প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার উদ্বোধন করেছেন বহুল প্রতীক্ষিত মেট্রোরেল। এমআরটি-৬ লাইনের দিয়াবাড়ি থেকে আগারগাঁও অংশ পর্যন্ত আজ থেকে ট্রেন চলাচল শুরু হয়েছে। আজ প্রধানমন্ত্রীও তার সহযাত্রীরা মেট্রোরেলে চড়েছেন। আগামীকাল সকাল থেকে সাধারণ যাত্রীরা মেট্রোরেলে চড়তে পারবেন।
বুধবার (২৮ ডিসেম্বর) বেলা ১১টা ৫ মিনিটে উত্তরা ১৫ নম্বর সেক্টরের সি-১ ব্লকের খেলার মাঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফলক উন্মোচন করে মেট্রোরেলের উদ্বোধন করেন।
এরপর দুপুর ২টায় আনুষ্ঠানিকভাবে প্রথম যাত্রা শুরু করে স্বপ্নের মেট্রোরেল। আর এর প্রথম যাত্রী হিসেবে ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম টিকিট কেটে মেট্রোরেলে ওঠেন শেখ হাসিনা। এ সময় প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানাও তার সঙ্গে ছিলেন। আর এই ট্রেনের চালক হিসেবে আছেন মরিয়ম আফিজা নামে এক নারী।
মুক্তিযোদ্ধা, প্রাথমিক শিক্ষাথী, নৃগোষ্ঠী, কূটনীতিক, মন্ত্রীসহ আমন্ত্রিত ২০০ জন প্রধানমন্ত্রীর সহযাত্রী হয়েছেন।
ঢাকার যানজট নিরসনে মেট্রোরেল নির্মাণের সিদ্ধান্ত নেয় সরকার। সে লক্ষ্যে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) গঠন করা হয়। এই কোম্পানির মাধ্যমে প্রথম প্রকল্প নেওয়া হয় ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট লাইন-৬। যা এমআরটি-৬ নামে পরিচিত। প্রকল্পটি উত্তরার দিয়াবাড়ি থেকে কমলাপুর পর্যন্ত বিস্তৃত। এই প্রকল্পের দৈর্ঘ্য ২১ দশমিক ২৬ কিলোমিটার। আজ উত্তরা থেকে আগারগাঁও অংশের উদ্বোধন করা হয়েছে।
এই অংশের দৈর্ঘ্য ১১ দশমিক ৭৩ কিলোমিটার। ১০ মিনিট অন্তর চলবে এই ট্রেন। উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত কোনো স্টেশনে না থেমে পৌঁছাতে সময় লাগবে ১০ মিনিট এবং স্টেশনগুলোতে থেমে থেমে পৌঁছাতে সময় লাগবে ১৭ মিনিট।
প্রাথমিক পর্যায়ে সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চলবে ট্রেন। ট্রেনে নারীদের জন্য আলাদা কোচের ব্যবস্থা রয়েছে। এছাড়া প্রতিবন্ধীদের চলাচলের জন্য স্কেলেটর, লিফটের ব্যবস্থা রাখা হয়েছে। কেউ অসুস্থ হলে সেখানে প্রাথমিক চিকিৎসাও দেওয়া হবে।