াতেএবং অফিস আদালতে সেবা গ্রহনে বিড়ম্বনায় পড়তে হয় জনসাধারনের।

সাবরেজিস্টার অফিস সহকারী কমিশনারভূমি,ইউনিয়ন ভূমি অফিসের সামনে অটোবাইকের দীর্ঘ লাইন থাকায় সেবা গ্রনহকারী নারী পুরুষ প্রতিদিনই বিরক্তিকর অবস্হায় পড়তে হয়,বাজার ও প্রশাসনিক সড়কে সৃষ্টি হয় যানজটের।গুরুত্বপূর্ণ কাজে প্রশাসন, পুলিশের গাড়ি চলাচলে বিঘ্ন ঘটলেও নেয়া হচ্ছেনা কোন ব্যবস্হা। অবৈধ যানবাহন অদক্ষ শিশু চালক দিয়ে অতিরিক্ত যাত্রী পরিবহন হলেও পড়ছেনা সংশ্লিষ্টদের নজরে,বাড়ছে ঝুকি দূর্ঘটনা।

গোয়াইনঘাটের পিরিজপুর সোনারহাট, রাধানগর গোয়াইনঘাট, গোয়াইনঘাট হাদারপার রাস্তায় পূর্বের চেয়ে ৩ /৪গুন বেশী ভাড়া আদায় হচ্ছে।গোয়াইনঘাট থেকে হাদারপার ৬০টাকা,আহারকান্দি,৩০ মাতুরতল,৪০ রাধানগর মাত্র ৬ কিঃ মিঃ রাস্তায় সিএনজি ভাড়া দিতে হচ্চে ৩০টাকা।রাস্তা ভাংগার অজুহাতে বাড়া বাড়ানো হলেও মেরামতের পরও বর্ধিত ভাড়া আদায় হচ্ছে। অটোবাইক অবৈধ হলেও গোয়াইনঘাটের প্রশাসনিক অফিসের সামনা,সড়ক,বাজারজুড়ে রয়েছে ষ্টেশন।

ঐ সকল যানবাহনে ৮জন যাত্রী ছাড়া গন্তব্যে ছুটেনা যেখানে ৪জন কোনমতে বসা যায়।আদায় হয় তাদের ইচ্চেমত ভাড়া।এলাকার শিক্ষার্থীরা যথাসময়ে স্কুলকলেজে যেতে হলে ৮জন যাত্রীর অপক্ষায় ক্লাশের সময় পার করতে হয়। মুক্তি যোদ্ধা সিরাজ উদ্দিন,ছাতার গ্রামের আঃ ছালাম বলেন অটোবাইকে এখন রাস্তা ভাল হওয়ার পরও অতিরিক্ত ভাড়া আদায় করছে, রয়েছে জীবনের ঝকিও,এ ছাড়া প্রতিদিন শিক্ষা প্রতিষ্টানে শিক্ষার্থী আসা যাওয়ার ব্যয় মেটানো কষ্টকর হচ্ছে।

যাত্রীরা বলেন অটো বাইকে ৮ জন যাত্রী বসা যায়না,সেখানে স্কুল কলেজের মহিলা শিক্ষার্থীরা বিব্রতকর আবস্হায় পড়তে হয়।মিশুক নিয়ে ২জন যাত্রী যাতায়াত করার কথা থাকলেও ৫ জনের ভাড়া দিতে হয়। গোয়াইনঘাটে যাতায়াতে যাত্রীসাধারণ অবৈধ চালক,যানবাহনের জিম্মীদশায় থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিরব রয়েছে। এলাকাবাসী যাত্রীসাধারনের প্রত্যাশা যানবাহনে ঝুকি, অতিরিক্ত ভাড়া থেকে পরিত্রানের ব্যবস্হাগ্রহনে কতৃপক্ষ আন্তরিক হবেন।