ঢাকা ০৪:১৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪, ৯ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ

শাম্মি হত্যা মামলার প্রধান আসামী খুনি মোঃ জাহাঙ্গীর আদাবরে গ্রেফতার

রাজধানীর আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার আলোচিত শাম্মি হত্যা মামলার প্রধান আসামী খুনি মোঃ জাহাঙ্গীর আলম (৩২)’কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ বুধবার বিকেল পৌনে ৫ টায় র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো: মাজহারুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায়, মৃত ভিকটিম শাম্মি বেগম এর সাথে গ্রেফতারকৃত আসামী মোঃ জাহাঙ্গীর আলম এর প্রায় ১০ বছর পূর্বে ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ হয়। সংসার জীবনে তাদের ২ টি ছেলে সন্তান রয়েছে। মাঝেমধ্যেই গ্রেফতারকৃত আসামী এবং তার পরিবারের সদস্যরা পারিবারিক বিষয়াদি নিয়ে শাম্মি বেগমকে শারীরিক ও মানষিক ভাবে নির্যাতন করত। শাম্মি বেগম তার ২ সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আসামী জাহাঙ্গীর আলম সাথে অতিকষ্টে জীবন যাপন করত।

র‌্যাব বলছে, গত ২১ সেপ্টেম্বর ২০২২ বিকেলে আসামী মোঃ জাহাঙ্গীর আলম ও তার পরিবারের অন্যান্য সদস্যরা একই উদ্দেশ্যে পূর্ব পরিকল্পনা মতে গলা টিপে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। ঘটনার পর একই দিন সন্ধ্যায় গ্রেফতারকৃত আসামীর ভাতিজা তার ব্যবহৃত মোবাইল থেকে মৃত শাম্মি বেগমের ছোট ভাইয়ের মোবাইলে কল দিয়ে তার মৃত্যুর বিষয়টি জানায়।

এরপর মৃত শাম্মি বেগমের বাড়ি হতে তার বাবা-মা, ভাই ও পরিবারের অন্যান্য লোকজন আসামীর বাড়িতে উপস্থিত হলে তারা আসামীর বাড়ীর ভিতর আঙ্গিনায় শাম্মি বেগমের মৃত দেহ দেখতে পায়।

পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় গ্রেফতারকৃত আসামী মোঃ জাহাঙ্গীর আলম সহ মোট ৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা করেন।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী শাম্মি বেগমের হত্যা মামলার সাথে সরাসরি জড়িত বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে র‌্যাবের এ কর্মকর্তা।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

শাম্মি হত্যা মামলার প্রধান আসামী খুনি মোঃ জাহাঙ্গীর আদাবরে গ্রেফতার

আপডেট সময় ০৫:২৮:২৭ অপরাহ্ন, বুধবার, ১ ফেব্রুয়ারী ২০২৩

রাজধানীর আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানার আলোচিত শাম্মি হত্যা মামলার প্রধান আসামী খুনি মোঃ জাহাঙ্গীর আলম (৩২)’কে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

আজ বুধবার বিকেল পৌনে ৫ টায় র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার (এএসপি) মো: মাজহারুল ইসলাম এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৪ এর একটি আজ বুধবার সকাল সাড়ে ১০ টায় রাজধানীর আদাবর থানা এলাকায় অভিযান চালিয়ে জাহাঙ্গীর আলম’কে গ্রেফতার করতে সক্ষম হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও ঘটনার বিবরণে জানা যায়, মৃত ভিকটিম শাম্মি বেগম এর সাথে গ্রেফতারকৃত আসামী মোঃ জাহাঙ্গীর আলম এর প্রায় ১০ বছর পূর্বে ইসলামী শরীয়ত মোতাবেক বিবাহ হয়। সংসার জীবনে তাদের ২ টি ছেলে সন্তান রয়েছে। মাঝেমধ্যেই গ্রেফতারকৃত আসামী এবং তার পরিবারের সদস্যরা পারিবারিক বিষয়াদি নিয়ে শাম্মি বেগমকে শারীরিক ও মানষিক ভাবে নির্যাতন করত। শাম্মি বেগম তার ২ সন্তানের ভবিষ্যতের কথা চিন্তা করে আসামী জাহাঙ্গীর আলম সাথে অতিকষ্টে জীবন যাপন করত।

র‌্যাব বলছে, গত ২১ সেপ্টেম্বর ২০২২ বিকেলে আসামী মোঃ জাহাঙ্গীর আলম ও তার পরিবারের অন্যান্য সদস্যরা একই উদ্দেশ্যে পূর্ব পরিকল্পনা মতে গলা টিপে ধরে শ্বাসরুদ্ধ করে হত্যা করে। ঘটনার পর একই দিন সন্ধ্যায় গ্রেফতারকৃত আসামীর ভাতিজা তার ব্যবহৃত মোবাইল থেকে মৃত শাম্মি বেগমের ছোট ভাইয়ের মোবাইলে কল দিয়ে তার মৃত্যুর বিষয়টি জানায়।

এরপর মৃত শাম্মি বেগমের বাড়ি হতে তার বাবা-মা, ভাই ও পরিবারের অন্যান্য লোকজন আসামীর বাড়িতে উপস্থিত হলে তারা আসামীর বাড়ীর ভিতর আঙ্গিনায় শাম্মি বেগমের মৃত দেহ দেখতে পায়।

পরবর্তীতে ভিকটিমের পিতা বাদী হয়ে গাইবান্ধা জেলার পলাশবাড়ী থানায় গ্রেফতারকৃত আসামী মোঃ জাহাঙ্গীর আলম সহ মোট ৫ জনকে আসামী করে একটি হত্যা মামলা করেন।

র‌্যাবের জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী শাম্মি বেগমের হত্যা মামলার সাথে সরাসরি জড়িত বলে স্বীকার করেছে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন আছে বলে জানিয়েছে র‌্যাবের এ কর্মকর্তা।