ঢাকা ১১:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০২৪, ১২ পৌষ ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::

পর্দায় মা আর বাস্তবে বাবার জন্য কাঁদছেন চঞ্চল

ক্যারিয়ারে প্রাপ্তির জোয়ার লেগে আছে। একের পর এক প্রজেক্ট সাফল্য পাচ্ছে, ক্রমশ ছাড়িয়ে যাচ্ছেন নিজেকেই। ‘হাওয়া’ দিয়ে ঝড় তোলার পর চমকে দিয়েছেন ওয়েব সিরিজ ‘কারাগার’-এ। কিছুদিন আগেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে পেয়েছেন বিশেষ সম্মান। এর মধ্যে আবার মুক্তি পেলো ‘কারাগার’র দ্বিতীয় পর্ব।

সবমিলিয়ে পেশাগত জীবনে দুর্দান্ত সময় পার করছেন চঞ্চল চৌধুরী। এই বর্ণিল সময়ে তার উচ্ছ্বসিত, ফুরফুরে থাকার কথা। কিন্তু সেই অবকাশ মিলছে না। কারণ তার বাবা রাধা গোবিন্দ চৌধুরী হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

চঞ্চল জানালেন, গত ১২ দিন ধরেই তার বাবা গ্রিন রোডের একটি হাসপাতালে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অচেতন অবস্থায় রয়েছেন। এমন সময়ে কোনও আনন্দই তাকে ছুঁতে পারছে না সেভাবে। তাই প্রতিনিয়ত বাবার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনায় কাটছে তার দিন।

বিষয়টি নিয়ে শনিবার (২৪ ডিসেম্বর) এ অভিনেতা বলেন, ‘বাবা স্ট্রোক করেছেন। এর মধ্যে আবার ব্রেন হেমারেজ হয়েছে। পুরোপুরি অচেতন অবস্থায় আছেন। লাইফ সাপোর্টে রাখা হয়েছে। অপেক্ষার প্রহর গুনছি আর প্রার্থনা করছি।’

শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে চঞ্চল সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, ‘বাবা আমার শীতে খুব কাবু। আমিও বাবার মতই হয়েছি। শীত আসার অনেক আগেই বাবা শীতের কাপড় পরতে শুরু করে দেয়। বাড়িতে লেপ নামানো হয়েছে আরও এক-দেড় মাস আগে। আমার সেই বাবা আইসিইউ-র শীতল কক্ষে ১২ দিন ধরে অচেতন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।’

21

                              বাবা-মায়ের সঙ্গে চঞ্চল চৌধুরী

এর আগে গেলো ১৫ ডিসেম্বর চঞ্চল তার বাবার অসুস্থতার কথা জানান। সেদিন তার ভাষ্য ছিলো এমন, ‘কয়েকটা দিন হলো, বাবা হাসপাতালের বিছানায় অচেতন। চোখের জলে আমাদের বুক ভেসে যায়, আর প্রার্থনা করি, আমার বাবা সুস্থ হয়ে উঠুক। বাবা-মাকে হাসপাতালের বিছানায় রেখে কোনও সন্তানই ভালো থাকতে পারে না। আমিও ভালো নেই।’

বলা প্রয়োজন, পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের কামারহাট গ্রামে চঞ্চলের জন্ম। তার বাবা রাধা গোবিন্দ চৌধুরী একজন শিক্ষক। প্রসঙ্গত, চঞ্চল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত প্রজেক্ট ‘কারাগার পার্ট টু’। এটি গত ২১ ডিসেম্বর রাতেই ভারতীয় প্ল্যাটফর্ম হইচই-তে মুক্তি পেয়েছে। এই সিরিজে চঞ্চলকে এক রহস্যময় চরিত্রে দেখা গেছে। যিনি তার মাকে প্রচণ্ড ভালোবাসেন। মায়ের জন্য তার আকুতি, নীরব আর্তনাদ নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এ সিরিজে। সেই সঙ্গে আছে মুক্তিযুদ্ধের সময়কার অজানা অধ্যায় আর প্রতিশোধের মিশন।

সৈয়দ আহমেদ শাওকী নির্মিত সিরিজটিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, তাসনিয়া ফারিণ, বিজরী বরকতউল্লাহ, এফএস নাঈম, আফজাল হোসেন প্রমুখ। সিরিজটি দুই বাংলার দর্শকের সাড়া পাচ্ছে।

Tag :

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

পর্দায় মা আর বাস্তবে বাবার জন্য কাঁদছেন চঞ্চল

আপডেট সময় ০২:৩৮:৪৪ অপরাহ্ন, শনিবার, ২৪ ডিসেম্বর ২০২২

ক্যারিয়ারে প্রাপ্তির জোয়ার লেগে আছে। একের পর এক প্রজেক্ট সাফল্য পাচ্ছে, ক্রমশ ছাড়িয়ে যাচ্ছেন নিজেকেই। ‘হাওয়া’ দিয়ে ঝড় তোলার পর চমকে দিয়েছেন ওয়েব সিরিজ ‘কারাগার’-এ। কিছুদিন আগেই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের উদ্বোধনে পেয়েছেন বিশেষ সম্মান। এর মধ্যে আবার মুক্তি পেলো ‘কারাগার’র দ্বিতীয় পর্ব।

সবমিলিয়ে পেশাগত জীবনে দুর্দান্ত সময় পার করছেন চঞ্চল চৌধুরী। এই বর্ণিল সময়ে তার উচ্ছ্বসিত, ফুরফুরে থাকার কথা। কিন্তু সেই অবকাশ মিলছে না। কারণ তার বাবা রাধা গোবিন্দ চৌধুরী হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন।

চঞ্চল জানালেন, গত ১২ দিন ধরেই তার বাবা গ্রিন রোডের একটি হাসপাতালে হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) অচেতন অবস্থায় রয়েছেন। এমন সময়ে কোনও আনন্দই তাকে ছুঁতে পারছে না সেভাবে। তাই প্রতিনিয়ত বাবার জন্য সৃষ্টিকর্তার নিকট প্রার্থনায় কাটছে তার দিন।

বিষয়টি নিয়ে শনিবার (২৪ ডিসেম্বর) এ অভিনেতা বলেন, ‘বাবা স্ট্রোক করেছেন। এর মধ্যে আবার ব্রেন হেমারেজ হয়েছে। পুরোপুরি অচেতন অবস্থায় আছেন। লাইফ সাপোর্টে রাখা হয়েছে। অপেক্ষার প্রহর গুনছি আর প্রার্থনা করছি।’

শুক্রবার (২৩ ডিসেম্বর) রাতে চঞ্চল সোশ্যাল হ্যান্ডেলে লিখেছেন, ‘বাবা আমার শীতে খুব কাবু। আমিও বাবার মতই হয়েছি। শীত আসার অনেক আগেই বাবা শীতের কাপড় পরতে শুরু করে দেয়। বাড়িতে লেপ নামানো হয়েছে আরও এক-দেড় মাস আগে। আমার সেই বাবা আইসিইউ-র শীতল কক্ষে ১২ দিন ধরে অচেতন, মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।’

21

                              বাবা-মায়ের সঙ্গে চঞ্চল চৌধুরী

এর আগে গেলো ১৫ ডিসেম্বর চঞ্চল তার বাবার অসুস্থতার কথা জানান। সেদিন তার ভাষ্য ছিলো এমন, ‘কয়েকটা দিন হলো, বাবা হাসপাতালের বিছানায় অচেতন। চোখের জলে আমাদের বুক ভেসে যায়, আর প্রার্থনা করি, আমার বাবা সুস্থ হয়ে উঠুক। বাবা-মাকে হাসপাতালের বিছানায় রেখে কোনও সন্তানই ভালো থাকতে পারে না। আমিও ভালো নেই।’

বলা প্রয়োজন, পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের কামারহাট গ্রামে চঞ্চলের জন্ম। তার বাবা রাধা গোবিন্দ চৌধুরী একজন শিক্ষক। প্রসঙ্গত, চঞ্চল অভিনীত সর্বশেষ মুক্তিপ্রাপ্ত প্রজেক্ট ‘কারাগার পার্ট টু’। এটি গত ২১ ডিসেম্বর রাতেই ভারতীয় প্ল্যাটফর্ম হইচই-তে মুক্তি পেয়েছে। এই সিরিজে চঞ্চলকে এক রহস্যময় চরিত্রে দেখা গেছে। যিনি তার মাকে প্রচণ্ড ভালোবাসেন। মায়ের জন্য তার আকুতি, নীরব আর্তনাদ নিপুণভাবে ফুটিয়ে তোলা হয়েছে এ সিরিজে। সেই সঙ্গে আছে মুক্তিযুদ্ধের সময়কার অজানা অধ্যায় আর প্রতিশোধের মিশন।

সৈয়দ আহমেদ শাওকী নির্মিত সিরিজটিতে তিনি ছাড়াও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, তাসনিয়া ফারিণ, বিজরী বরকতউল্লাহ, এফএস নাঈম, আফজাল হোসেন প্রমুখ। সিরিজটি দুই বাংলার দর্শকের সাড়া পাচ্ছে।