জনপ্রিয় গায়িকা নাজমুন মুনিরা ন্যানসির বড় মেয়ে মার্জিয়া বুশরা রোদেলা। মায়ের মতো তিনিও পা রেখেছেন সংগীতাঙ্গনে। শুরুটা করেছিলেন নজরুল ও রবীন্দ্রসংগীত গেয়ে। এরপর হাজির হন লাকী আখন্দের বিখ্যাত গান ‘আমায় ডেকো না’ নিয়ে। সবগুলো গানের জন্যই মেলে প্রশংসা। সবশেষ গত বছর হাবিব ওয়াহিদের সংগীতে ‘বাধাহীন মনের গল্প’ গেয়ে চমকে দেন গায়িকাকন্যা।
রোদেলা এবার নিয়ে এসেছেন নতুন মৌলিক গান ‘স্বপ্ন বিলাস’। বড়দিন উপলক্ষ্যে ২৫ ডিসেম্বরের প্রথম প্রহরে ইউটিউবে ন্যান্সির প্রোডাকশন হাউজ এন প্রোডাকশন চ্যানেলে গানটি উন্মুক্ত করা হয়েছে। পপ-রক ধরানার গানটি সম্পন্ন করতে অনেকটা সময় লেগেছে। এটির কথা, সুর ও সংগীতায়োজন করেছেন সেতু চৌধুরী।
গানটি প্রসঙ্গে রোদেলা বলেন, ‘শ্রদ্ধেয় সেতু চৌধুরী অনেক যত্ন নিয়ে আমার জন্য গানটি তৈরি করেছেন। আমিও চেষ্টা করেছি নিজের সর্বোচ্চটা দিয়ে গাওয়ার। আমরা দুজনেই কাজটি খুব উপভোগ করেছি। আশা করি শ্রোতারাও পছন্দ করবেন।’
মেয়ের এই গান সম্পর্কে মা ন্যানসি বলেন, ‘আগের দুটি মৌলিক গানে রোদেলার কণ্ঠ অপরিণত ছিল। ও এখনো বেড়ে উঠছে। এ সময় বিভিন্ন ধাপে কণ্ঠে পরিবর্তন আসবে। আমার মেয়ে বলে বলছি না। এখনই ওর গানের কণ্ঠ ভীষণ ভালো। এ গানেও অনেক ভালো করেছে। শ্রোতারা শুনলেই বুঝতে পারবেন।’