বছর জুড়েই আলোচনায় ছিলেন কিয়ারা আদভানি। সিনেমাও মুক্তি পেয়েছে একের পর এক। বছর শেষে মুক্তি পেল ‘গোবিন্দ নাম মেরা’। সেই সিনেমার প্রচারে কপিল শর্মা শোতে যান তিনি। সঙ্গে ছিলেন সহঅভিনেতা ভিকি কৌশল। সেখানেই কিয়ারার রাতে তাড়াতাড়ি ঘুমাতে যাওয়ার অভ্যাস নিয়ে বেজায় রসিকতা করলেন কপিল। জানতে চাইলেন, কিসের এত তাড়া রাতে ঘুমোতে যাওয়ার!
নিয়মে বাঁধা কিয়ারার জীবন। সেটার নড়চড় একেবারেই পছন্দ নয় অভিনেত্রীর। রাতের কোনো ফিল্মি পার্টি যে কারণে এড়িয়ে যান তিনি। ১০টা বাজলেই বিছানায় যেতে হবে তাকে। কিয়ারার এ কথা শুনেই কপিল তাকে পাল্টা প্রশ্ন করে বসেন, সকালে উঠে কি আপনাকে অক্ষয় কুমারকে ঘুম থেকে তুলতে যেতে হয়? কপিলের এমন কথা শুনে হেসে ওঠেন কিয়ারাও।
গত শুক্রবারই ডিজনি প্লাস হটস্টারে মুক্তি পেয়েছে ‘গোবিন্দ নাম মেরা’। এখানে ভিকি কৌশলকে দেখা গেছে গোবিন্দর চরিত্রে। অন্য দিকে, কিয়ারাকে দেখা যাচ্ছে ভিকির প্রেমিকার চরিত্রে, স্ত্রীর চরিত্রে রয়েছেন ভূমি। মায়ানগরীতে কান পাতলেই শোনা যাচ্ছে ২০২৩ সালে সিদ্ধার্থ মালহোত্রর সঙ্গে বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন অভিনেত্রী।