ঢাকা ০৯:১৮ পূর্বাহ্ন, রবিবার, ১০ নভেম্বর ২০২৪, ২৬ কার্তিক ১৪৩১ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গণপূর্তের প্রধান প্রকৌশলীসহ ১৬ কর্মকর্তার নামে হত্যা মামলা । (প্রথম পর্ব ) তাসাউফ রিয়েল এস্টেট লিঃ এর চেয়ারম্যান শরীফ বিন আকবর খান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি চালানোর দায়ে দুটি মামলার আসামি । হত্যা,সন্ত্রাস ও ধর্ষণ যার নিত্যদিনের কাজ । গণপূর্ত অধিদপ্তরের বৃক্ষবিদ্যা প্রধানের বিরুদ্ধে কুদরত-ই খুদা’র অন্তহীন অভিযোগ । মোহাম্মদপুরের সাব-রেজিস্টার শাহিন আলমের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ । গণতন্ত্র কীভাবে রক্ষা করতে হয় তা বিএনপি জানে : টুকু নতুন কর্মসূচি দিল বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ডেঙ্গুতে আরও ৮ জনের মৃত্যু ঝিকরগাছায় যুবদল কর্মীকে কুপিয়ে হত্যা একজন বৈষম্য বিরোধী ছাত্রের আত্মকথা মৎস্যজীবী ও মৎস্য খাত চরম বৈষম্যের শিকার: উপদেষ্টা

বাবা শাকিবের প্যান্ট পরে ঘুরে বেড়াল জয়!

খুব ভালো একজন বন্ধু পেয়েছে আব্রাহাম খান জয়। বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ডের কাছে গিয়ে হিসু করে দেওয়ায় বেকায়দায় পড়ে যায় জয়। কেননা সে তো আর কোনো প্যান্ট নিয়ে যায়নি সঙ্গে।

তাহলে উপায়? উপায় একটাই, বেস্ট ফ্রেন্ডের প্যান্ট পরতে হলো। তো জয়ের সেই বেস্ট ফ্রেন্ড কে? তিনি আর কেউ নন, বাবা শাকিব খানই জয়ের এখন বেস্টফ্রেন্ড। অন্তত জয় তা-ই মনে করে। আর এসব জানালেন জয়ের মা চিত্রনায়িকা অপু বিশ্বাস।

আজ মঙ্গলবার বিকেলে আলাপকালে এমন মজার ঘটনা শেয়ার করলেন অপু বিশ্বাস। বললেন, ‘জয় তার বাবাকে বেস্ট ফ্রেন্ড বলে। পানি নিজেই ওয়াটার বোতলে খায়। ঘুরে ঘুরে পানি খেতে তার ভালো লাগে। বাবার সঙ্গে বাসায় গিয়ে বেশি পানি খাওয়ার ফলে হিসু করে দেয়। বাধ্য হয়ে বাবার প্যান্ট পরে। আর তাতেই কত আনন্দ। ঘরময় চিৎকার করে জানান দিতে থাকে আমি বাবার প্যান্ট পরেছি, বাবার প্যান্ট পরেছি। ’

সম্প্রতি নানা কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন ঢাকাই ছবির এই নায়িকা। ফলে সাম্প্রতিক সময়ে আরেক অভিনেত্রী বুবলী যে ভিডিও বার্তা প্রকাশ করেছেন সে বিষয়টিও খেয়াল করেননি তিনি। অপু বলেন, “আমি এখন এতটাই ব্যস্ত যে অন্যদিকে আমার মাথা দেওয়ার সময় নেই। শুধু ভাবছি মাথা ঠাণ্ডা রেখে আমাকে আমার কাজটাই করে যেতে হবে। আমার ‘লাল শাড়ি’ সিনেমার ৮০ ভাগ কাজ শেষ। শুটিং সম্পন্ন। এখন ডাবিং ও সম্পাদনা চলছে। ”

জানালেন আরেকটি সিনেমার কাজ শুরু করেছেন, কিন্তু সেটার নাম এখনই জানানো যাবে না। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নিষেধ করা আছে। অপু বলেন, ‘লাল শাড়ি’ সিনেমাটি নিয়ে আমি অনেক আশাবাদী। দারুণ একটি কাজ হয়েছে। এটা পুরোপুরি শেষ হলে একটু দম ফেলতে পারি। আর ব্যস্ততা রয়েছে আমার নানা কিছু নিয়েই। যেমন বিভিন্ন শোরুম উদ্বোধন বা ফিতা কাটার কাজে যেতে হয়। স্বাভাবিকভাবে এসবের পূর্বনির্ধারিত শিডিউল থাকে। বুঝতেই পারছেন।

আপনার মতামত লিখুন

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল ও অন্যান্য তথ্য সঞ্চয় করে রাখুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গণপূর্তের প্রধান প্রকৌশলীসহ ১৬ কর্মকর্তার নামে হত্যা মামলা । (প্রথম পর্ব )

বাবা শাকিবের প্যান্ট পরে ঘুরে বেড়াল জয়!

আপডেট সময় ১১:৪২:২৯ পূর্বাহ্ন, বুধবার, ৭ ডিসেম্বর ২০২২

খুব ভালো একজন বন্ধু পেয়েছে আব্রাহাম খান জয়। বেস্ট ফ্রেন্ড। বেস্ট ফ্রেন্ডের কাছে গিয়ে হিসু করে দেওয়ায় বেকায়দায় পড়ে যায় জয়। কেননা সে তো আর কোনো প্যান্ট নিয়ে যায়নি সঙ্গে।

তাহলে উপায়? উপায় একটাই, বেস্ট ফ্রেন্ডের প্যান্ট পরতে হলো। তো জয়ের সেই বেস্ট ফ্রেন্ড কে? তিনি আর কেউ নন, বাবা শাকিব খানই জয়ের এখন বেস্টফ্রেন্ড। অন্তত জয় তা-ই মনে করে। আর এসব জানালেন জয়ের মা চিত্রনায়িকা অপু বিশ্বাস।

আজ মঙ্গলবার বিকেলে আলাপকালে এমন মজার ঘটনা শেয়ার করলেন অপু বিশ্বাস। বললেন, ‘জয় তার বাবাকে বেস্ট ফ্রেন্ড বলে। পানি নিজেই ওয়াটার বোতলে খায়। ঘুরে ঘুরে পানি খেতে তার ভালো লাগে। বাবার সঙ্গে বাসায় গিয়ে বেশি পানি খাওয়ার ফলে হিসু করে দেয়। বাধ্য হয়ে বাবার প্যান্ট পরে। আর তাতেই কত আনন্দ। ঘরময় চিৎকার করে জানান দিতে থাকে আমি বাবার প্যান্ট পরেছি, বাবার প্যান্ট পরেছি। ’

সম্প্রতি নানা কাজ নিয়ে ব্যস্ত সময় পার করেছেন ঢাকাই ছবির এই নায়িকা। ফলে সাম্প্রতিক সময়ে আরেক অভিনেত্রী বুবলী যে ভিডিও বার্তা প্রকাশ করেছেন সে বিষয়টিও খেয়াল করেননি তিনি। অপু বলেন, “আমি এখন এতটাই ব্যস্ত যে অন্যদিকে আমার মাথা দেওয়ার সময় নেই। শুধু ভাবছি মাথা ঠাণ্ডা রেখে আমাকে আমার কাজটাই করে যেতে হবে। আমার ‘লাল শাড়ি’ সিনেমার ৮০ ভাগ কাজ শেষ। শুটিং সম্পন্ন। এখন ডাবিং ও সম্পাদনা চলছে। ”

জানালেন আরেকটি সিনেমার কাজ শুরু করেছেন, কিন্তু সেটার নাম এখনই জানানো যাবে না। প্রযোজনা প্রতিষ্ঠান থেকে নিষেধ করা আছে। অপু বলেন, ‘লাল শাড়ি’ সিনেমাটি নিয়ে আমি অনেক আশাবাদী। দারুণ একটি কাজ হয়েছে। এটা পুরোপুরি শেষ হলে একটু দম ফেলতে পারি। আর ব্যস্ততা রয়েছে আমার নানা কিছু নিয়েই। যেমন বিভিন্ন শোরুম উদ্বোধন বা ফিতা কাটার কাজে যেতে হয়। স্বাভাবিকভাবে এসবের পূর্বনির্ধারিত শিডিউল থাকে। বুঝতেই পারছেন।